সুলতান ভাইয়ের কথা

তখন খুব সম্ভবত ক্লাস টুয়েলভ এ পড়ি। আমাদের হাউস-বেয়ারা সুলতান ভাই দুপুরে ডিউটিতে ছিলেন। আফটারনুন প্রেপ্রের সময় তিনি আমাদেরকে ঘুম থেকে উঠানোর ব্যর্থ চেষ্টা করছেন। আর বলছেন যে ” বাঁশি পড়ছে, বাঁশি”। সেটা শুনে আমাদের তানভীর বলে উঠল- “বাঁশি পড়ছে তো নিচ থেকে উঠায় নিয়ে আসেন। আমাদের ডাকেন কেন?” ।

এর পরদিন একই ঘটনা। কিন্তু এবার সুলতান ভাই সতর্ক। এবার বলছেন- ” বাশি দিছে বাশি”। আমাদের তানভীরও চলে পাতায় পাতায় । তখন তানভীর বলতেসে, ” আমার জন্য একটা নিয়া আসেন সুলতান ভাই !!” 😕

১,৩০০ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “সুলতান ভাইয়ের কথা”

  1. সাব্বির আমার কী-বোর্ড কিনার টাকা দিবা।

    চা খাইতে খাইতে পড়তেছিলাম লেখাটা। হাসতে গিয়া চায়ের কাপ থেইকা চা পরছে কী-বোর্ডে। এখন কী-বোর্ড কাজ করেনা। মাউজ দিয়া লিখতেছি।

    জবাব দিন

মওন্তব্য করুন : আশিক (১৯৯৬-২০০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।