ঝড়ো রাতের ভালোবাসা

MoonlightLady

এমন ঝড়ো বরষার রাতে
তুমি যদি থাকো সাথে,

মাথা রেখে তোমার বুকে
কি যেন এক অজানা সুখে,

মিশে যাবো তোমার মাঝে
সময় হারাবো সন্ধ্যা সাঁঝে

বাজবে হুঁ হু বাতাসের বাঁশি
সাথে একাকার নিক্কন হাসি

দূরে যাও কপট অভিমানে
আবার ফিরে চাও ভালোবাসার টানে

রাত জেগে মুখোমুখি শুয়ে
হাসি অভিমানে দু’য়ে

অকারনে জেগে থাকি
বুকের মাঝে আগলে রাখি

মাঝে মাঝে প্রশ্ন জাগে
এত যে ভালোবাসি, কেন তা বুঝিনি আগে ?

২,৯৯৩ বার দেখা হয়েছে

৪২ টি মন্তব্য : “ঝড়ো রাতের ভালোবাসা”

  1. জুলহাস (৮৮-৯৪)

    একে প্যারিস... 🙂 🙂 তার উপরে ভাবের বাঙ্গালী... 😉 😉 😉 তার উপরে ঝড়ের রাত :shy: :shy: :shy: ...সব শেষে কবিতা... :clap: :clap: :clap:

    ভাইডি...তোর খবর আছে!!!!!!!!!!!!!! :goragori: :goragori: :goragori: :goragori: :goragori:


    Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet

    জবাব দিন

মওন্তব্য করুন : মান্নান (১৯৯৩-১৯৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।