কিন্তু তুমি ভুল করেছ

কিন্তু তুমি ভুল করেছ
ভুল মানুষের কুলকুলিয়ে চুল পেকেছে
পাকলো না হয়, তোমার তাতে কি যায় আসে?
কোন খেয়ালে আলতো হেঁটে বসলে পাশে!

তোমার কেন ইচ্ছে হবে আটকে যেতে
জালের খোপে মাছের মতো আটকে যেতে
কিন্তু তুমি ভুল করেছ
জালের চোখে জলের নেশা খুঁজতে এসে!

ক্লেশের জীবন শ্লেষের তীরে ছিন্ন হলে
ধুসর দু’চোখ ঠাই খুঁজে পায় অস্তাচলে
জ্বোনাক ফোঁটার সন্ধ্যেবেলায়— রাত্রি নামে;
কিন্তু তুমি ভুল করেছ

চৌদিকে যার নামছে আঁধার নিকষ কালো
দুর্বিপাকে ভরসা তাকে, জ্বালতে আলো?
কিন্তু তুমি ভুল করেছ
কোন খেয়ালে মন দেয়ালে আঁকতে এসে

যাচ্ছ ফেঁসে, তুমি কিন্তু যাচ্ছ ফেঁসে!

১,৩৫৮ বার দেখা হয়েছে

১৯ টি মন্তব্য : “কিন্তু তুমি ভুল করেছ”

  1. জুনায়েদ কবীর (৯৫-০১)

    মোস্তফা ভাই, স্বাগতম! :clap:
    সিসিবিতে এসে আপনিও কিন্তু ফেঁসে গেলেন...মায়ার বাঁধনে জড়িয়ে পড়বেন! ;;)
    শুভ লেখা-লিখি... 😀


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  2. জিহাদ (৯৯-০৫)

    ভাই, ব্লগে স্বাগতম !
    কবিতার ব্যাপারে সাধারণত কিছু বলিনা জ্ঞানের অভাবে। তবে নূপুর ভাই, পারভেজ ভাইরা এসে শিগগিরি কিছু বলে যাবে 😀


    সাতেও নাই, পাঁচেও নাই

    জবাব দিন
  3. লুৎফুল (৭৮-৮৪)

    ভুল করে ভুল করা খেয়ালী মন
    ভুলেই খুশী যদি থাকে অণুক্ষণ
    তাতেই জীবন জুড়ে সুখের সন্তরণ ।
    জ্বালতে আলো সেখানেই তাই দীপ্র সমর্পণ ।

    সিসিবিতে সুস্বাগত ।
    অমন পাঠের পীঠে পীঠে
    নিত্য দিন
    অনিন্দ্য আনন্দে চাই হতে উদ্বেল অবিরত ।

    জবাব দিন
  4. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    অসাধারণ, অসাধারণ!
    মোস্তফা ভাই, আপনার ঝুলিতে এমন অনেক মুক্তা মাণিক জন্মে আছে বুঝতে পারছি।
    সেসবের দেখা পাবার আশায়।

    সিসিবিতে স্বাগতম।

    জবাব দিন

মওন্তব্য করুন : মোস্তফা (১৯৮০-১৯৮৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।