জহির খানের ভিডিও প্রেম …

অনেক ঝড়ঝাপটার আলোচনা সমালোচনার মধ্য দিয়ে শেষ হলো ভারতের বাংলাদেশ সফর। অনেক দিক থেকেই এই সফর ব্যতিক্রম ছিল। আমি নিজেও খুব এনজয় করেছি এইসফরের চড়াই উৎরাইগুলো। বিদেশে বসে অনলাইন ক্রিকেট ব্রডকাস্টিংই মূল ভরসা। আর অনলাইন ক্রিকেটের জন্য সাধারনত ভারতীয় ওয়েবসাইটগুলোর কাছেই যেতে ইচ্ছে না থাকলেও। তবে অনলাইনে ক্রিকেট দেখার সময় কিছু কিছু সাইটে চ্যাটিং রুমও থাকে। ক্রিকেটের চেয়েও সেখানে আরো গরম গরম আলোচনা হয়। বাংলাদেশ ভারতের ম্যাচের সমান্তরালে অস্ট্রেলিয়া-পাকিস্তান ও অনুর্ধ-১৯ টুর্নামেন্ট ও চলছে। তাই চ্যাটরুম ছিল ভারত, পাকিস্তান বাংলাদেশ, অস্ট্রেলিয়া, দ:আফ্রিকা এমনকি ওয়েষ্ট ইন্ডিজের সমর্থকরাও ছিল চ্যাটরুমে। ফলে ক্রিকেটের আড্ডা, ইন্ডিয়া-পাকিষ্তান-বাংলাদেশ গালাগালি, ইন্ডিয়া কিভাবে নং১ টিম হয় সেই বিতর্ক, অনুর্ধ ১৯ টিমের পারফর্মমেণ্স সব মিলিয়ে জমজমাট অবস্থা । একদিকে পাকিস্তান অস্ট্রেলিয়ার কাছে খাবি খাচ্ছে অন্যদিকে ভারত কখনও বাংলাদেশের কাছে ( আসলে তামিম/সাকিবের কাছে), কখনও অনুর্ধ-১৯ ম্যাচে পর্যুদস্ত। ভারতীয় এবং পাকিস্তানীরা একে অন্যকে তুলোধুনো করে ছাড়ে কথায়। আর চ্যাটিং এর ক্ষেত্রে একেক জন তালেবানদের চেয়েও কট্টরপন্থী। আর এসবে মজা পেয়ে আমার পড়ালেখার ছ্যাড়াব্যাড়া অবস্থা। বাংলাদেশের খেলা দেখার জন্য আমাকে ভোর ৩ টায় উঠতে হয়। এদিকে পরীক্ষার জন্য রাতে জেগে পড়তে হয়। ফলাফল পরীক্ষার হলেই আমি ঘুমে চোখে কিছু দেখি না !!!! এখন এমন অবস্থা আমার পরীক্ষাও শেষ এদিকে খেলাও শেষ। কয়েকদিনের মধ্যেই দেশে যাচ্ছি। রাগ লাগছে যদি বাংলাদেশের সিরিজ চলার সময় যেতাম তাহলে হয়ত চিৎকার গালাগালিগুলো ব্লগে না করে, মাঠেই করতে পারতাম। শেষ মাঠে খেলা দেখেছি ২০০৬ এ। তারপরে মেঘে মেঘে কত বেলা হয়ে গেল।প্রতিভাবান আশরাফুল প্রতিভার জলন্ত গোলা হয়ে মাঠে যাওয়া আসাই করল, আইপিএল আইসিএল নামে খেলোয়াড় ভাগাভাগি হলো। সাকিব ক্রিকেট দুনিয়া জয় করল…….. যাক পরীক্ষা শেষ, খেলা শেষ হাতে কাজ নেই এই ফাঁকে অনেক আবোল তাবোল বকবক করলাম। এবার একটা জিনিস শেয়ার করি সবার সাথে, জহির খানের এক ভক্ত টিভি ক্যামেরার মাধ্যমে জহির খানকে প্রেম নিবেদন করল….জহির খানও ক্যামেরার মাধ্যমেই সেই প্রেমে সাড়া দিল। পুরো মাঠ কিছুক্ষন খেলা ভুলে জহিরখান ও তার লাজুক ভক্তের ক্যামেরাডেটিং দেখল …..আমার গল্পও ফুরোলো ….

জহির খানের ভিডিও প্রেম :

১,৯৭৫ বার দেখা হয়েছে

১৭ টি মন্তব্য : “জহির খানের ভিডিও প্রেম …”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    এইটা আমি লাইভ দেখছিলাম ভাইজান।দুরো,জহির খানই তো খেলাডা আইজকাই শ্যাষ্কৈরা দিলো আর আপনে হ্যার পেরেম দেখাইলেন? 🙁 মন্টা বিলা হৈয়া আছে সকাল থিক্কাই...

    জবাব দিন
  2. আশহাব (২০০২-০৮)
    দ্রাবিড় হইলো কিরিকেট জগতের “গাছ”

    :khekz: :khekz: :khekz: :pira:
    মাস্ফ্যুদা আপ্নের লগে দ্রাবিড়ের কি যেনো মিল পাই ;)) :grr:


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন

মওন্তব্য করুন : আশহাব (২০০২-০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।