মুক্তিযুদ্ধে হত্যা

নিজের প্রতি_

আজ খুব করে ঘৃণা জন্মেছে ;

দেশের প্রতি_

জন্মেছে আবেগপূর্ণ ভালবাসা।

ঘৃণার জন্যে বদ্ধ ঘরে_

কষ্টগুলি ঘিরে আছে চারপাশ,

আর শ্রদ্ধা-ভালবাসার জন্যে

অন্তরে, সম্মান প্রদর্শনের বসবাস।

চোখের সামনে অদৃশ্য_

কিছু দুঃস্বপ্নের গাঢ়-ছায়া,

সম্মানের এক শীতল দৃষ্টিতে

ভুবনে আগত শান্তির মায়া।

স্পষ্ট হচ্ছে অবচেতনে

ভেতরের সেই রুক্ষতা ;

গরম বিষরক্ত শীতল হচ্ছে

অনুভবে মিলছে স্বাধীনতা।

আজ থেকে আর_

হবে নাকো দাঁত খিঁচিয়ে কথা ;

হাসিমুখে, সুস্থতায়

সকলের সাথে হবে দেখা।

শত্রুহত্যা মানে মানুষহত্যা

সে তো কেবল দেশেরই জন্য ;

দেশদ্রোহীকে দমন করে

হউ মানব তুমি ধন্য।

হত্যার দায়ে নিজেকে তুমি

কোরো নাকো কখনও ঘৃণা,

অর্জন কি হতো স্বাধীনতা

এই অহংকারের মুক্তিযুদ্ধ বিনা।

                                                                                                          (-সমাপ্ত-)                                                                          ১৫ই ফেব্রুয়ারি, ২০১৪

মোঃ সাদাত কামাল ; ৩য় সভাপতি, তারুণ্য

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল,

ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ।

১,০৬৮ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “মুক্তিযুদ্ধে হত্যা”

মওন্তব্য করুন : মোস্তাফিজ (১৯৮৩-১৯৮৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।