কোথায় যাচ্ছে ডিজুস জেনারেশান ???

ব্লগে এমন ম্যাচিওরড কন্টেন্ট দেয়ার জন্য দু:খিত । কিন্তু আমি চাই এই পশুগুলোর পরিচয় প্রকাশ হোক এবং এদের বিরুদ্ধে শিশু নির্যাতনের অভিযোগ আনা হোক। ব্লগের অনেকেই সনামধন্য সাংবাদিক অথবা আইনজীবি অথবা মানবাধিকারকর্মী । আপনাদের মতামত জানতে পারলে খুশি হব।

কাল আমার পরীক্ষা আছে । তাই ব্লগে ঢোকার কোন ইচ্ছা ছিল না । তবু অভ্যাস বসে ঢুকে এমন অভিজ্ঞতা হলো যে রাগে ঘৃনায় আমি কিছুতেই পড়ায় মন বসাতে পারছি না। এতবড় অমানুষ জেনারেশান গোপনে গোপনে বাংলাদেশে বেড়ে উঠছে ?? এদের শিক্ষা কোন পর্যায়ে আছে আমি জানি না, কিন্তু এরা মানুষ নয় কখনই । সবচেয়ে বড় কথা এরা এধরনের কাজের জন্য অনুশোচনাও ফিল করে না। ঘৃনা থেকেই এটা শেয়ার করতে চাইনি পরে ভাবলাম ভদ্রতার খাতিরে আমরা চুপ থাকি বলেই এই পশুগুলো এতদূর আসতে পেরেছে। এদের পরিচয় ও মুখোশ খোলাটা জরুরী হয়ে পড়েছে। ব্লগে যারা এই প্রতিষ্ঠানের তারা হয়ত অনেকেই এদেরকে চিনতে পারবে। তাদেরকে অনুরোধ করব এইসব পশুদের বিরুদ্ধে ঘৃনা ছড়িয়ে দেয়ার জন্য যাতে ওদের মাখন চেহারার বাইরেও ওদের আসল রুপটা প্রকাশ পায়।

ভিডিওটা এখানে :

মূল ব্লগটা এখানে : http://www.sachalayatan.com/wanted_not/28799

সবচেয়ে বড় কষ্ট পেলাম ফেসবুকে এই ভিডিওটার কমেন্টগুলো দেখে , এমন কাজের জন্য এদের বিন্দুমাত্র অনুশোচনা আছে বলে মনে হয় না।
ফেসবুকের ভিডিওটা এখানে : http://www.facebook.com/video/video.php?v=109441994937&ref=share

১,৮০৬ বার দেখা হয়েছে

২৪ টি মন্তব্য : “কোথায় যাচ্ছে ডিজুস জেনারেশান ???”

  1. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    এলাকাটা নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের পুরানো ক্যাম্পাস(বনানী) বলে মনে হল, তবে এনএসইউ এর ছাত্র না বলে খুব একটা স্বস্তি পাচ্ছিনা।এ জাতীয় অসুস্থ ছেলেপেলে আমার বিশ্ববিদ্যালয়ে আছে এবং বহাল তবিয়তেই আছে।

    সরি,সংকীর্ণ অর্থে মন্তব্য করলাম।
    এজাতীয় ছেলেপেলের উপস্থিতি আমাদের ব্যর্থ শিক্ষা ব্যবস্থা,মূল্যবোধের অবক্ষয় এবং সাংস্কৃতিক ভাঙ্গন নির্দেশ করে।

    জবাব দিন
  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    এ প্রসঙ্গে বীরবলের একটি উক্তি উল্লেখ না করে পারছিনা-"ব্যাধিই সংক্রামক,স্বাস্থ্য নয়।একটি উন্নত সভ্যতার সংস্পর্শে এসে আমরা সেই সভ্যতার দোষগুলোই আহরণ করেছি,গুনগুলো নয়।"

    এই ছেলেপেলেরা আমেরিকান সংস্কৃতির এই গালাগালি এবং উদ্ভট পোশাকই রপ্ত করতে শিখেছে-আমেরিকানদের যে গুনগুলো সেগুলো এদের আত্মস্থ হয়নি।সপ্তাহে ৫ দিন হাড়ভাঙ্গা খাটুনির পর একজন সাধারণ আমেরিকান সপ্তাহান্তে উদ্দাম পার্টি করে,নাচে-গায়।আর আমাদের ক্ষেত্রে শুধু পার্টিটাই আছে,হাড়ভাঙ্গা পরিশ্রম আর দায়িত্ববোধ অনুপস্থিত।

    রেখেছ বাঙ্গালি করে মানুষ করনি!

    জবাব দিন
  3. তৌফিক (৯৬-০২)

    এই ভিডিওটার ঘটনা কখনোই ঘটা উচিত ছিল না।

    তবে মান্নান ভাই, আপনার পোস্টে একটা নাহক জেনারেলাইজেশন আছে। জেনারেলাইজেশনটা হইল জেনারেশন আর প্রতিষ্ঠান নিয়া। আশা করি আমার পয়েন্টটা ধরতে পেরেছেন।

    জবাব দিন
  4. মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

    আমার এক ফেন্ড ভিডিওটা পোষ্ট করেছিল, আমি নিন্দা জ্ঞাপনপূর্বক একটা কমেন্ট করেছিলাম। আমার কমেন্টের প্রতিক্রীয়া হিসাবে অনেকেই আমাকে বলেছিল, " ডোন্ট বি সো সিলি"
    হায়রে দুনিয়া...

    জবাব দিন
  5. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)
    এটাই বেশি ভয়ের কথা , যে তারা শুধু অন্যায় করেনি, ভালো খারাপের মধ্যে তফাৎটাও ভুলে বসে আছে।

    এটাই সবচেয়ে ভয়ংকর।
    এক্ষেত্রে ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে আমার কিছু শেয়ার করতে ইচ্ছে করছে। পরে সময় করে লিখবো।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  6. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    সচলায়তনে দেখছিলাম গতকাল মনে হয়।
    এরকম ধাক্কা খুব কমই খেয়েছি 🙁
    ছেলেগুলোকে সুস্থ মনে হয়নি একদম।
    কী ভয়ঙ্কর একটা সমাজ পেতে যাচ্ছি আমরা 🙁


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  7. রকিব (০১-০৭)

    সেলুকাস !!!!
    এইটা ফেসবুক কিংবা ইউটিউবে দেবার মাধ্যমে এরা কি প্রমাণ করতে চায়??
    বাজে শব্দগুলো বোধহয় নিজেদের জন্যই প্রযোজ্য করে নিলো এই তথাকথিত ডিজুস **** বাচ্চাগুলো।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  8. মো. তারিক মাহমুদ (২০০১-০৭)

    এটা নিয়ে সামু আর Fb-তে অনেক ক্যাচাল হয়েছিল। এদের সম্পর্কে কিছু বলার নাই ... ... "শিক্ষা" এদের কিছু শেখাতে পেরেছে বলে মনে হয় না ... ... এই ঘটনাটা একটা কথাই মনে করিয়ে দেয়: "পরিবারই প্রকৃত বিদ্যালয়" ... ... ভিডিওর এই "শিক্ষিত জেনারেশন" পরিবার থেকে কোন শিক্ষা পায়নি ... ...

    জবাব দিন

মওন্তব্য করুন : জুনায়েদ কবীর (৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।