অডিও ব্লগঃ এক

 

আহসান আকাশের আইডিয়া আর পারভেজ ভাইয়ার অনুপ্রেরণায় অডিও ব্লগ লিখলাম অবশেষে! 🙂 

এখানে আমার কোনই কৃতিত্ব নাই। আমি কেবল সিসিবির জন্য আমার ফেলে আসা দেশটিকে স্মরণ করে চোখের জলে বাজালাম “ধনধান্য পুষ্প ভরা”। সবিনয়ে বলি, আমি গান বাজাতে শিখি নাই। বহুদিন আগে ইন্ডিয়ান ক্লাসিক্যাল বাজাতাম আমার কন্যার সাথে, তারই রেশ হয়তো রয়ে গেছে কোথাও! আমি একজন ভুলে যাওয়া পিয়ানিস্ট, সুতরাং ভুলত্রুটি মার্জনীয়!!  

৪,১০১ বার দেখা হয়েছে

৪১ টি মন্তব্য : “অডিও ব্লগঃ এক”

  1. এস এম আফজালুর রহমান (মকক ৯৫-০১, ৩৩ তম)

    এই মহিলার জন্য দেখি বাঁচা বড় দায় হয়ে যাচ্ছে, কোন কিছুই বাদ দিবে না দেখছি। দেশে এখন সাকিব আল হাসান মত অলরাউন্ডার কে টক্কর দেওয়ার মত আপু আপনিও কি শেষ পর্যন্ত এই রাস্তা বেছে নিলেন। অনেক অনেক অভিনন্দন রইল। আর অপেক্ষায় রইল সামনের দিনগুলুতে আরো চমৎকৃত হওয়ার 🙂

    জবাব দিন
  2. জিহাদ (৯৯-০৫)

    সিসিবির ইতিহাসে এর আগে কেউ এভাবে অডিও ব্লগ দিসে বলে মনে পড়তেসেনা। কারো মনে পড়লে এক্টু জানান দিয়ে যেয়েন।

    মুগ্ধ হলাম আপু। আমি অবশ্য আপনার গানের জন্যও অপেক্ষা করছিলাম।পরে ব্লগ পড়ে ভুল ভাঙ্গলো।

    অডিও ব্লগিং পোস্টানো জারি থাকুক :hatsoff:


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  3. আহসান আকাশ (৯৬-০২)

    আমার নাম দিয়ে একটা ব্লগ শুরু 😮 ওরে কেউ আমারে ধর...

    আমার খুব খুব খুব প্রিয় একটা গান, যদিও আমিও জিহাদের মত গানের অপেক্ষায় ছিলাম 😛

    দারুন হয়েছে আপু, অডিও ব্লগ জারি থাকুক :hatsoff:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  4. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    সাবিনা আপা,
    ভোরের আলো ফোটার আগেই ঘুম ভেঙ্গে গেছিল। ভাগ্যিস গেছিল!
    পিয়ানোতে 'ধনধান্য পুষ্প ভরা' শুনে আমারো চোখের কোণ ভিজে উঠতে চাইল।
    পালিয়ে কাজে চলে এলাম।
    আশপাশে কেউ নেই। কাজ করতে করতে রশিদ খাঁ শুনছি --
    বাতো বাতো মে বীত গয়ি রাত মোরি
    সাজন তুম রুঠ গয়ে বোলোনা

    একটা ছোট্ট কারেকশন :
    'ধনধান্য' হবে। এ-কার নেই।

    জবাব দিন
  5. জুনায়েদ কবীর (৯৫-০১)

    আমি যদি এইরকম বাজাতে পারতাম বা গান গেতে পারতাম বা আবৃত্তি করতে পারতাম- তাইলে ডেইলি অডিও ব্লগ দিতাম... 🙁


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  6. জিয়া হায়দার সোহেল (৮৯-৯৫)

    প্যারেড ধীরে চল, হ্যাঁ বাদ্যযন্ত্র ভাল ছিল। :clap: :clap: আরো চালিয়ে যাও। আমার নামে কেউ ক্রেডিট দেয় না, আফশোষ নাই ভালবাসা ছাড়া। অনেক শুভকামনা আপু।

    জবাব দিন

মওন্তব্য করুন : সাবিনা (৮৩-৮৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।