চুনকাম তো হয়েই গেল !!!

:awesome: এইটারে কয় বাংলা ওয়াশ !!! :goragori:

মিয়াও থেকে হালুম
জিতেই এবার গেলুম!!!

মেজাজ খারাপ লাগতেছে বৃষ্টির জন্য, নাইলে হয়তো ৫-০ হতো। :grr: :grr:

কিউইদের চুনকাম করে পাইলাম কী সুখ!

[ছবিগুলো ইন্টারনেট থেকে পাওয়া, আমি কেবল কিছু এডিটিং করেছি। ব্যান কইরেন না পিলিজ লাগে :-B :-B ]

৪,৩৭০ বার দেখা হয়েছে

৫৫ টি মন্তব্য : “চুনকাম তো হয়েই গেল !!!”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    অনেকদিন পর একটা পুরো ক্রিকেট ম্যাচ দেখলাম... এত ছোট টোটাল নিয়েও যেভাবে খেললো... আহা।


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. মুহিব (৯৬-০২)

    আমার এখানের সময় অনুযায়ী রাত ৩ টায় খেলা শুরু হয়। ডিস সংযোগ না থাকায় প্রথম কয়েক ওভার ক্রিক ইনফো তে দেখলাম। পরে ছুটির দিনের কল্যাণে দেরি করে ঘুম থেকে উঠেই আবার ক্রিক ইনফো...... বাংলাদেশের স্কোর দেখে যথারিতী সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেলো। কিন্তু এ কি????????? তবুও ফলাফলে দেখছি বাংলাদেশ ৩ রানে জয়ী। কিছুক্ষণ পর নিজের ঝুলে পড়া চোয়ালকে আরও বড় করে বিজয় উল্লাসে মেতে উঠলাম। Good Luck Bangladesh ..... Good Luck. :awesome: :awesome:

    জবাব দিন
  3. মইনুল (১৯৯২-১৯৯৮)

    একটা খেলাও লাইভ দেখতে পারিনাই| তবে প্রতিটা ম্যাচের কমেন্ট্রি খুটায়ে খুটায়ে পরলাম ক্রিকিনফো থেকে| বিশ্বকাপে যাবার আগে ব্যাটিংটা আরেকটু ভালো করার দরকার আছে| সাকিবের সাথে মুশফিকুরের আগে আরেকটা ব্যাটসম্যান দাড়াতে হবে ইনিংস বিল্ড আপের জন্যে| আর লোয়ার অর্ডার ব্যাটসম্যানেরা আজকে প্রায় ৫ ওভার আর আগের ম্যাচে ২ ওভারের মতন বাকি থাকা স্বত্তেও বেশি হিট না করে উইকেটে থাকলে ১০/১২ টা রান বেশি আসতো হয়ত|
    আজকে জুনায়েদ সিদ্দিকের ক্যাচ মিস আর এর আগে মুশফিকুরের কিছু কিপিং মিসটেক বাদে ফিল্ডিং ভালই আছে মনে হয়| তবে বোলাররা প্রেসার টাইমে নার্ভ ধরে রাখতে পারছে|
    ব্যাটিং এর ব্যাপারটা একটু ইমপ্রুভ করলে আগামী বিশ্বকাপে নাক উচা দলগুলার নাক কাটানির ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ|

    জবাব দিন
  4. কামরুল হাসান (৯৪-০০)

    কিউই পাখি এগারোটা, ডিম পেড়েছে পাঁচটা ...
    একটা ডিম নষ্ট , টাইগারদের কষ্ট :))


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  5. সাব্বির (০৩-০৯)

    :gulli2: :gulli2: বাংলাওয়াশ 😀 😀
    ক্রিক ইনফো লিখসে -"Mills backed away, Rubel fired in a perfect yorker on leg stump and sent it cartwheeling. The players then chased madly after each other in wild celebration as New Zealand suffer complete ignominy.

    ...Bangladesh win the series 4-0 and achieve what Athar Ali Khan has called :
    THE 'BANGLAWASH'!!!!

    আহা ! কি শান্তি :goragori:

    জবাব দিন
  6. আমিন (১৯৯৬-২০০২)

    কালকে সারারাত জাইগা খেলা দেইখা সারাদিন ঘুমাইলাম।
    এখন সিসিবিতে ঢুকে ব্যানারটা দেখে খুব মজা পেলাম। শরাফত ভাইয়ের গমগমে সুরের কমেন্ট্রি মিস করছি। তবে ঘুমানোর আগে ফেসবুকে স্ট্যাটাস দিছিলাম। সেটাই আরো একটু যোগ পরিমার্জন করে দিয়ে দিলা,
    " ....বাংলাদেশ আজ পরাক্রমশালী দুরন্ত দুর্দান্ত ব্যাকক্যাপ খ্যাত কিউইদের বিরুদ্ধে চারটি ম্যাচ জিতে হোয়াইটওয়াশ করার খ্যাতি অর্জন করলো। বাংলাদেশের এই জয় অনেক বড় আনন্দের অনেক বড় সাফল্যের অনেকদিনের সাধনার অনেক বড় গৌরবের অনেক বড় অর্জন....আরেকটা কথা শুরুতেই বলা দরকার ছিলো... সাবাশ বাংলাদেশ .....সাবাস বাংলাদেশ.....তোরা সব জয়ধ্বনি কর, ঐ নতুনের কেতন ওড়ে পৃথিবী অবাক তাকিয়ে রয়......। (কপিরাইট:ওয়ান এন্ড ওনলি গ্রেট চৌধুরী জাফরুল্লাহ শরাফত)"

    জবাব দিন
  7. ফারাবী (২০০০-২০০৬)

    ক্রিকইনফোতে ৪র্থ ওয়ানডের পর এক 'অতি বুদ্ধিমতী' কমেন্ট করেছিলঃ
    this match is to cheer up the bangladesh supporter for world cup 2011. its a drama by icc to bring supporters to watch world cup in bangladesh. its a fixed match. New Zealand must lose this match, so that world cup tickets will be sold. Beware of ICC !!! =)) =)) =))
    আমি তার প্রত্যুত্তরে লিখেছিলামঃ "So you better leave this site (crickinfo), join CID, and help cricket with your investigations regarding this match fixing" ...
    কিন্তু কেন জানি আমার কমেন্টটা পাবলিশ হয় নাই !! 🙁
    ওই মাইয়ারে কিউই পাখির কাঁচা মাংস খাওয়াইতে পারলে মনটা শান্ত হইতো...

    জবাব দিন

মওন্তব্য করুন : শিশির (১৯৯৬-২০০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।