পছন্দের মানুষ

পথে হেঁটে চলেছি একা

যে পথে হয়েছিল শেষদেখা

সাক্ষী আছে এই পথেররেখা

পছন্দের স্মৃতি এখানেই শুধুআঁকা।

রৌদে আলোর হয়েছিল দারুনসৃষ্টি

যে রৌদ দিয়েছিল ইলশেবৃষ্টি

মেঘের কাছে রৌদের ভাবমিষ্টি

ওখানেই জন্ম পছন্দের শুভদৃষ্টি।

পাখির ডাক মনের আনন্দগান

যে পাখি প্রভুরই রহমতেরদান

বাতাসে ভাসা পাখিরাও কিচান

পছন্দের কথা শুনুক মনেরকান।

মানুষটি সামনে ছিল দাঁড়িয়ে

যে মানুষ সবকিছুকে ছাড়িয়ে

মনের কথাগুলো মানুষটিকে পারিয়ে

পছন্দের নেশায় যাচ্ছিল হারিয়ে।

সময় সেকেন ফিরে আসে

জীবনের প্রতিটি সময়ের কাছে

প্রশ্ননিয়ে সেকি এইসময়েও ভালোবাসে

মনবলে পছন্দের মানুষটি আছেপাশে।

-সমাপ্ত-

৭৪৬ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “পছন্দের মানুষ”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    কবিতা বুঝি কম, তবে ছন্দে ছন্দে ভালই লেগেছে :thumbup:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মওন্তব্য করুন : রেজা শাওন (০১-০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।