ভালোবাসা-দিবসের বিনিময়

আজ ভালবাসার দিনে
তোমাকে দেবো ভোরের সূর্যটা লাল
বিনিময়ে তুমি চুমুতে ঢেকে দাও
আমার দুটো গাল।

আজ ভালবাসার দিনে
সাদা মেঘের দলকে দেবো ছুটি,
বিনিময়ে চাই একান্ত আমার করে
তোমার রাংগা ঠোট দুটি ।

আজ ভালোবাসার দিনে
ঘুম ভাঙগাবো তোমার প্রিয় গানে
বিনিময়ে আজ কাটিয়ে দেবো
শুধু চেয়ে তোমার মুখের পানে।

আজ ভালোবাসার দিনে
তোমাকে দেবো বাগানের সবচেয়ে লাল গোলাপ
বিনিময়ে আজ সারাদিন করব
তোমার সাথে মিস্টি প্রেমের আলাপ।

আজ ভালোবাসার দিনে
তোমার পায়ে লুটিয়ে দেবো বঙ্গোপসাগর
বিনিময়ে চাই সারাদিন জুড়ে
তোমার দুষ্টু আদর।

আজ ভালোবাসার দিনে
আকাশে ওড়াবো ঝাঁকে ঝাঁকে গাংচিল
বিনিময়ে পেতে চাই আমি
তোমার ঐ যাদুময় তিল ।

আজ ভালোবাসার দিনে
এমন বিনিময়ে থাকো যদি রাজি,
সবকিছু ভুলে তুমি আমার
ভ্যালেনটাইন হও আজি।

২৬ টি মন্তব্য : “ভালোবাসা-দিবসের বিনিময়”

  1. ফয়েজ (৮৭-৯৩)

    ওই মান্নান তুমি তো মহা ধড়িবাজ দেখি, সব ভার্চুয়াল জিনিস দিয়া প্রাক্টিক্যাল জিনিস চাও। এই যেমন সুর্য্য দিবা, চুমু নিবা, মেঘ দিবা ঠোট নিবা, সাগর দিবা, আদর নিবা।

    কিপ ইট আপ ব্রাদার :thumbup: :thumbup:


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মওন্তব্য করুন : মান্নান (১৯৯৩-১৯৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।