পুরুষ

আমাকে ভালবাসবার জন্যে তোমাকে পুরুষ হতে হবে।

আমার নেই প্রয়োজন নীল পদ্ম
কিম্বা
দুরন্ত ষাঁড়ের চোখে লাল কাপড় বেধে দেবার।
পুরুষ হবার জন্য
তোমাকে অসীম সাহসিকতার পরিচয় দিয়ে
রাক্ষসের প্রানভ্রমর কবজ করতে হবে না;
দিগ্বিজয়ী বীরও হতে হবে না তোমাকে।
সাহস তো জোয়ান অব আর্ক, তারামন বিবি বা
দেবী চৌধুরানীরাও দেখিয়েছিল।
দুর্গার শক্তির কাছে নাকি হার মেনেছিল
মহিষাসুরও!
তোমাকে পুরুষ হতে হলে ধরতে হবে না
রুক্ষতার ছদ্মবেশ
কিম্বা থাকতে হবে না তোমার
পাহাড়প্রমান অহংবোধ।
বলতে হবে না,
“ভাঙ্গবো কিন্তু মচকাব না”।
কারণ মচকালে তবু তো আমি যষ্ঠী হয়ে তোমার,
ঠিকই দাড় করিয়ে দেব, কিন্তু
ভাঙ্গলে নাকি ডাক্তাররাও পুরোপুরি
জোড়া লাগাতে পারে না?

কেবলমাত্র দন্ডায়মান লিঙ্গের দাপট
আর উর্বর বীর্যের বলেই তুমি পুরুষ হবে না।
তোমার দৃঢ় পুরুষালী মাংসপেশী
বা লোমশ প্রশস্ত বুক আর
ঠোটের উপর সিগারেটের আধিপত্য
তোমাকে আমার কাছে পুরুষ বানায় না।

পুরুষ হতে হলে তোমার কাছে
কেবলমাত্র থাকতে হবে পুরুষের বিশালতা ভরা এক মন।
যদি আমাকে ভালবাসতে চাও,
সে মনের রাজ্যে একমাত্র রানী করে রাখবে তুমি আমাকে।
সবরকমের ঝর-ঝাপটা-ঝঞ্ঝা থেকে
আমাকে আশ্রয় দেবার জন্য
পাকাপোক্ত সুবিশাল এক ছাদ করে দিও
আমার মাথার উপর।
বহিঃশক্তি থেকে আমাকে রক্ষা করতে
তোমার সেই রাজ্যের রক্ষী-সামন্তরা
আমাকে নিরাপত্তা দিবে চব্বিশটা ঘন্টা।
কোন ভয়, জড়তা, অধিনতা ছাড়াই
তোমার মনের রাজ্যে
আমার বিচরণ থাকবে অবাধ, সসম্মানে।
আমি রাজ্যময় ঘুরে বেড়াব, দৌড়াব, হাসব, খেলব,
ডানা মেলে উড়ে বেড়াব।

তুমি আমাকে দেবে ভালবাসার
অসীম এক আকাশ।
আর বিনিময়ে আমি তোমাকে দেব
ইউটোপিয়ার মত
অভাবহীন, ফাঙ্গা-ফাসাদ-কোন্দলমুক্ত
সুশীল, সুষ্ঠ, সমৃদ্ধ, সুখী এক রাজ্য।

যদি তুমি হও আমার ভালবাসার “পুরুষ”।

৬,৭৪৬ বার দেখা হয়েছে

১১২ টি মন্তব্য : “পুরুষ”

  1. সাইফ শহীদ (১৯৬১-১৯৬৫)

    সুন্দর কবিতা। কিন্তু ডিমান্ড একটু বেশী হয়ে গেল না? হাজার হলেও 'পুরুষ'ও তো মানুষ - ভুল ত্রুটি নিয়েই সে মানুষ। একটু ক্ষমা সুন্দর চোখে দেখলে ক্ষতি কি? আর মাঝে মাঝে কিছু 'ডিসকাউন্টের' ব্যবস্থা থাকলে কেমন হয়?

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    অর্ডার দিয়া বানাইতে হবে। এমনিতে পাবেন না। 😀

    ঈদের সালামি কই? বেশি লাগবে না, এক কোটি টাকা দিলেই হবে। :grr:


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    বোল্ড এবং সুন্দর।
    আরো সুন্দর একারণে যে পুরুষের কথা এলো বলে, পুরুষালি বিশেষণগুলো 'চাইনা' বলেও বারবার উল্লিখিত হলো বলে একধরণের টানটান শক্তপোক্ত পুরুষালি ভাব পুরো লেখাটায় ছড়িয়ে গেছে। অমন সৌন্দর্য দেখতে চাইনা তবুও চোখে পড়ছে আর চোখ ফেরাতে পারছিনা যেনো.... এমন বৈপরীত্য বেশ মজা লাগলো....

    তবে অনেক বানান ভুল... চোখে কচকচ করে লাগে..।
    একটু মনোযোগী হলে খুব সুন্দর লাগে দেখতে।
    দুর্গা... 'দূ' নয়।
    মচকানোতে চন্দ্রবিন্দু নেই
    মহিষাসুর
    ঝড়
    ছাদ, ছাঁদ নয়।
    ভাঙবো, ভাংবো নয়।

    ইত্যাদি...
    অফটপিক: আশা করছি এমনভাবে বানান ভুল নিয়ে পড়েছি দেখে কিছু মনে করছোনা। আমি আসলে অনেকের লেখাতেই এমন মন্তব্য করছি। আমার মনে হয় আমাদের একটা প্রুফরিডিং সিস্টেম চালু হওয়া উচিত বা একটি বানান অভিধানের লিংক হাতের কাছে থাকা উচিত।

    জবাব দিন
  4. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    বাহ জিতুয়াপ্পি দেখি আমারে নিয়া কবিতা লিখছেন B-) B-) কবিতা পইড়াই বুঝছি,আরে,এইডা তো আমিই!!!! খাড়ান, আপনের হইলেও-হইতে-পারে ছুডোভাইয়ের বউরে এইডা দেখামু :))

    অফ টপিক- আপু আমার মাথায় কবিতা(বিশেষ কইরা উত্তরাধুনিক টাইপ জিনিসপত্র) কুনোকালেই ঢুকেনা,কিন্তু আপনের কবিতাগুলা পইড়া বুঝতে পারি।আগেও বলছি,একদম সুন্দর,সহজ সরল এবং পরিচিত শব্দ ব্যবহার করেও যে মনের মধ্যে আঁচড় কাটতে পারে এরকম কবিতা লেখা যায় সেইটা আপনেকে দেইখা অনেক মানুষেরই শিখার আছে।

    অফ টপিক ২- আপু দেখি এইটাতেও কমেন্টে ছেঞ্চুরি মারার ধান্ধায় আছেন,আপনের আগে তো কবিতায় কমেন্টের ডাবল ডিজিট পার হইতোনা :((

    অফ টপিক ৩- আপু ঈদে চীজ কেক খাইতে মঞ্চায়,ওই যে ছবিতে দিছিলেন ওইরকম 😛

    জবাব দিন
  5. কামরুল হাসান (৯৪-০০)

    ভাবতেছি, 'নারী' কবিতা লেইখা আপনের এইটার কাউন্টার দিমু কিনা 😛


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  6. আহমেদ

    কবিতা ভালো হইছে আপু। এমনিতে আমি বেকুব কিসিমের, কবিতা কম বুঝি, তাই কবিতার পোস্টে ঢুকি না। আপনার নাম দেইখা ঢুকছি এবং এইটা বুঝছি, অনেক ভালোও লাগছে 🙂
    অ টঃ বডিগার্ড রকস্‌ 😉

    জবাব দিন
  7. শাওন (৯৫-০১)

    জিতু আপ্পিইইইইইইই.................অসাধারণ এক কথায়......মানে আমি কবিতার কথা বলছি। 😀


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  8. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    শিহীদ ভাই, রাব্বী ভাই, কাম্রুইল্ল্যা, শাহরিয়ার, ফয়েজ ভাই সহ সিসিবির আর যেসকল "পুরুষেরা" মনে করেন যে এই কবিতায় খুব বেশী ডিম্যান্ড করা হয়ে গিয়েছে, তাদের জন্য এই লেখাটি পড়ার অনুরোধ জানাচ্ছি। অন্যরাও পড়বেন প্লীজ, না পড়লে নিজেকে বঞ্ছিত করা হবে।


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  9. মুহিব (৯৬-০২)
    পুরুষ হতে হলে তোমার কাছে
    কেবলমাত্র থাকতে হবে পুরুষের বিশালতা ভরা এক মন

    এই বিশালতার কোন সীমা পরিসীমা নিশ্চয়ই নাই।

    যদি আমাকে ভালবাসতে চাও,
    সে মনের রাজ্যে একমাত্র রানী করে রাখবে তুমি আমাকে

    এক রানী নিয়াইতো জান ছুটে না, আবার আর একটা কে আনে? খাল কাইট্টা ANACONDA আনা আর ২য় রানীর প্রবেশ করানো একই। =)) =)) =))

    জবাব দিন
  10. Arif

    শুধু প্রশ্ন করি, শক্ত হাথে হাত ধরে রাস্তা পার করা কি নিরাপত্তার উধাহরন হতে পারে?
    আয় বিহিন সময়ে ৬০০ টাকা জোগার করা, জেনো মনের রানির সাথে টাইটানিক দেখা জায় তা কি মনের বিশালতা উধারণ হতে পারে? উত্তর জানা খুব প্রয়জনীয় নয়। শুধুই প্রশ্ন করার ইছছা ছিল।


    live and let live

    জবাব দিন
  11. পারভেজ (৭৮-৮৪)

    "শিহীদ ভাই, রাব্বী ভাই, কাম্রুইল্ল্যা, শাহরিয়ার, ফয়েজ ভাই সহ সিসিবির আর যেসকল "পুরুষেরা" মনে করেন যে এই কবিতায় খুব বেশী ডিম্যান্ড করা হয়ে গিয়েছে, তাদের জন্য এই লেখাটি পড়ার অনুরোধ জানাচ্ছি।"
    লিখাটির মুল লিংক খুজে পেলাম।
    খোঁজ খবর নিয়ে জানলাম স্টেফিনি হ্যামিলটন ব্রাউন এমন একজন ধর্মিয় ব্যক্তিত্ব যিনি প্রার্থনার মাধ্যমে ম্যারেজ টিকিয়ে রাখা ও সুখি হওয়া নিয়ে কাজ করেন।
    ব্যাপারটা আমার কাছে হাস্যকর বলে মনে হলো।
    তাই কিছু না লিখে পারলাম না।
    আমার ধারনা, উনি নিজেও জানেন তাঁর এই প্রচেষ্টা কতটা হাস্যকর। তারপরেও তাঁর চাকুরি ঐটা বলেই নানান গল্প ফেদে ব্যাপারটা জাস্টিফাই করার চেষ্টা করেন।
    ওনার নোটেও উদ্ভট আরও অনেক গল্প আছে। আর তাঁর ওয়েব সাইটটাও কম হাস্যকর না।

    যাহোক, আবেগঘন কিন্তু অবাস্তব ও সস্তা এইরকম একটা গল্প ফেদে তিনি যে মানুষকে বোকা বানাচ্ছেন, ব্যাপারটা বোঝা কি খুব কঠিন?
    আর বিয়ে টেকানোর জন্য প্রার্থনা ছাড়া আর কোন উপায় কি তাহলে নাই?
    চলেন ভালবাসা, কেয়ার, পারস্পরিক শ্রোদ্ধা এসব ভুলে আমরা সবাই কেবলই প্রার্থনা করি আর তাতেই সব কিছু টিকে যাক।
    কেমন হয়, ব্যাপারটা?


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
  12. খায়রুল আহসান (৬৭-৭৩)

    "কোন ভয়, জড়তা, অধিনতা (অধীনতা) ছাড়াই
    তোমার মনের রাজ্যে
    আমার বিচরণ থাকবে অবাধ" - তোমার কবিতার এ পংক্তিগুলো পড়ে মনে পড়ছেঃ

    "যে আমারে দেখিবারে পায়
    অসীম ক্ষমায়
    ভালো মন্দ মিলায়ে সকলি....."

    জবাব দিন

মওন্তব্য করুন : সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।