সিসিবি কে ঘুরিয়ে আনি নাইজেরিয়ান বিবাহ অনুষ্ঠানে …

আমার এই কামলাগিরির সবচেয়ে বড় পাওনা হল দেশবিদেশের বিভিন্ন জাতের মানুষ ও সংস্ক্বৃতি দেখা । সেই সুযোগ পারত:পক্ষে আমি হাতছাড়া করতে চাই না। আজ আমার এক কলিগের বিয়ের অনুষ্ঠান ছিল। তাই সেজেগুজে রওনা হলাম ট্রেডিশনাল নাইজেরিয়ান বিয়ের আসরে। নাইজেরিয়ানরা স্বভাবতই খুব প্রানোচ্ছল ও হাসিখুশি। বিয়ের আয়োজনও নাইজেরিয়ানদের মতই বর্নময় ও আনন্দমুখর। আমি নিজে খুব উপভোগ করেছি , এমনকি নাইজেরিয়ান দের মতো অংশগ্রহনও করেছি। তার কিছু কিছু মুহুর্ত আপনাদের সাথে শেয়ার করলাম।

সকালেই নাইজেরিয়ান সাজে হাজির হলাম অফিসে :

at_office1

আমন্ত্রিত অতিথিরা অপেক্ষা করছে বরের আগমনের , বর পক্ষ নীলটুপি এবং কনে পক্ষ লালটুপি :

auditorium22

মেয়েরা মাথায় ফুলের মত করে কাপড় পেঁচিয়ে রাখে :

girls_dress

এই হলো ঘটনার নায়ক বর:
groom

বরের ড্রেসের সাইজ ব্যাটমানের মতই :
groom_dress

বাদ্যের মাধ্যমে বরকে বরন করে নিচ্ছে কনে পক্ষ :
groom_greeted
নাচতে নাচতে বর চলছে বিয়ে আসরে :
groom_dancing

মাটিতে শুয়ে নতজানু হয়ে মেয়ের বাবা মায়ের কাছে মেয়ের পাণি প্রার্থনা করছে বর ও তার বন্ধুরা:
postrating

এখনও কনের বাবা মা পুরোপুরি কনভিন্সড না :
unconvinced_parents

বরের বন্ধুরা আর্থিক সক্ষমতা প্রদর্শনের মাধ্যমে কনে পক্ষকে কনভিন্স করতে টাকা ওড়াচ্ছে :

spreading_money

বরের কাছের বন্ধুরা একে একে সাক্ষ্য দিচ্ছে বরের সচ্চরিত্র ও গুনাবলী নিয়ে :

friends_testifies_grooms

আমিও বরের হয়ে সাফাই গাইলাম :
grooms_friends_describing_groom

অবশেষে বর কে কন্যা দানে সম্মত কনের বাবা মা :
groom_accepted

কনের আগমন :

bride_appears

বরকে টুপি পরিয়ে দিচ্ছে কনে :

bride_presents_hat_2

টুপির বিনিময়ে কনে টাকা চাইছে বরের কাছে :

money_for_groom_hat_2

এক গামলা টাকা দিয়ে কনেকে বরন করছে বর :
full_dish_money

বাইবেল উপহার পেল কনে :

groom_presented_bibel

বর কনে “বিবাহ সিক্রেট” শেয়ার করছে [ যেন বাংলা সিনেমার মত হারিয়ে গেলে একজন আরেকজনকে খুঁজে পায় ] :

groom_share_secret

বর-কনে বিবাহ চুম্বন :

kisses_each_other

কনে কে বিদায় দিচ্ছে কনের বাবা-মা :

kanna_porbo

৫৮ টি মন্তব্য : “সিসিবি কে ঘুরিয়ে আনি নাইজেরিয়ান বিবাহ অনুষ্ঠানে …”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    দারুন। :thumbup:
    একেবারে ব্যতিক্রম ছবিব্লগ সন্দেহ নেই।
    বিয়ের রীতি-রেওয়াজ দেখেও মজা পেলাম।

    অচেনা বর-কনে'কে অনেক শুভকামনা।


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    বাহ্‌ মজাতো!।
    বরের শ্বশুরতো অল টাইম পার্ট নিয়া বইসা আছে দেখি, বস্‌ মনে হয় পুরাপুরি কনভিন্সড না 😀
    মান্নানও দেখি লেখালেখির ব্যাপারে সিমেস্টার সিস্টেম মাইন্যা চলে, গুড গুড 😉


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  3. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    মান্নান, তুমি তো মনে হয়- কাইয়ুম, কামরুলসহ বিবাহ প্রত্যাশীদের (পড়ুন : হাহাকার) মনের দুঃখ আরো বাড়াইয়া দিলা! দারুণ পোস্ট! কত কিছু জানতাছি...... :clap:

    অফটপিক : অত্ত ট্যাকা খরচ করতে হইলে আমার বিয়া করাই হইতো না! ধার কইরা মাত্র ১০০০ ট্যাকা খরচ কইরা বিয়া করছিলাম। কাবিন মাত্র পঁচিশ হাজার টাকা। এই ট্যাকা এখনও দেই নাই!! 😕 😕 😕


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  4. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    সবই দুর্দান্ত, খালি খচখচানি একটাই, বিয়ার আগে শ্বশুরের সামনে হ্যান্ডসডাউন হয়া থাকাটা 😀 তবে প্র্যাকটিস মনে হয় :grr:


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  5. সায়েদ (১৯৯২-১৯৯৮)

    অতি উত্তম অতি উত্তম 😀 😀 ।

    লাইবেরিয়ায় থাকাকালীন দূর থেকে এইরকম কিছু কারবার চোখে পড়ছিল, কিন্তু অনুষ্ঠানে থাকার সুযোগ হয় নাই। এইবেলা খানিকটা জানলাম।

    বরের ড্রেসের কাছাকাছি ঢোলা একটা আফ্রিকান ট্রাডিশনাল ড্রেস খুব শখ করে পড়ে ভাগ্নের সামনে যেতেই বলে উঠল "মামা কাঙ্গাতুয়া (কাকতাড়ুয়া)" 😕 😕 !!


    Life is Mad.

    জবাব দিন

মওন্তব্য করুন : কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।