১৪বছরের স্মৃতি!!!

আব্বু-আম্মু দেখে বেশ খুশি মনে হচ্ছে। আমিও যে খুশি না তা নয়। মাথার ভেতর ঘুর পাক খাচ্ছে কি হয়? কি হতে পারে? এই সব প্রশ্ন। প্রশ্ন গুলো আসাই স্বাভাবিক। জীবনে প্রথম বারের মত আব্বু-আম্মু কে ছেড়ে থাকতে যাচ্ছি। তাও বাসার ধারে কাছে না, সেই সুদূর বরিশালের রহমতপুর গ্রামে ‘বরিশাল ক্যাডেট কলেজ’ নামে এক উন্নত শিক্ষা প্রতিষ্ঠানে।
নির্ধারিত দিন দুপুর ২টার দিকে আমাদের জন্য কলেজের গেট খোলা হবে। আব্বু,আম্মু আমাকে নিয়া ২টার বেশ কিছু আগেই পৌছে ছিল। মেইন গেইটের সামনে অন্য সবার সাথে কিছুক্ষণ আপেক্ষা করলাম। দিনটি আমার জন্য অনেক গুরুত্বপূর্ন। আজকে যদিও খুব কষ্ট হচ্ছে ওইদিন ঠিক কি কি ঘটেছিল তা মনে করার জন্য। তবুও খন্ড খন্ড অনেক চিত্র ভেসে উটছে চোখের সামনে। ৩৬” কালো রঙ্গের ট্রাঙ্ক হাতে আব্বু সামনে হাটছে, আমি আম্মুর সাথে এগিয়ে যাচ্ছি কৌতুহল ভরা দৃষ্টি নিয়ে। কলেজ কে সাজানো হয়েছে নানা রঙ্গের পতাকা দিয়ে। বেশ ভাল লাগল প্রথম দেখায়। মনে একটা চিন্তা ছয় বছরের জন্য বন্দী হয়ে যাব? কবে শেষ হবে এই ছয় বছর?
এখন মনে হচ্ছে ঐ ছয় বছরই ছিল আমার জীবনের দ্রুততম সময়। আমি জানি আরো অনেকে আমার এই কথার সাথে সহমত প্রকাশ করবেন।
দুররর,,, কি লিখতে গিয়ে কি লিখছি :bash: । আসলে আমার এই লেখার উদ্দেশ্য আমার কলজের প্রথম দিনের অভিজ্ঞতা নিয়ে না। বরং দিন টি নিয়ে। হ্যাঁ, ১৯৯৫ সালের ৩০শে এপ্রিল আমরা কলেজে জয়েন করেছিলাম। আগামী কাল ৩০শে এপ্রিল ২০০৯, ১৪ বছরে পা রাখছে ৯৫ ইনটেকের ক্যাডেটরা।

শুভ জন্মদিন ৯৫ ইনটেক ! :guitar: :guitar:
শুভ জন্মদিন দোস্তরা !! :tuski: :tuski:

১৯ টি মন্তব্য : “১৪বছরের স্মৃতি!!!”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    ৯৫ এর সকল পোলাপাইনকে শুভেচ্ছা :clap:
    সাব্বিরতো লেখছে, ফরিদরেও দেখি, জুনায়েদ, আরিফ, শাওন এরা যে কই গেছে 😡
    ২১শে মে আমরা ১৭ বছর পুরা করুম 😀 আমাগোরেও আগাম শুভেচ্ছা 😛


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মওন্তব্য করুন : ফরিদ (৯৫-০১)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।