হায়রে পোলাপাইন…হায়রে প্রেম…হায়রে প্রেমিকা

২০০৪ এর ঘটনা…জিয়া উদ্যান এর এক কোনায়..এক ঠোঙ্গা বাদাম খেতে খেতে…

মেয়েঃ শোনো !!
ছেলেঃ বল ।
—(বিরতি)
—(বিরতি)
ছেলেঃ কই কিছু শুনছি না তো?
মেয়েঃ শুনবে কী করে? কিছু বলছি নাতো ।
-বলছ না কেন?
-কেন বলব?
– মানে তুমিই ত’ বললে!
-আমি কী বললাম ? কখন?
– ঐ যে একটু আগে !
-কী বল কীভাবে ? মাথা ঠিক আছে?
-মানে এটা কী বল? আমি কী ভুল শুনলাম?
-ভুল শুনতেই পারো.. এর আগে আরো কয়েকজনের সাথে যদি পার্কে এসে পিঠে পিঠ লাগিয়ে বসে থাকার অভ্যাস থাকে তাহলে ভুল শুনতেই পারো !!
-ব্যাপারটা এ্যাবসার্ড হয়ে যাচ্ছে কিন্তু …
-এ্যাবসার্ড ? আমি এ্যাবসার্ড !
-তোমাকে এ্যাবসার্ড বললাম কখন?
-এ্যাবসার্ড বলনি! কী মিথ্যা কথা রে বাবা! কার সঙ্গে প্রেম করি আমি..
(বলেই মেয়েটি উঠে হাঁটা শুরু করে.. .. )
ছেলেঃ আমি.. .. আমি.. .. কখন.. এ্যাব.. .এই শোন ! প্লিজ.. শোন !
(চলতে থাকে.. .. সংলাপটা নয় !! ওদের ঝগড়াটা !!)

২০০৭ এর অগাস্ট মাসে জিয়া উদ্যান এর এক কোনায় ঝগড়াটা বিরতি নেয়..মেয়েটা আরেকটা ছেলের হাত ধরে চলে যায় …ছেলেটা চেয়ে চেয়ে দ্যাখে…(চলবে)

১৮ টি মন্তব্য : “হায়রে পোলাপাইন…হায়রে প্রেম…হায়রে প্রেমিকা”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    আওয়ামী লীগ আমলে এটাকে 'জিয়া উদ্যান' বলা নিষেধ। বলতে হবে 'চন্দ্রিমা উদ্যান'। 😀


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. রুবেল (৯৯-০৫)

    মানিক ভাই জিন্দাবাদ ......মানিক ভাই জিন্দাবাদ =)) =))
    (এই খোসআমদেদ সকল মানিকের জন্য যারা গাব থেকে মানিক হ্য়....কিংবা প্রথম থেকে শেষ পর্যন্ত মানিক রয়.....হয়তোবা হঠাৎ কোন এক চিপায় পড়ে আবার গাবে পরিনত হয়।) 😉 😉

    জবাব দিন

মওন্তব্য করুন : রুবেল (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।