কেমন আমি !

ওর প্রতিবেশি বলেছে_

যে, আজ ও, তা বেশ অসুস্থ ;

শোনা মাত্র আমি দুঃখ প্রকাশ করেছি,

ওকে দেখতে যাব, বলে দিয়েছি তাকে।

সময়ের অস্থির ব্যস্ততায় ভুলে গিয়েছিলুম ধুপ করে,

কিন্তু রাতে, তার পাড়াতেই আমার আগমন ;

আরেক বন্ধুর জন্মদিনের দাওয়াতে বারোটায়,

পার্টি শেষে ফেরার জন্যে দলগত তাড়াহুড়ো।

নিশ্চিত তুমি বন্ধু সুস্থ হবার জন্য প্রভুকে ডাকছো ;

বিশ্বাস আছে আমার যে,

আমায় দেখলে তুমি সুস্থ বোধ করবে।

কিন্তু সে সময় সে পাড়ার বাতাসে_

তোমার জন্যে দ্রুত দীর্ঘশ্বাস ছেড়ে গেলাম।

হয়তো, ইহা তোমাকে সুস্থতা দেবে।

আমি অসুস্থ আমার মানসিকতায় ;

ইচ্ছা, দায়িত্ব, ভালবাসা সব আজ ব্যর্থ,

আমার জন্য ঘৃণা, আর মনের ব্যথা বৃদ্ধি পেয়েছে ;

নিশ্চয় আমি চরম অসামাজিক।

সমাজে খুঁজেছি সম্মান অর্জনের যন্ত্র_

কাজ-কর্মে নিজের পেটাবার ঢোল করেছি তৈরি,

বন্ধুকে দূরে ঠেলে দিয়েছি যোগ্যতার মাপকাটিতে ;

বিবেকের ভুলের জন্যে ক্ষমা খোঁজার_

সময় কোথায় ?

-(সমাপ্ত)- ১৯-২-১৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল

ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।

 

৬১৪ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “কেমন আমি !”

মওন্তব্য করুন : মোঃ সাদাত কামাল [০১-০৭]

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।