টুশকি জুনিয়ার!!!!

অনেক দিন ধরে টুশকি ভাইয়ের টুশকি পড়তে পড়তে আমারও মনে হল আইডিয়াটা বেশ ভাল। জীবনে চলার পথে ছোট খাট এই রকম প্রায়ই হাস্য কৌতুকের সম্মুখীন হতে হয়। ঘটনা গুলো সুন্দর ভাবে লিপি বদ্ধ করাটাই কঠিন কাজ। যেটা কিনা সায়েদ ভাই(মতান্তরে টুশকি ভাই) তার সুনিপুন দক্ষতায় সহজ করে পরিবেশন করেন। আরও অনেকে অতি সুন্দর বর্ননা করতে পারে, কিন্তু আমি মটেও পারি না 🙁
আমি আমার আসল লেখায় চলে যাই। আমার বর্ননা খারাপ হতে পারে, বাট ঘটনা গুলা অতটা খারাপ না-

১। পৌরনীতির তসলিম স্যার মেস্‌ OIC । ডাইনিং হলে রাউন্ড দেবার সময় দেখে কেউ একজন সিদ্ধ ডিম না খেয়ে বন প্লেটে ফেলে দিয়েছে। সাথে সাথে স্যারের প্রশ্ন, “এই ডিম টা কার?”। জনৈক ক্যাডেটের সহজ স্বাভাবিক উত্তর, “স্যার, মুরগির”।
২। সোহরওয়ার্দী হাউসের ১৪তম ব্যাচের হাউস প্রিফেক্ট ক্লাস নাইন কে দুই বার কমান্ড করার পরও না শুনায় রাগান্বিত হয়ে চিৎকার করে, “ক্লাস নাইন সিট ডাউন, বাংলা কথা বুঝনা??”
৩। ঝিনাইদাহ হতে সদ্য আসা রসায়নের হাসানুজ্জামান স্যার। স্যারকে খুশী করার জন্য আমাদের এক ক্লাস মেট বলল, “স্যার আপনি তো পুরা BOSS”। স্যার আকর্ণ বিস্তৃত হাসি দিয়া বললেন, “ঝিনাইদাহতে সবাই আমাকে ওই নামেই ডাকে, তোমরাও ডাকতে পার”।
৪। সবাই লাইন ধরে একাডেমী থেকে ডাইনিং হলে যাচ্ছি ডিনার করতে। ক্লাস মেটের কোন এক মন্তব্যে হাসি চাপিয়ে রাখতে না পেরে ফিক করে হেসে দিলাম। JP রাজীক ভাই(‘৯৮) তা খেয়াল করলেন এবং আমার সামনে এসে ঠিক এইভাবে বল্লেন, “এত হাসি বাইর হয় কৈত্তে?? চিন আমারে?? থাব্রা দিয়া দাত পাউডার বানাইয়া দিমু”। (রাজীক ভাইয়ের শরীর স্বাস্থ্য মাশাল্লাহ্‌ বেশ ভাল, ওনার পক্ষে এই কাজ করা অসম্ভব কিছু না। রাজিক ভাই লেখাটা পড়লে মাফ কইরা দিয়েন।)
৫। গণিতের জহির স্যার। বোর্ডে অংক করছেন। পিছনে বসা আব্দুল্লাহ্‌ ভাই(‘০০) দুষ্টামী করে স্যার এর দিকে কলম তাক্‌ করছে, এমন একটা ভাব স্যারের দিকে কলম দিয়ে রকেট মারবে। হঠাৎ ঘুরে এই পরিস্থিতি দেখে স্যারের মন্তব্য, “তুমি আমার গায়ে কলম ছুড়ে মারলে, আমি তোমার গায়ে ডাষ্টার ছুড়ে মরব”।
৬। ক্লাস ১২ এর শেষের দিকে করিডোরে ক্যাসেট প্লেয়ারে জোরে জোরে গান শুনছি। হঠাৎ হাউস মাষ্টার বদরুদ্দোজা স্যারের আগমন। জোরে জোরে গান না বাজানোর জন্য কনভেন্স করার শুরুটা ছিল এমন, “ভাই সাব্বির, তোমরা আমার ছেলের মতন,…………”
৭। সোহরওয়ার্দী হাউসের সানরিয়ার (কোন ব্যাচ মনে নাই) নাম টা একটু ব্যতীক্রম ধর্মী বলে, ইংরেজী ডিপার্টমেন্টের কোন এক সিনিয়র স্যার এর সাথে কথোপকথন,
স্যার – “বাবা সানরিয়া তোর নাম যেন কি?”
সদ্য কলেজে আসা সানরিয়া কি বলবে বুঝে ওঠার আগেই স্যার বুঝলেন যে সে নাম জানে, তাই কথা ঘুরিয়ে জিগাস করলেন
“না মানে তোর বাবা-মার নাম ও কি ওই??”
তবুও বেচারা বুঝতে পারল না কি করা বা বলা উচিত স্যারের এই ধরনের প্রশ্নে, উত্তর শোনার আগেই স্যারের পরবর্তী প্রশ্ন,
“না মানে তুই আমাকে বল যে তুই হিন্দু না বৌদ্ধ?”
(সানরিয়া পাক্কা মুসলমান পুলা, আর স্যারের এই ধরনের অহেতুক প্রশ্ন মালার সাথে স্যারের টীজ নাম টা খুব মানানসই ছিল।)

শিরোনাম কি দিব বুঝতে পারছিলাম না। সায়েদ ভাইয়ের আইডিয়াটা যখন মারছি, তখন শিরোনাম টাও হালকা মাইরা দিলাম 😀

(চলবে না)

৫,০৯৯ বার দেখা হয়েছে

৭২ টি মন্তব্য : “টুশকি জুনিয়ার!!!!”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    “ভাই সাব্বির, তোমরা আমার ছেলের মতন,…………”

    স্যারের মেয়ের কথা মনে আছে তো সাব্বির ভাই?


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    =)) =))
    আজকে সারাদিন খালি পিরাই গিলাম :goragori: :goragori:
    সিসিবি মাহফিলে পুরা পিরার ইপ্রে ছিলাম
    আর এখন টুশকি জুনিয়ার পইড়া হাসতেই আছি :thumbup:
    সাবাশ সাব্বির, আরো লেখ 😀


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  3. সিরাজ (৯৪-০০)
    স্যার আপনি তো পুরা BOSS”। স্যার আকর্ণ বিস্তৃত হাসি দিয়া বললেন, “ঝিনাইদাহতে সবাই আমাকে ওই নামেই ডাকে, তোমরাও ডাকতে পার”।

    আর পারি না...জটিল হ্য়ছে...।।সিরাম............। =)) =)) =)) =))

    জবাব দিন
  4. সিরাজ (৯৪-০০)
    সিরাজ ভাই। আপনে তো দেখি বিড়াট মকড়া হইয়া গেছেন লেখা দেন না ক্যান

    ছিলাম না কবে............।।। 😮 😮 😮

    সায়েদ ভাইয়ের সাথে থাকেন উনার কাস থেকে ২/১ পিস চুরি করতে পারেন না

    পরে কপি রাইটের মামলায় জেল খাটব কেডায়...............

    জবাব দিন
  5. মুসতাকীম (২০০২-২০০৮)

    সাব্বির ভাই হাসতে হাসতে পিরা যাইয়া এখন আর উঠবার পারতেছি না =)) =)) =)) :goragori: :goragori: :khekz: :thumbup:


    "আমি খুব ভাল করে জানি, ব্যক্তিগত জীবনে আমার অহংকার করার মত কিছু নেই। কিন্তু আমার ভাষাটা নিয়ে তো আমি অহংকার করতেই পারি।"

    জবাব দিন
  6. হাসনাইন (৯৯-০৫)

    ঠিক ভাই এই লেখা চলবে না; কিন্তু দৌড়াইবে। 😀
    সিরুম লাগল...

    “স্যার আপনি তো পুরা BOSS”। স্যার আকর্ণ বিস্তৃত হাসি দিয়া বললেন, “ঝিনাইদাহতে সবাই আমাকে ওই নামেই ডাকে, তোমরাও ডাকতে পার”।

    :)) :))

    জবাব দিন
  7. শার্লী (১৯৯৯-২০০৫)

    লেখাগুলা জব্বর হইছে ভাই।

    অফ টপিকঃভাই আমিও একটা নামায়া ফালামু ভাবতেছি। আইন পরতে গিয়া কপিরাইটের কথা মনে কইরা এতোদিন কিছু দেই নাই। সাব্বির ভাই বাইচা গেছে। সায়েদ ভাই কিছু কয় নাইক্কা।

    আমিও লেখা দেপো :(( :((

    জবাব দিন
  8. রিয়াজ (১৯৯৭-২০০৩)

    “ক্লাস নাইন সিট ডাউন, বাংলা কথা বুঝনা??”

    “স্যার আপনি তো পুরা BOSS”। স্যার আকর্ণ বিস্তৃত হাসি দিয়া বললেন, “ঝিনাইদাহতে সবাই আমাকে ওই না মেই ডাকে, তোমরাও ডাকতে পার”।
    :khekz: :khekz: :khekz:

    জবাব দিন

মওন্তব্য করুন : তানভীর (৯৪-০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।