শেয়ার-কেয়ার-ফেয়ার-আনফেয়ার

ম্যাট্রিক ফেল গিট্টুর আজকাল ভাবটা ড্যামকেয়ার
শুনেছি নাকি দেদারছে কামায় ব্যবসা করে শেয়ার।

দুতিন খানা অফিস তার, চকচকে সব গাড়ি
শ্যাম্পেন আর হুইস্কিতে ভুলেই গেছে গান্জ্ঞা কিংবা তাড়ি।

চোখেতে রঙ্গিন সানগ্লাস আর মুখে চুরুটের ধোঁয়া,
কথায় কথায় তুড়ি দিয়ে বলে,
” শেয়ার ইস দ্যা বিজনেস ভাই, বাকি সবই ভুয়া”।

মনে মনে ভাবে গিট্টু প্লেজার ট্রিপ টু পাতায়া
তার আগে আরো কিছু নেবে বাজার থেকে হাতায়া।

২০০৫ এর গাড়ির মডেল টাও হয়ে গেছে পুরোনো
শেয়ারে ভাই লাভের রাস্তা একটুও নয় ঘুরোনো।

বাজার এখন ভীষণ তেজী, ডাবল ত্রিপল প্রতিদিন
কেউ ভাবে না এক পলকে বদলে যেতে পারে সিন।

গিট্টু যখন মাল কামানোর রঙ্গিন স্বপ্নে বিভোর
বজ্রপাতের মতই তখন আসল সেই খবর।

হঠাৎ করেই শেয়ার বাজারে বিশাল বড় ধ্বস
লাভ দূরে থাক, এখনতো ভাই মূলধনটাও লস ।

সুখস্বপ্ন কেটে গিয়ে হঠাৎ বিনা মেঘে বজ্রপাত
লোভের ফাঁদে পা দিয়ে তাই লাখো মানুষের মাথায় হাত।

সব হারিয়ে রাস্তায় গিট্টু , “ড্যাম ইট ইউ শেয়ার”
শিক্ষা হলো অবশেষে : “পরিশ্রমবিনা বড়লোকিটা আনফেয়ার” ।

[একই সাথে সামু ব্লগে প্রকাশিত]

২,৫০৮ বার দেখা হয়েছে

২৩ টি মন্তব্য : “শেয়ার-কেয়ার-ফেয়ার-আনফেয়ার”

  1. মাহমুদ (১৯৯০-৯৬)

    মান্নান,
    অনেক দিন পর?!

    কবিতা ভালো হয়েছে। কিন্তু শেয়ার বাজারে অসংখ্য মানুষের পতনের জন্য মন খারাপ


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  2. কিবরিয়া (২০০৩-২০০৯)

    জট্টিল হইছে, ফেসবুকে শেয়ার 😕 দিলাম…


    যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
    জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
    - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

    জবাব দিন
  3. রুম্মান (১৯৯৩-৯৯)

    মাম্মা,
    বহুত দিন পর...............কিরাম আছো? কোবতে সিরাম হইছে


    আমার কি সমস্ত কিছুই হলো ভুল
    ভুল কথা, ভুল সম্মোধন
    ভুল পথ, ভুল বাড়ি, ভুল ঘোরাফেরা
    সারাটা জীবন ভুল চিঠি লেখা হলো শুধু,
    ভুল দরজায় হলো ব্যর্থ করাঘাত
    আমার কেবল হলো সমস্ত জীবন শুধু ভুল বই পড়া ।

    জবাব দিন

মওন্তব্য করুন : মরতুজা (৯১-৯৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।