আজ একটি বিশেষ দিন

আজ একটা বিশেষ দিন,কি বিশ্বাস হচ্ছে না বুঝি ?
পাচ্ছেন না কোন ক্লু ইন্টারনেট, পেপার খুঁজি ?

কেন আপনি দেখেননি ,
আজ দুই পাহাড়ের মাঝে সূর্য কেমন রাঙ্গা হয়ে ওঠে,
আজ বাগানের সবগুলো ফুল যেন একসাথে ফোঁটে ।

আজ কেমন নীল হয়ে সেজেছে ঐ আকাশ,
আজ সদ্য ভুমিষ্ঠ শিশুটাও নেয় বুক ভরে শ্বাস ।

আজ ফসলের মাঠে কৃষকের মন ভোলানো হাসি,
খরদুপুরে বটের ছায়ায় রাখাল বাজায় উদাস করা বাঁশি।

আজ সাদা মেঘগুলো কোথায় সুদূরে ভেসে ভেসে হারিয়ে যায়,
আজ ব্যস্ত কিষানীও সুখে গুনগুনিয়ে গান গায় ।

হাসিমুখে জাল ফেলে আজ ভীষন খুশি জেলে,
দূরন্তপনায় মাতে আজ গায়ের কিশোর ছেলে।

এসব রেখে আপনি খুঁজছেন পেপার জোড়া বিশেষ দিনের বানী,
ভাবছেন কি বলে প্রেসিডেন্ট কিংবা রাজা-রানী ।

আমার কথা শুনে ভাবছেন বুঝি কোন পাগল কবির কল্পনা,
ঠিক আছে ভাই, যার বোঝার সেই বুঝুক, আমি কিছু বলব না।

৩,২৯৯ বার দেখা হয়েছে

৩৫ টি মন্তব্য : “আজ একটি বিশেষ দিন”

  1. সাকেব (মকক) (৯৩-৯৯)

    মান্নান দোস্ত,
    তোর কিছু একটা সিরিয়াস কেস আছে 😉 ...তাড়াতাড়ি ঝাইড়া কাশি দে...

    কোবতেটা অনেক সুন্দর হইসে...


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  2. তাইফুর (৯২-৯৮)

    মান্নান, আমি ৯২ ব্যাচ ... আবার তুই তুকারি করিস না :))
    কোবতে সেইরকম হইছে ... চালা গুল্লি ... :gulli2:


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন

মওন্তব্য করুন : ওবায়দুল্লাহ (১৯৮৮-১৯৯৪)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।