সিসিবি ঈদ পূনর্মিলনি সংক্রান্ত পোষ্ট- জরুরী মতামত দিন

মাশফ্যু’র এই ব্লগের ভিত্তিতে আমি পরবর্তিতে এই পোষ্টে সিসিবি ঈদ পুনর্মিলনি করার একটা প্রস্তাব উত্থাপন করেছিলাম। ২৭ নভেম্বর দিনটি মোটামোটি ধার্য্য হয়েছিল। কিন্তু অত্যন্ত দুঃক্ষ আর লজ্জার সাথে জানাচ্ছি, হঠাৎ করেই আমার ইউনিভার্সিটির ইন্সট্রাক্টার জানালেন ২৭ তারিখেই একটা বেশ বড়সড় কেইস প্রেজেন্টেশনের দিন ধার্য্য করা হয়েছে। এই বুড়ো বয়সের পড়াশুনার সাধ এখন গলায় কাঁটা হয়ে বিধছে। তাই সিসিবি গেট টুগেদারের দিন এর পরের শুক্রবার অর্থাৎ ডিসেম্বরের ৩ তারিখে পেছানোর সিদ্ধান্ত নিতে হচ্ছে। প্রিন্স্যু স্যারের অবশ্য মতামত নেয়া হয়েছে, তাই খুঁটির জোড় পাচ্ছি একটু বেশী। জনগনের মূল্যবান মতামত এবং হাজিরা নিশ্চিত করার জন্য আহবান জানানো হচ্ছে। আপনাদের ম্যাক্সিমাম পার্টিসিপেশন কাম্য। দয়া করে আমার এই প্রথম জিটুজি সার্থক করে আমার এই জীবন ধন্য করবেন 😀 ।

ভেন্যু বর্ণনাঃ
হোটেল রেডিসন, না, জিটুজি টা হোটেল রেডিসনে আয়োজন করা হচ্ছে এমন ভেবে আপ্লুত হবার কোন কারণ নাই। বলতে চাচ্ছিলাম হোটেল রেডিসনকে ল্যান্ডমার্ক রেখে ২০০ কি ৩০০ গজ এগুলে ডিওএইচএস বারিধারা। সবার জ্ঞ্যাতার্থে বলে রাখা ভালো যে এখানে প্রবেশের দুইটি রাস্তা আছে। এক হচ্ছে হোটেল রেডিসন আর এয়ারপোর্ট গামী বিশ্বরোডের ঠিক মাঝ বরাবর শ্যাওড়া বাসস্ট্যান্ড (জোয়ারসাহারা, যা আর্মি গলফ ক্লাবের ঠিক বিপরীতে)। অন্যটি নর্দা বাজার (এ্যামেরিকান এ্যাম্বেসি এবং বসুন্ধরা পাড় হয়ে হাতের বাম দিকে) দিয়ে বা গুলশান হয়ে ইউনাইটেড হাসপাতাল হয়ে আসা যায়। এখানে আরেকটি তথ্য দিয়ে রাখি, ক্যান্টনমেন্টের স্টাফরোডের বিপরীতে আরেকটা রাস্তা আছে, কেউ ভুল করেও শর্টকাট মারার কথা ভাববেন না, হাঁটুআলারা (নিজের ব্যাঞ্চাই 😛 ) আপনাদের হাঁটু খুলে রেখে দেবেন, কারণ ওটি ওয়ানওয়ে বেরিয়ে যাবার জন্য।


বাইর থেকে দেখে মনে হয় চারতল বিশিষ্ঠ একটি ভবন, সো বাহারসে ধোকা মাত খাইয়ো। যেহেতু লিফট নাই, তাই কেউ একবারে না উঠতে চাইলে তিন তলায় জিড়িয়ে নিতে চাইলে কেউ বাধা দিবে না, কারণ ওটি আপনাদের বজলু ভাইয়ের বাসা, যেটিকে ম্যাশ পোটাটো আই মিন মাশফ্যু ঠোলা আমার বাসা বলে ভুল তথ্য দিয়েছিলো :gulli2: ।

পঁচতলায় উঠে কেউ কেউ প্রথমে একটু ধাক্কা খেতে পারেন একটা খোলা ছাঁদ দেখে। আমার ছোট্ট বাসাটির সামনে একটুকরা উঠোনের ব্যাবস্থা আছে। আমার বাসাটা যেহেতু নন-স্মোকিং জোন, তাই আমার ধুঁয়াখেকো বন্ধু ভাইদের কথা ভেবে এই উঠোনের ব্যাবস্থা করা হয়েছে।

আর যারা নিতান্তই নিরামিষভোজী আছেন আমার মত, তাদেরও হতাশ হবার কোন কারণ নাই, ছাদের উপর একটা ছোট্ট সবজি ক্ষেত আছে। ভাগ্য ভালো থাকলে লাউ, কুমড়া, বরবটি, টমেটো, কঁচু, পুই, পালং, লেবু, আমরা, ডালিম, সবেদা, শালগম, বেগুন, কলা, বড়ই গাছ থেকে ছিড়ে ছিড়ে খেতে পারবেন।

তাই আর দেরি না করে নিজের সিট বুকিং দিন! এই স্টীলের দরজা গলে ভিতরে চলে আসুন সপরিবারে :hug: !

বাচ্চা লোগ কে আসছো, এবার হাত তোলো!

৪,১৬৮ বার দেখা হয়েছে

২৪২ টি মন্তব্য : “সিসিবি ঈদ পূনর্মিলনি সংক্রান্ত পোষ্ট- জরুরী মতামত দিন”

  1. হায়দার (৯২-৯৮)

    তারিখ যখন পেছানোই হবেই, আরো ১ সপ্তাহ কি পেছানো যায় না? :dreamy:
    ডিসেম্বরের ১১ তারিখ বাংলাদেশে ব্যাক করছি। :goragori:
    ১২ তারিখ জিটুজি হইলে সবার সাথে পরিচিত হইতাম। 😀

    যাউকগা, এইবার realistic হই।
    জিতু, কেইস প্রেজেন্টেশন ভালোমতো দিও। ৩ তারিখের জিটুজি যেন সার্থক হয়, এই কামনা করি।
    আর, জিটুজি'র উদ্যোগের জন্য :salute: (সম্পাদিত) (সম্পাদিত) (সম্পাদিত)

    জবাব দিন
  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    ইয়ে,আমি তিনটা পদ প্রস্তাব করতেছিঃ
    ১) চীজ কেক বড় সাইজের এবং ছোট সাইজের দুইটা-বড়টা আমি একা আর ছুডোটা বাকি সবাই খাপে।
    ২) এ্যারাবিয়ান গ্রিল্ড চিকেন- আস্ত একটা মুরগি আমি এবং বাকিরা পার হেড একটা করে কোয়ার্টার চিকেন খাপে।
    ৩)তাজিকিস্তানি বিরিয়ানি- এইটা সবাই খাপে তবে আমি এক দুই হাতা বেশি নিপো
    ৪) এনি আদার আনকনভেনশনাল আইটেম... 😀

    জবাব দিন
  3. মাহমুদ (১৯৯০-৯৬)

    কুববানীর ঈদ সবে মাত্র গেল। এত খাওয়ার পরেও আবার জিটুজি, খানাপিনা, এইসব একদম ভালো নয়।

    সংযম, সংযম......... (সম্পাদিত)


    There is no royal road to science, and only those who do not dread the fatiguing climb of its steep paths have a chance of gaining its luminous summits.- Karl Marx

    জবাব দিন
  4. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    খিদায় ঈর্ষায় জ্বইলা গেলাম।
    খানার ছবি দিও...
    তাই দিয়া পেট ভরাবো।
    আমার রেসিপি-র লাইনেও জিনিষপত্র থাকবে নাকি?
    তাইলে তো আরো মিস... 🙁
    পোলাপাইন, মনের সুখে খাইয়া নিস...

    জবাব দিন
  5. তাইফুর (৯২-৯৮)

    ৩৬৬ দিন পর লগাইলাম ...
    সিসিবি'র গিট্টুগ্যাদার গুলা বরাবরই আমারে টানে ...
    মন্ডায় কয় ...


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  6. রেজা (৯২-৯৮)

    দাওয়াতটাকি উন্মুক্ত? সিসিবিতে নতুন বইলা আগামাথা কিছুই বুঝতেছিনা
    আর জীতুজী আপনার বাসায় এটা জীটুজী নাকি ব্যাক্তিগত ব্যবস্থাপনায় সিসিবির আবাল বৃদ্ধ বনিতার দাওয়াত।পরে আবার চান্দা টান্দা ধরবেন নাত?? আর আমার মত নতুন যারা যাদের কেউ ই চিনেনা তারাও কি সসন্মানে আসতে পারবে?

    জবাব দিন
  7. ২৭ তারিখে হলে আসতাম কারন তখন দেশেই ছিলাম। ৩ তারিখে আসা হবে না ... ব্যাক টু প্যাভিলিয়ন।

    কি আর করার ... মিস্কর্লাম ... বেটার লাক নেক্সট টাইম 🙁

    জবাব দিন
  8. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    আমার মনে হয় আয়োজনের সুবিধার্থে যারা উপস্থিত থাকবেন সবার উপস্থিতি একে একে ঘোষণা দিইঃ

    ১।মাসরুফ
    ২।মাহমুদ
    ৩।রেজা
    ৪।রায়হান
    ৫।আশফাক
    ৬।আলীম
    (বাকীরা ৭,৮,৯...এইভাবে পর্যায়ক্রমে উপস্থিতি ঘোষণা করুন...) 🙂 (সম্পাদিত)

    জবাব দিন
  9. আহ্সান (৮৮-৯৪)

    ৭। আমি নিজে (লাকি সেভেন নম্বরটা নিজেই নিয়া নিলাম)
    ৮। বউ
    ভাবতেছি ৩ ডিসেম্বর সকাল থাইক্কা ইচ্ছা কইরা সারা দিন অফিসে থাকুম আর জিতু'র বাসার রান্নার ঘ্রাণ নিতে থাকমু আর ক্ষিধা বাড়াইতে থাকমু...। ক্ষিধার জ্বালায় জুম্মার নামায টা ঠিক মত পড়তে পারুম কিনা অবশ্য সন্দেহ...।
    যাউকগা... জিতু, আমি কোন সাহায্যে আসতে পারলে আমারে জানাইও...

    জবাব দিন
  10. আপু আমিতো আছিই !
    তাহলে হলো ১২ । সাথে আছে টান্টু , ১৩.৫(মোটা বলে ওর জন্যে ১.৫) আর ইশা কেও নিয়ে আসবো পারলে।
    এই আয়োজনের ব্যানারে লেখা থাকবে জিতুজী 'র জিটুজি 😀

    জবাব দিন
  11. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আমরা সদলবলে আসছি..........
    ১৫. প্রিন্সিপাল
    ১৬. সিসিবির ফার্স্ট লেডি (!!)
    ১৭. উদয় [এখনো নিশ্চিত না, নেতিবাচক দিক : ওর বয়েসি কেউ থাকবে না এবং ফাইনাল পরীক্ষা চলছে (অজুহাত দেখাতে পারে) বলে না যাওয়ার সম্ভাবনা বেশি, ইতিবাচক দিক : তবে ভালো-মন্দ খাবারে আবার আকর্ষন বেশি]
    ১৮. সিসিবির শুভাকাঙ্খী কানাডা ফেরত কিংকু ওরফে ফাহিম (এখনো দাওয়াত দেই নাই, তবে জিতুর পক্ষ থেকে দিবো বলে গভীরভাবে ভাবছি)


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
    • সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

      কিঙ্কু সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম!

      তারপর ঘটা কইরা গত ফ্রাইডেতে হ্যালুইন এন্ড ফেয়ারওয়েল পার্টি একসাথে দেয়া হইলো কুদরত মিয়ার যাওয়া উপলক্ষে। অনেক মজাও হইলো। এরপর শোনা গেল অনেকেরই পেটে মোচড় দিয়ার পর ছোটঘরে দৌড় লাগাইতে হইছে। এন্মেতে সাধারনত খাবারে এখানে তেমন প্রবলেম হয়না।

      আমি মনে হয় মনে মনে একটু খানি ডড়াইতেসি 😕


      You cannot hangout with negative people and expect a positive life.

      জবাব দিন
    • দাওয়াতের জন্য ধন্যবাদ সানা ভাই এবং সাবিহা আপু (এবং বাকিরা) ...

      থাকতে পারলে খুব ভালো লাগতো ... সিসিবির অনেকের সাথেই সামনা সামনি দেখা করার শখ ছিল, এমন সুযোগ আর পাওয়া যাবে না ...

      কিন্তু দুঃখের ব্যপার হচ্ছে এই উইকেন্ড খুব সম্ভব চিটাগাং থাকবো, তাই চাইলেও আসা যাবে না মনে হয় ...

      আপাতত চিটাগাং গিয়া ফয়েজ ভাই আর পরিবর্তনশীলকে জ্বালায়ে আসা যায় কিনা ভাবতেসি 😀

      জবাব দিন
      • সানাউল্লাহ (৭৪ - ৮০)

        কিংকু : ভালো ভালো...... ফয়েজ আবার তোমারে নাকি এম্নে এম্নেই ভালা পায়.................
        আমাদের কাইয়ুম ভাই নাকি আজকাল প্রায়ই চিটাগাং যায়..... দেখো, ব্যাচেলর পোলাডাও ওই সময় থাকে কিনা! তাইলে জ্বালানিডা পুরোপুরি সম্পন্ন হইবো......... :grr: :grr: :grr: (সম্পাদিত)


        "মানুষে বিশ্বাস হারানো পাপ"

        জবাব দিন
      • সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

        পাইম আবার আমার কথা শুইনা মাইন্ড খাইলো কিনা এইডা জান্তে ওরে মেইল করায় ও জানাইসে সে সব কিছু খাইতে ভালু পায় খামি মাইন্ড খাইতে এক্কেরেই ভালু পায় না! তবে এই কথা ঠিক যে ও আসলে আসরটা একাই মাতিয়ে রাখতে পারত।


        You cannot hangout with negative people and expect a positive life.

        জবাব দিন
  12. শাওন (৯৫-০১)

    আমি কি একটা সীট পাইতে পারি......মানে খাওয়া দাওয়াতে অংশ নিতে চাই......


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  13. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    নাম্বার না দেয়ায় অথবা খালি কেলাইন্যা মুখের ইমো দেয়ায় কয়েকজনের ব্যাপারে একটু কনফিউশান রয়ে গেলঃ
    ১। আহমদ ভাই ও ভাবী
    ২।শওকত ভাই ও ভাবী
    ৩। তাইফুর ভাই ও ভাবী
    ৪। আরিফ আমীন
    ৫। আরিফ
    ৬। আমিন (আমীন না)
    ৭। শাহরিয়র
    ৮। মেহেদী হাসান সুমন


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  14. মইনুল (১৯৯২-১৯৯৮)

    গেট টুগেদার সফল হউক ......... অনেক বেশি ছবি চাই। যারা যারা অ্যাটেন্ড করবে সবার আলাদা আলাদা ছবি দিলে ভালো হয়, যেনো আমাদের মতন দুর্ভাগারা সবাইকে চিনতে পারে।

    জবাব দিন
  15. সাব্বির (৯৫-০১)

    যারা যাবে না তাদেরও একটা লিস্ট থাকা দরকার।
    সবার আগে আমি হাত তুল্লাম।
    ক) সাব্বির

    অ ট সিসিবির কোন জিটুজি এর লিস্টে নাম লিখাইতে পারি নাই এখনও। তাই নতুন নিয়ম অনুসারে যারা যাবে, তাদের সাথে সাথে যারা যাবেনা, তাদেরও একটা লিস্ট মেইন্টেন করার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি।

    জবাব দিন
  16. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    ছ) দিহান
    জ) মইন
    ঝ) ফয়েজ (চট্টগ্রামে পরীক্ষা নিয়ে ব্যস্ত থাকবে!!)
    ঞ) কামরুলতপু
    ট) সুমন
    ঠ) আয়েশা
    ড) শান্তা
    ঢ) মুহাম্মদ
    .............. যারা আসতে পারবে না আমি তাদের একটা লিস্টি আগাইয়া রাখলাম ;)) ;)) ;))


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  17. শার্লী (১৯৯৯-২০০৫)

    এই মাত্র মাস্ফ্যু ভাইয়ের কাছ থেকে খবর পেয়ে আমি চলে আসলাম। জিটুডি মনে হয় আমাকে চিনতে পারেন নি। আমি সিসিবির এক সময়ের পাপী। অনেকদিন পর এলাম। জিটুডির পারমিশন ছাড়াই নিজেকে সিরিয়ালে দাড় করিয়ে দিলাম 😀 ।

    ২০। শার্লী

    জবাব দিন
  18. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    আমি খালি খেয়াল রাখতেসি কারা কারা আমারে জিতুডি ডাকতেসে। তাদের জন্য ইসপিশাল খাওয়নের ব্যাবস্থা করা হবে জিটুজি'র দিন :grr: :grr: :grr:


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  19. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    ২১। রেজওয়ান
    ২২। শওকত ভাই
    অন্য যারা যারা আমাকে পারসোনালি জানিয়েছে আসবে-
    ২৩। কামরুল (ফকক)
    ২৪। রেশাদ (ফকক)
    ২৫। আশিক ভাই
    ২৬। মিফতাহ
    ২৭। আবদুল্লাহ (রকক ৯৩-৯৯)
    ২৮। হাসিব (ককক ৯৩-৯৯)
    ২৯। রুবাইয়া মঞ্জুর পিপ (মগকক ৯৩-৯৯)
    ৩০। মোশরেফ জাহান (মগকক ৯৩-৯৯)
    ৩১। মিরাতুল ফাতেমা বিনতে আসাদ (মগকক ৯৩-৯৯)
    ৩২। নাফিসা আলী (মগকক ৯৩-৯৯)
    ৩৩। সাইফুল ইসলান (ফকক ৬৩-৬৯)
    ৩৪। আসফাক (ফকক ৬৩-৩৯)
    ৩৫। শাহেদ শামসুদ্দীন সাবের (ফকক ৬১-৬৭)
    ৩৬। সোমা হাপাং (মগকক ৯৩-৯৯)


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  20. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    জিতু মনে হয় সারাদিন বাজার-সদাই আর রান্নার প্রস্তুতিতেই কাটিয়েছ!! 😀 মেনু সম্পর্কে একটু ধারণা পেলে এখন থেকেই অনশনে যাবো কিনা ঠিক করবো!! 😛


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  21. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    আহ....... কব্জি ডুবিয়ে খেলুম......... হাতে এখনো ঘিয়ের গন্ধ লেগে রয়েছে যে........ ধন্যবাদ জিতু। অসাধারণ আয়োজন। :party: :party: আর আড্ডা....... দারুণ উঠোনে বসে....... :khekz: বাকি সব জানাতে এখনই ইচ্ছে করছে না! আলসেমি লাগছে..........

    যারা মিস করলো তাদের সবার জন্য সমবেদনা। আমরা সন্ধ্যায় চায়ের কাপে তোমাদের স্বাস্থ্য পান করেছি! 😀


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  22. আন্দালিব (৯৬-০২)

    আমি এমন খাইছি যে আগামী কিছুদিন শুকনো চিড়া মুড়ি খেয়ে থাকলেও কোন ক্ষিধে টের পাবো না! জিতু আপুকে অসংখ্য ধন্যবাদ, এমন মনোরম খাওয়া-দাওয়া, আর আড্ডার সুযোগ করে দেয়ার জন্য। :clap: :clap: :clap:

    জবাব দিন

মওন্তব্য করুন : মেহেদী হাসান সুমন (৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।