পাপমোচন-২

vabla_1250165761_1-alone-full-moon-night

আজ অষ্টপ্রহরে আমার পাপ মুক্তি
ডোরাকাটা কালো ছোপ ওয়ালা পাপ
চাঁদের তলে পিষ্ট দেহে
চাঁদনীর আলতো ছোয়ায় শোষিত
কালো কালো পাপ ।
………………………………
……………………………………
এতো পাপ নয় যেন মোহ মুক্তি
আমার ভিতরকার লোভ,ক্ষোভ আর
কামের রঙ কালো
বহু বছরের কালোর রাজ্যের অবসান
আজ অতি স্নিগ্ধ,কোমল আলোর জয় জয়কার
আমার পাপের কলংকে চাঁদ আজ কলংকিত
…………………………………………………
…………………………………………………
বহু বছরের পালিত পাপ শোষন
ফুসফুসের ভিতর দিয়ে
প্রচন্ড চিৎকার,তীব্র আর্তনাদ আমার
আজ চাঁদনীর কাছে বিজিত আমি,নিজের কাছে বিজয়ী
……………………………………………।
……………………………………………।।
আজ আমার পাপমুক্তি মিলেছে ।।

১,০৩৮ বার দেখা হয়েছে

২৭ টি মন্তব্য : “পাপমোচন-২”

  1. কিবরিয়া (২০০৩-২০০৯)

    😀 😀 😀 😀 ১ম


    যেমন রক্তের মধ্যে জন্ম নেয় সোনালি অসুখ-তারপর ফুটে ওঠে ত্বকে মাংসে বীভৎস ক্ষরতা।
    জাতির শরীরে আজ তেম্নি দ্যাখো দুরারোগ্য ব্যাধি - ধর্মান্ধ পিশাচ আর পরকাল ব্যবসায়ি রূপে
    - রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

    জবাব দিন

মওন্তব্য করুন : আরিফ আমীন (০১-০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।