অভিমানী প্রেম

love

কথায় কথায় অভিমান করো
কথায় কথায় অফলাইন,
ভালোবাসার জোরে চালাও
স্বেচ্চাচারী আইন।

হুট করে নেই কোন কথা,
অজুহাত দাও শরীর খারাপ ,মাথা ব্যাথ্যা
একটু এদিক সেদিক হলে
মুখটা করে হাঁড়ি,
দুচোখের নীরব চাহনীতে
লক্ষ লক্ষ ঝাড়ি।

মান ভাঙ্গাতে দিনটা পার
ভুল মেনে নিয়ে লক্ষবার
অনেক নতুন প্রমিজ করেই তবে,
অভিমান সব ভুলে গিয়ে
একটু আমার হবে।

এমন করেই চিরটাকাল,
মান অভিমানে সকাল বিকাল
জীবনটা কি কাটবে ?

ঠিক আছে কাটুক এমনি করেই
রাখব বেঁধে ভালোবাসার জোরেই,
বিনিময়ে সারাটি জীবন
শুধুই আমার থাকবে।

২,৩৭৪ বার দেখা হয়েছে

৩৮ টি মন্তব্য : “অভিমানী প্রেম”

  1. আহমদ (৮৮-৯৪)

    Ten Things I Hate About You

    I hate the way you talk to me.
    And the way you cut your hair.
    I hate the way you drive my car.
    I hate it when you stare.

    I hate your big dumb combat boots.
    And the way you read my mind.
    I hate you so much it makes me sick—
    It even makes me rhyme.

    I hate the way you're always right.
    I hate it when you lie.
    I hate it when you make me laugh –
    Even worse when you make me cry.

    I hate it that you're not around.
    And the fact that you didn’t call.
    But mostly I hate the way I don't hate you –
    Not even close, not even a little bit, not any at all.


    চ্যারিটি বিগিনস এট হোম

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    ঝড়ো রাতের ভালবাসার পর অভিমানী প্রেম! 🙂 বাহ্‌ বেশ রোমান্টিকতো ...

    ঠিক আছে কাটুক এমনি করেই
    রাখব বেঁধে ভালোবাসার জোরেই,
    বিনিময়ে সারাটি জীবন
    শুধুই আমার থাকবে।

    সারাটি জীবন "শুধুই আমার" কি কাউকে পাওয়া যায় ভালোবাসার জোরে?? 🙁 যায় হয়তো, অতি সৌভাগ্যবানরা হয়তো পায় 🙂
    মান্নান, খবর কি?


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মওন্তব্য করুন : আদনান (১৯৯৪-২০০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।