পাইরেসী ও আমরা

পাইরেসী ও আমরা
পাইরেসী বলতেই আমাদের চোখের সামনে ভেসে উঠে ৫০ টাকার উইন্ডোজ সিডি। এর কারণ বেশ কিছু ফোরামে লিনাক্স এবং উইন্ডোজ এর যুদ্ধ। আর এই যুদ্ধে সবচেয়ে আলোচিত হয় যে জিনিসটি সেটা হল পাইরেসী। আসলে কি পাইরেসী বলতে শুধু সফটওয়্যার পাইরেসীকেই বুঝি? পাইরেসী কি অন্য জিনিসে হয় না? হয়ত আমার বোঝার ভুল থাকতে পারে। আমি আগেই বলে নেই আমার জ্ঞান খুবই কম। নবিস শিক্ষার্থী। ভুল হলে ধরিয়ে দিবেন।

আপনি ১০০% পাইরেসী মুক্ত।

আসুন দেখি আপনি কতখানি পাইরেসী মুক্ত বলে দাবী করতে পারেন।

প্রথমেই আসি কম্পিউটারের সফটওয়্যারের বেলায়। মানলাম আপনি যে ব্যাটার কাছ থেকে ল্যাপি বা ডেস্কটপ কিনেছেন সেই ব্যাটা জোড় করে উইন্ডোজের লাইসেন্স দিয়ে দিয়েছে (আমাকেও জোড় করে ধরিয়ে দিয়েছে) সেই সুবাদে আপনি অরিজিন্যাল উইন্ডোজের মানে লাইসেন্সড কপির মালিক। আর না হয় আপনি লিনাক্সের ইউজার।

যদি আপনি উইন্ডোজ ইউজার হন তাহলে আপনি কি শুধু অপারেটিং সিস্টেমই ব্যবহার করেন? এর সাথে নিশ্চয়ই অফিস ব্যবহার করেন। আর সেটা কি লাইসেন্সড? মানলাম এটাও না হয় লাইসেন্সড। এর পর আসি গেমের বেলায়। আপনি যদি গেম খেলেন তাহলে সেই গেমসটি কি অরিজিন্যাল? একটা অরিজিন্যাল গেমস এর দাম সম্পর্কে মোটামুটি আইডিয়া আছে বর্তমান বাসস্থলের কারণে, এর পর আসি ফটোশপ, ইলাস্ট্রেটরের কথায়। এগুলোর এক একটির লাইসেন্সের যে দাম সেটা আমি বেশ ভাল করেই জানি। যদি আপনি এগুলো লাইসেন্সড কপি ব্যবহার করেন তাহলে বলব আপনি বিশাল ধনী লোক। সবাই আপনার মত ধনী নয়। এর পর আরো টুকটাক সফটওয়্যার রয়েছে সেগুলো না হয় আলোচনা নাইবা করলাম।

যদি আপনি লিনাক্স ব্যবহারকারী হন: তাহলে তো আর কোন কথাই নাই। কারণ সব সফটওয়্যারই ফ্রি। তাহলে আমার আর কোন কথাই এখানে খাটে না। তবে অনেকেই লিনাক্সেও ওয়াইন দিয়ে গেমস এবং সফটওয়্যার ইনস্টল করেন। সেগুলো কি লাইসেন্সড?

উপরের সব কারণ গুলির উত্তরে যদি আপনি বলেন হ্যা আমি লাইসেন্সড সব কিছু ব্যবহার করি, তাহলে আমি বলব এই পর্যন্ত আপনি ১০০% পাইরেসী মুক্ত। এবার আসুন আসল জায়গায় হাত দেই। এই খানেই কবি নিরব। মানে যারা পাইরেসী নিয়ে মাঝে মাঝে বিভিন্ন ব্লগে এবং ফোরামে লিখে তুমুল জনপ্রিয়তা অজর্ন করেছেন তারা এখানেই মার খেয়ে যান (কেউ মাইন্ড খাইয়েন না, কাউকে উদ্দেশ্য করে লিখছি না)
এবার আসি গানের ক্ষেত্রে: আপনি কম্পিউটারে এই মুহুর্তে বা শেষ গান যেটি শুনেছেন সেই গানটির সিডিটি কি আপনার কাছে আছে? উত্তর হয়ত হ্যা বা না। না যদি হয় তাহলে আপনি নিশ্চয়ই কোন সাইট থেকে গানটি নামিয়েছেন বা কারো কাছ থেকে নিয়ে এসেছেন। তাহলে কি এটা পাইরেসী বর্হিভূত বলবেন? আপনার আইপডে আ এমপিথ্রিতে যতগুলো গান আছে সেগুলোর সব সিডি কি আপনার কাছে আছে? আমি ১০০% শিওর এর উত্তর না। কারণ আপনি নিশ্চয়ই শুধু বাংলা গান শুনেন না। সাথে হিন্দী বা ইংরেজীও আছে। আর ইংরেজী গান কি আপনি সাইট থেকে কিনেন অথবা অরিজিন্যাল সিডি কিনেন? (অরিজিন্যাল বাংলাদেশে পাওয়া যায় কিনা আমি জানি না) এখন যদি বলেন আপনি গান শুনেন না তাহলে ঠিক আছে। সেক্ষেত্রে এখনো আপনি ১০০% পাইরেসী মুক্ত।

এবার আসি মুভির ক্ষেত্রে: আপনি লাস্ট যে মুভিটি (হোক বাংলা কিংবা হিন্দী বা ইংরেজী) সেটি কি অরিজিন্যাল ছিল? এখানে একটি মুভি কিনতে গেলেও মিনিমাম ১০ ডলার লাগে। বাংলাদেশে ইংরেজী আসল মুভি পাওয়া যায় কিনা আমি জানি না। সেই ক্ষেত্রে কি পাইরেসী আইন লংঘন হচ্ছে না?

আর একটি ব্যাপারে আসি নাটকের ক্ষেত্র: বাংলাদেশ থেকেই অনেকে এখন আর টিভিতে নাটক দেখেন না বিজ্ঞাপনের জন্য। তারা বিভিন্ন সাইট থেকে নাটক নামিয়ে আরামসে বিজ্ঞাপন ছাড়াই দেখেন। আপনি ব্যতিক্রম হতে পারেন। এই ক্ষেত্রেও কিন্তু পাইরেসী চলে আসছে। আপনি হয়ত বাংলাদেশে আছেন তাই বলবেন আমি টিভিতে দেখি। কিন্তু আমরা যারা প্রবাসী তারা? যদিও আমার জাম্পটিভি’র সাবস্ক্রিপশন আছে (সেটা লাইসেন্সড উপায়েই দেখায়) কিন্তু এটা মোটামুটি ব্যয়বহুলই বলা চলে। আমরা বাংলাদেশের নাটক দেখি বিভিন্ন সাইট থেকে নামিয়ে অথবা এখানে বাংলাদেশী দোকানে ডিভিডি (তারা রেকর্ড করে ডিভিডি করে সুতরাং পাইরেটেড) কিনে দেখে। এবং অডিও গানের বেলায়ও একই কাহিনী। এখন আপনারা যারা ১০০% পাইরেসী মুক্ত তারা এখানে (মানে প্রবাসে) আসলে কি করবেন? বাংলাদেশের সংস্কৃতি ছাড়া থাকবেন? হয়ত আপনি এখন বলবেন আপনি পারবেন কিন্তু আমি আপনাকে ১০০% গ্যারন্টি সহকারে নিশ্চয়তা দিচ্ছি পারবেন না যদি না আপনি দেশকে ভাল না বাসেন। কারণ প্রবাসে এসে দেশকে যে কি পরিমাণে মিস করি সেটা যারা দেশে আছে তারা কখনো বুঝবে না। বাংলাদেশে থাকতে কোন নাটক দেখতাম না কিন্তু এখানে দেখি। কারণ তখন মনে হয় এটা আমার দেশ। আমি নিজেকে আবিষ্কার করি নাটকের মাঝে। চিরচেনা সে শহর, চিরচেনা সে যানজট দেখলেই মন ভরে যায়।

অনেক কথা বললাম। পাইরেসী নিয়ে অনেক যুক্তি দেখালাম। তবে সব আমার নিজের চোখে। এটার সাথে প্লিজ অন্য কোন কিছু গুলিয়ে ফেলবেন না। এ্টা এই ফোরামের একজন সাধারণ সদস্য হিসেবেই দিচ্ছি। তবে আমি পাইরেসীকে উৎসাহিত করব না। যদি সামর্থ্য থাকে অবশ্যই চেষ্টা করবেন পাইরেসীকে এড়িয়ে চলতে। কারণ নিজের বিবেক বলে একটা কথা আছে। নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকার চেষ্টা করবেন এতে অনেক শান্তি পাবেন। পরিবেশ পরিস্থিতি হয়ত আপনাকে অনেক সময় অনেক কিছু করতে বাধ্য করতে পারে এবং করতে হয়। যেমন আমি বড় গলায় বলি আমি ধূমপান করি না, ড্রিংকস করি না এমন কি কখনো চেখেও দেখিনি। কারণ আমার বিবেকের তাড়নায়। আমি আমার বিবেককে বলতে পারি আমি কখনো হারাম খাইনি।

আমার এই পোস্টে শুরুতে লিনাক্স উইন্ডোজ এর কথা থাকলেও প্লিজ এই নিয়ে কেউ আবার ঝগড়া শুরু করে দিয়েন না। আরো এই রকম বিভিন্ন বিষয় পাওয়া যাবে যা আমরা প্রতিনিয়মত পাইরেসীকে আলিঙ্গণ করে নিচ্ছি। তাই আমার মতামত হল ১০০% পাইরেসী মুক্ত মানুষ (বাংলাদেশী) খুঁজে পাওয়া দৃষ্কর। ধন্যবাদ ধৈর্য সহকারে এত বড় পোস্ট পড়ার জন্য।

পরিশেষে একটাই কথা এটার উত্তর দিন “এবার আপনিই বলুন আপনি শতকরা কত ভাগ পাইরেসী মুক্ত?”
(ধন্যবাদ সামিউল ভাই কে,তার এত সুন্দর চিন্তার জন্য/এখানেও পাইরেসি করলাম =)) =)) )

৪৪ টি মন্তব্য : “পাইরেসী ও আমরা”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    পাইরেসি নিয়ে কথা উঠলে আমার বই পড়া আর সংগ্রহ করা নিয়ে মার্ক টোয়েনের উক্তিগুলো মনে পড়ে।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. রুবেল (৯৯-০৫)

    😛 😛 😛 😛 হ...ভাই ...microsoft ভালাই সু্যোগ দিছে...পাইরেসি কপিরেও জ়েনুইন বানানোর সু্যোগ...সিল মারার পর ধরার উপায় -ই নাই।ইউজার বারানোর ধান্দা আর কি...।
    গেমস/পিটি টাইম এ পিটি সু তে চক মারা আর ধরা না খাওয়া ... 😉

    জবাব দিন
  3. আনোয়ার (০০-০৬)

    ভাই এই বাংলাদেশে কে কয় পাইরেসী ছাড়া চলবো???? সে চাপাবাজ ছাড়া আর কিছুই না .........পাইরেসী ছাড়া জীবনের একটি মূহুর্তও কি আমার চলে...?..................
    জয় বাবা পাইরেসী!!! :salute: :salute:

    জবাব দিন
  4. শুধু বাংলাদেশে থাকলে ১০০% পাইরেটেড হতে হবে এমন কোন কথা নাই। একেকটা মুভির অরিজিনাল ডিভিডির যত দাম তার চেয়ে ডাউনলোড করে দেখাই ভালো। অবশ্য কিছু কিছু মুভি শখের বশে হলে দেখার সুযোগ থাকে। কিন্তু তা করলে টাকায় পোশাবে না আমার মত বেশির ভাগ মানুষেরই। নাটকের কথা নাই বা বললাম। সবাই তো আর রুবেলের মত ধনী নহে 🙁 :((

    জবাব দিন
  5. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    হিসাব করে দেখলাম, গান সফটওয়্যার মুভি মিলায়া এই মুহুর্তে আমার সম্পদের পরিমাণ প্রায় ৪৫ কোটি টাকা 🙁 আমিতো বেজায় বড়লোক দেখি, যাই কিছু ট্যাক্সদিয়া আসি 😛


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন

মওন্তব্য করুন : আছিব (২০০০-২০০৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।