অডিও ব্লগঃ চার

সাজেক ভ্যালি থেকে নিলয় কল করে বলেছে, ডার্লিং আম্মা তুমি এখনই চইলা আসো এই ভ্যালিতে নইলে এ জীবন রেখে তোমার কি হবে বলো!

আমি সাজেক ভ্যালির নাম শুনি নাই আগে, যদিও অস্ট্রেলিয়ার বারোসা আর কেপারটী ভ্যালির রূপে মুগ্ধ হয়েছিলাম অনেক আগেই। নিলয়ের চোখে আমি বাংলাদেশের সাজেক ভ্যালি দেখি তের নদীর ওপার থেকে আর তাতেই আমার মুগ্ধতা কাটে না! সত্যি এ জীবন রেখে কী হবে আর!!

আমি ফোনে চেঁচিয়ে আমার গীতিকবিতা ওকে শুনাই আর নিলয় সাজেক ভ্যালীর সবুজে বসে গুনগুনিয়ে তাতে সুর করে। জীবন সতত আনন্দের না হলেও খুব একটা মন্দ নয়!

পুনশ্চঃ নিলয়ের চেঁচামেচিতে আমার গান লেখার শুরু। ও সিসিআর এর গান পাগলা ছেলে। আমি মুখে যা’ই বলি ও তা’ই সুর করে… অবশেষে সত্যি ওর জন্য লিখেই ফেললাম “শুধু তুমি নাই”। গানটার গায়ক ও সুরকার নিলয়।

 

 

১,৯৯১ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “অডিও ব্লগঃ চার”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    আপা,
    নিলয়কে আমার পক্ষ থেকে অভিনন্দন।
    আপনার জন্যেও। এত সুন্দর কথাগুলোর জন্যে।
    এখানে ঝলমলে রোদ আজ -- রাস্তার দু'পাশে বরফের রাশি পড়ে। ইচ্ছে করছে কাজ-ফাজ ফেলে ধুসর স্মৃতির হাত ধরে রাস্তায় নেমে প্রেম উদযাপন করি!

    জবাব দিন

মওন্তব্য করুন : সাবিনা (৮৩-৮৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।