নারী

আমি নারী, গর্বিত তাই আমি।
আমি বহুরূপী বহু বর্ণা, যেন সরলা এক ঝর্না।
আমি মায়াবী, আমি রহস্যময়ী,
আমি মঙ্গলকামিনী দ্বীপান্বিতা।

আমি নারী,
তাই হতে পারি দূর্গা, কখনো কালী।
আমি লক্ষী, আমি বধু,
হতে পারি প্রেমিকা শুধু।
কখনো অকুন্ঠিতা, উদার… ঝরে যাই বৃষ্টির মত।
পরিপূর্ন হতে জানি নিজেকে নিঃস্ব করে।

আমি ভালবাসি, ভালবাসতে শেখাই।
প্রখর সূর্যের তাপে আকাশ যখন দীর্ণ বিদীর্ণ,
আমি মেঘ হয়ে শীতল আলিঙ্গনে
তাকে দিয়েছি প্রশান্তি।
আমি জীবন দিয়েছি অনেক, আমি জীবন নিয়েছি অনেক,
আমি সন্ত্রাসী, ভালবাসা ছিনিয়ে নেই।
আমি তোমাকে পৌঁছে দিয়েছি স্বর্ন শিখরে,
আমি তোমাকে আছড়ে ফেলেছি অতল গহ্বরে।

আমি বন্যা।
ভাসতে জানি, ভাসাতে জানি,
ডুবতে জানি, ডোবাতেও জানি।
বহ্নি শিখা আমি, বিজলীর ঝলকানি,
জ্বলতে জানি এবং জ্বালাতে ও জানি।
আমি ক্লিওপেট্রা, আমি মোনালিসা,
শিল্পীর ভাষ্কর্য, কবির প্রিয় লেখনি বনলতা সেন, অমর কৃষ্টি।
আমার কঠিন মায়াবী দৃষ্টি,
করি নিত্য নতুন নিজেকে সৃষ্টি,
সাজাই এবং তছনছ করে দেই।
স্বরস্বতী আমি, জ্ঞানের আলোকবর্তিকা।

আমি ভীষণ, আমি ভীষণ ক্ষমতাময়ী।
আমি দৃঢ়, ঋজু, কখনো আবার বঙ্কিম,
কিংবা সামান্যেই ভঙ্গুর।
আমি অপলক, নির্দয়, নিষ্ঠুর, ভীষন স্বার্থপর।
খুনী, রক্তচোষা কালনাগিনী, উন্মাদিনী,
আমি বীরাঙ্গনা, বারবনিতা।

আমি সেবিকা, আমি আশ্রয়,
আমি তৃষিতের জল, পথিকের ছায়া।
আমি গোধুলী, লজ্জায় রক্তিম,
সিথীর সিঁদুরের মত শান্ত, মৌন অথচ কি দৃঢ়,
প্রদীপের আলোর মত।

আমি কন্যা, ভগিনী, বধু, প্রেমিকা।
আমি রঙ্গিন, বহুবর্ণা।
আমি ছায়া মায়া ভরা এক কায়া।
আমি সুর সেতার, আমি ঝংকার
আমি রাগিনীর রাগ, প্রভাতবীণা।

আমি নারী, পরিপূর্ণ।
আমি ভীষন, ভীষন ক্ষমতাময়ী।
আমি বিশ্ব আমি ব্রম্মান্ড,
আমি জননী, জগদ্বাত্রী,
আমি মাতা, এই মমতাময়ী ধরিত্রী।

৩,৮৩৫ বার দেখা হয়েছে

৩৬ টি মন্তব্য : “নারী”

  1. আছিব (২০০০-২০০৬)

    আপু ,অসাধারণ লাগল,তাই রেটিং ও অসাধারণ করলাম এবং প্রথম কোন কবিতা প্রিয়তে নিয়ে গেলাম :boss: :awesome:
    ছুটুভাইয়ের একটা আবদার রাখবেন?কয়েকটা বানানে ভুল আছে,শুধরে দিন,কালজয়ী হবে কবিতাটা :salute: :hatsoff:

    জবাব দিন
  2. আব্দুল্লাহ্‌ আল ইমরান (৯৩-৯৯)
    আমি লক্ষী, আমি বধু,
    হতে পারি প্রেমিকা শুধু।
    কখনো অকুন্ঠিতা, উদার… ঝরে যাই বৃষ্টির মত।
    পরিপূর্ন হতে জানি নিজেকে নিঃস্ব করে।

    😡 :dreamy: :hug:

    জবাব দিন
  3. মাসরুফ (১৯৯৭-২০০৩)
    আমি সন্ত্রাসী, ভালবাসা ছিনিয়ে নেই।

    আপু, এই লাইনটা মনে হয় এই ব্লগের র আর স আদ্যক্ষরের জুটির কথা মাথায় রেখে লিখেছিলেন ;;;

    🙁 🙁 দিস লাইন ইজ সো ট্রু 🙁 🙁

    জবাব দিন
  4. শাওন (৯৫-০১)

    @সাবিহা জিতু,
    আপু,
    কবিতাটা বশি সুন্দর......কিন্তু নারী (আসলেই) বহুরূপী...ঠিক এই কবিতায় যেমন বলা হয়েছে....


    ধন্যবাদান্তে,
    মোহাম্মদ আসাদুজ্জামান শাওন
    প্রাক্তন ক্যাডেট , সিলেট ক্যাডেট কলেজ, ১৯৯৫-২০০১

    ["যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলায়ে সকলি"]

    জবাব দিন
  5. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    মাশরুফ ব্রাদার, কনফিউসড হওয়ার কিছহু নাই। তোমার হইলেও হইতে পারে শশুরের মেয়ে যদি ক্যাডেটে পড়তো, তাইলে তোমার হইলেও হইতে পারে বউ যেমন তোমার হইলেও হইতে পারে শশুরকে ভাই বলবে এই লিখেয় পড়েছিলাম।
    ব্যাপারটা অনেক টা তেমন আর কি 😛
    ক্যাডেট ক্যাডেট ভাই ভাই রুল এ্যাপ্লাই করো 😀


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  6. অর্চি (৯৯-০৫)

    "আমি নারী, পরিপূর্ণ।
    আমি ভীষন, ভীষন ক্ষমতাময়ী।
    আমি বিশ্ব আমি ব্রম্মান্ড,
    আমি জননী, জগদ্বাত্রী,
    আমি মাতা, এই মমতাময়ী ধরিত্রী।"

    আপা, আপনার কবিতা বাংলা বইয়ের সিলেবাস এ আনা উচিত। বেশি জোস! আমি এটা ফেসবুকে শেয়ার করতে চাই! :awesome:

    অফটপিকঃ আপা আপনাদের ব্যাচকে সাতদিনের টার্ম এ পেয়েছিলাম! ঃ)

    জবাব দিন

মওন্তব্য করুন : কালবেলা (৯৩-৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।