৯৯% ভেজাল বৈজ্ঞানিক ছড়া

আপেল গাছের নিচে বসে ভাবে শুধু নিউটন
ব্যবসাটা হতো ভাল, আপেল পেলে few ton

গ্যালিলিও লাগিয়ে চোখে মস্ত এক টেলিস্কোপ
দেখে সূর্যের চারপাশে গ্রহ করে ছোঁক ছোঁক ।

হ্যালি দেখে আকাশে, তেড়ে আসছে ধুমকেতু
ভয় পেয়ে একলাফে পার হয় কর্নফুলী সেতু।

আইনস্টাইন ভাবে বসে সময় কেন মানে না আইন ?
ভাবতে গিয়ে রং রোডে ট্রাফিক পুলিশের ফাইন।

গাছের কি প্রান আছে ভাবতে ভাবতে জগদীশ
পুড়িয়ে ফেলে ভাজতে গিয়ে পদ্মার খাসা ইলিশ।

বানর দেখে ডারউইন ভাবে, এইবুঝি তার দাদা
দাদী বলতেন দাদাও নাকি ছিলেন এমনই হাঁদা।

ডলার গুনে ক্লান্ত, বিশ্রাম চায় বিল গেটস
পরে লুঙ্গি হা-ডু-ডু খেলে ,পায়ে দিয়ে জাম্প কেডস।

অর্থকষ্টে আছেন বিজ্ঞানী জেমস ফ্রাংকলিন,
সহৃদয় ব্যক্তিরা তাকে কিছু সাহায্য দিন।

পাওয়ার কোম্পানীতে চাকরি চান ব্যাঙ নাচানো ভোল্টা
চাকরির আশায় ঘুরে ঘুরে ক্ষয়ে গেছে সোলটা।

এরিস্টোটলের এ্যারিস্টোক্রেসি গেছে আজ হারিয়ে
সুশীল সমাজ তার চেয়ে জ্ঞানী, দলীয় মতবাদ ছড়িয়ে।

সিসিবির ফাজিল পোলারা বিজ্ঞানীদের করে টিজ
এসব দেখে বীতশ্রদ্ধ সিসিবি ছাড়েন সক্রেটিস ।

২,৪০৮ বার দেখা হয়েছে

৩২ টি মন্তব্য : “৯৯% ভেজাল বৈজ্ঞানিক ছড়া”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)
    সিসিবির ফাজিল পোলারা বিজ্ঞানীদের করে টিজ
    এসব দেখে বীতশ্রদ্ধ সিসিবি ছাড়েন সক্রেটিস ।

    তাই তো বলি-ব্লগে পিসিসি'র লোকজন এত কম কেন??? :-B :dreamy:


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)
    ডলার গুনে ক্লান্ত, বিশ্রাম চায় বিল গেটস
    পরে লুঙ্গি হা-ডু-ডু খেলে ,পায়ে দিয়ে জাম্প কেডস।

    =)) =)) বিল গেটসরে লুঙ্গি পড়ায়া লং আপ কইরা রাখার কথা মনে হইলো হঠাৎ :goragori:
    মান্নান ফাটায়া লিখছোস :clap: :clap: :thumbup:

    সিসিবির ফাজিল পোলারা বিজ্ঞানীদের করে টিজ
    এসব দেখে বীতশ্রদ্ধ সিসিবি ছাড়েন সক্রেটিস

    সক্রেটিস ভাইকে টিজ করা পোলাপাইনের কাপড় জামা শুদ্ধা ভ্যান চাই 😉


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  3. ফয়েজ (৮৭-৯৩)

    যাক রংপুরের পোষ্ট।

    গুড।
    আচ্ছা মান্নান অন্যদের পোষ্টে হ্যাক কইরা রংপুর ট্যাগ দিতে পারবা তুমি? দেখত টেরাই কইরা।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন

মওন্তব্য করুন : জিহাদ (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।