অডিও ব্লগঃ কাজল কালো চোখের তারায়

নিলয় তখন ঢাকার বাইরের কোন একটা ক্যান্টনমেন্টে যোগ দিয়েছে সবে। পরিবার পরিজন ছেড়ে একা একা থাকে বেচারা। দিনভর লেফট রাইট আর রাষ্ট্রীয় সব কাজের মাঝে ডুবে থাকতে হয় তাকে। অবসর বলতে যা পায় সেটুকু সে গান নিয়েই থাকে। ভোরবেলা পিটি করে ও মনে মনে গান গাইতে গাইতে। গিটারও বাজায় নাকি তখন ওই মনে মনেই! আমরা যেমন ছোটবেলায় ‘মনে মনে কলা খাও’ খেলতাম, ঠিক ওই রকমই ব্যাপার স্যাপার আর কি! হঠাৎ একদিন ও ফেইসবুকে ম্যাসেজ পাঠিয়ে বল্লো, তুমি গান লিখো আমার জন্য। আমি গাইবো।

আমি জানি, নিলয় বড় খেয়ালী মানুষ। আজ খুব গান গাইছে তো কাল বেড়িয়ে পরলো ক্যামেরা হাতে আর পরশু নিলয় রঙ তুলি নিয়ে এমন ব্যাস্ত হয়ে পরবে যে ওকে খুঁজে পাওয়া ভার হবে। ভাবলাম দু’দিনেই ভুলে যাবে, কিন্তু ভুলল না ও। লেগে রইল আমার সাথে। সকাল বিকেল তাড়া লাগায় ভালবেসে।

‘কাজল কালো’ গানটি লিখেছিলাম মাস ছয়েক আগে। গানটিতে কন্ঠ দিয়েছে সেলিম নিলয়। ।

৩,৬৩৬ বার দেখা হয়েছে

৩০ টি মন্তব্য : “অডিও ব্লগঃ কাজল কালো চোখের তারায়”

  1. সামিউল(২০০৪-১০)

    গানের কথা এবং গায়কের গায়কী দুইটাই অনেক সুন্দর লাগলো।
    নিলয় ভাইয়ার প্রফেশনালি গান গাওয়া উচিত। ওনার কণ্ঠ অনেকটা প্রয়াত শিল্পী আবিদের মত। অনেক দরদ আছে। 🙂


    ... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!

    জবাব দিন
  2. সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

    🙂 🙂

    নিলয় টিভিতে গান গায়, সামিউল। চমৎকার কণ্ঠ ওর। ওর মত গান পাগলা ছেলে কম দেখেছি আমি। নিয়াজ মোহাম্মদ চৌধুরীর গান গুলো কী চমৎকার করেই না গায় ও। কলেজে ও গাইতো খুব। আর এখন রাঙ্গামাটিতে বসে পাহাড় কাঁপিয়ে গায় গিটারে সুর তুলে।

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    দারুন লাগলো আপু। কন্ঠ, কথা, সুর সবই।

    সিসিবিতে তো আপনি অডিও ব্লগ বিপ্লব সফল করে ফেললেন :p


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
    • সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

      🙂 🙂 🙂 🙂 🙂

      অডিও ব্লগের রূপকার কে মনে আছে তো সব্বার? সিসিবিতে অডিও ব্লগ ভাবনার কথা প্রথম বলেছিল আমাদের আহসান আকাশ!

      আহসান তোমার জন্যই আমাদের অডিও ব্লগের শুরু যদিও এখন অব্দি তোমার অর্কেস্ট্রা শুনতে পাইনি। তোমার ওপর শূলে চড়াবার আদেশ জারী আছে ভুলে যাওনি আশা করি! কবে তুমি আসছো বাজাতে শিগগির জানাও! আমাদের তর সইছেনা মোটে। সিসিবিতে প্রতিদিন দারুণ সব লেখা, অডিও ব্লগ আসছে এখন। মোকার গিটার, পারভেজ ভাইয়ার কবিতা, তোমার অর্কেস্ট্রা আর নূপুরের নিক্বণ...আবারো শুরু হয়ে যাক অডিও ব্লগের উৎসব।

      জবাব দিন
      • আহসান আকাশ (৯৬-০২)

        হাহাহা আপু, আমি মনে হয় শুধু একটা আইডিয়া দিয়েছলাম এবং আমি নিশ্চিত আমার আগে আরো অনেকেই একই আইডিয়া দিয়েছিল। কিন্তু সেটা কাজে পরিনত করলেন তো আপনিই 🙂

        আর আগে যেমনটা বলেছিলাম, অকেস্ট্রা বা ঐ ধরনের কিছু থেকে শূলে চড়া আমার জন্য অনেক সহজ, তাই আপাতত ক্ষমা চেয়ে নিচ্ছি 🙁


        আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
        আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

        জবাব দিন

মওন্তব্য করুন : জিহাদ (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।