কি বিষ রেখেছ ঢেলে কোমল অনলে!

কখনো কি ভালোবাসা জীবনের কানাগলি দিয়ে
ভুল করে হেঁটে যাবে পথ?
কোথাও ধুসর দূরে…
ঝাঁক বেঁধে নামে যদি
নম্র-নীল আলোর কপোত!

নিশি পাওয়া মানুষের মতো
ভুল ঠিকানায় কড়া নেড়ে নেড়ে…
খোয়া গেলে আরো কিছু কাল
রক্তে বৈদগ্ধ যদি মেশে;
প্রাচ্যের বেশে তবু প্রতীচী আবেশে!

তবু আমি দেখে যেতে চাই
ওই নীলে, নোনা-নীল জলে..
কি বিষ রেখেছ ঢেলে কোমল অনলে!

২,০৯৯ বার দেখা হয়েছে

৩১ টি মন্তব্য : “কি বিষ রেখেছ ঢেলে কোমল অনলে!”

  1. পারভেজ (৭৮-৮৪)

    এখনও এতটাই জীবনানন্দতে আচ্ছন্ন হয়ে আছি যে, কোন কবিতায় জীবনানন্দের ছোঁয়া পেলে তা বারবার পড়তে ইচ্ছা হয়।
    প্রথমবার পড়ার পর সেই আমেজ পেলাম আর সেইজন্য পরপর ছ'সাতবার পড়ে গেলাম। সশব্দে।
    আমার মনে হয় জীবনবাবু এই কবিতাটা দেখে এই ভেবে খুশি হতেন যে এখনও কেউ কেউ তাঁকে কি ভীষণ যত্নে বুকের ভিতরে ধারন করে আছে।
    আর তা শব্দে-ছন্দে-বিষয়বস্তুতে!

    আমার তো অন্ততঃ সেরকমই মনে হলো......


    Do not argue with an idiot they drag you down to their level and beat you with experience.

    জবাব দিন
    • মোস্তফা (১৯৮০-১৯৮৬)

      কবিতা বুঝবার বিষয় নয় সাবিনা, অনুভবের বিষয়—আর নিজের ভেতরে অসংখ্য অনুরণন তৈরির জাদুমন্ত্র! কবিতার পাঠ শোনা উপাদেয়, তবে কবিতার গভীরে প্রবেশ করে মণি-মুক্তো সিঞ্চনের ঢের অবসর কোথায় সেখানে? কোথায় দূর ব্রহ্মাণ্ডকে একটি ছোট্ট তিলে টেনে নিয়ে কল্পনার যথেষ্ট সময়?


      দেখেছি সবুজ পাতা অঘ্রানের অন্ধকারে হতেছে হলুদ

      জবাব দিন
      • সাবিনা চৌধুরী (৮৩-৮৮)

        🙂 🙂 🙂 🙂

        কবিতাকে বলা হয় আমাদের আত্মার প্রতিধ্বনি; যে প্রতিধ্বনিটি আমাদের ম্রিয়মাণ ছায়াটিকেও নাচতে বলে! কবিতা লেখেন বা পড়েন অনেকেই কিন্তু কবিতার সুরটিকে ধারণ করেন কম মানুষই। আমার মনেহলো, আপনি হলেন কবিতাকে জীবনে ধারণ করবার মত মানুষ। তাই একখানা পাঠের সনির্বন্ধ অনুরোধ করা।

        সিসিবি এখন কবিদের পদচারণায় মুখর বলতে গেলে। আমি প্রায় সব কবিকে একটি হলেও অডিও ব্লগ পোষ্টের অনুরোধ জানাই। কেউ সেটি করেন না। নূপুর আমাদের কবিতা পাঠের বারটিকে বেশ উঁচু করে দিয়েছে। তাঁর পাঠ সিসিবিকে অনেকখানি সমৃদ্ধ করেছে। নিজে একখানা অকবিতা লিখে রেকর্ড করে বসে আছি অনেকদিন, সাহসের অভাবে পোষ্ট করতে পারিনা। হায়!

        জবাব দিন
  2. সাইদুল (৭৬-৮২)

    মহাজনের সাথে মালিকানার সম্পর্ক। রিটেইলাররা মহাজনের কাছ থেকে জিনিষ পত্র এনে দোকান সাজায়


    যে কথা কখনও বাজেনা হৃদয়ে গান হয়ে কোন, সে কথা ব্যর্থ , ম্লান

    জবাব দিন

মওন্তব্য করুন : সাইদুল (৭৬-৮২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।