সাবাস বাংলাদেশ !!!

প্রথমেই ছোট পোষ্টের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি!!! কিন্তু কিছু আনন্দ আছে, কিছু বুনো উল্লাস আছে যা দু’লাইনের জন্য হলেও প্রকাশ করে প্রচন্ড আত্মতৃপ্তি পাওয়া যায়।

এ বছরে সম্ভবত বাংলাদেশের এটাই প্রথম জয়; প্রায় ২৪৭ দিন অপেক্ষার পর আবার জিতলো বাংলাদেশ। আর এবার প্রতিপক্ষ বারবার পিছলে বের হয়ে যাওয়া ইংল্যান্ড !!!!
আসেন ব্রাজিল-আর্জেন্টিনা-ইতালি এইসব পরদেশ নিয়ে চেঁচামেচি না করে সকল বিবাদ ভুলে আরেকবার সোল্লাসে চিৎকার করে পুরো পৃথিবীকে জানান দেইঃ

সাবাস বাংলাদেশ
এ পৃথিবী অবাক তাকিয়ে রয়,
জ্বলে পুড়ে মরে ছারখার
তবু মাথা নোয়াবার নয়!!!

লাল-সবুজের পতাকাটা আরেকবার প্রশান্তির সাথে উড়াই !!!!!!!!!!!!!!!!!!!!

আমরাও জিততে জানি !!!

১,৩৭৬ বার দেখা হয়েছে

২১ টি মন্তব্য : “সাবাস বাংলাদেশ !!!”

  1. আহসান আকাশ (৯৬-০২)

    অনেক দিন পর এরকম আনন্দ পেলাম, সাফিউলের সাক্ষাৎকার (তামিম ট্রান্সলেট করছে) দারুন লাগছে।
    (আমি পোস্ট দিতে ব্লগে আসছিলাম, তার আগেই দেখি পোস্ট এসে গেছে, সাব্বাশ চা ওয়ালা :thumbup: )


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  2. কামরুল হাসান (৯৪-০০)

    এই আনন্দে আমি একটা গান গাইবো....

    বিলাতিদের হারাইয়া পাইলাম কী সুখ!!
    আহা, কুক্কুরু কুক্কুক !!! আহা, কুক্কুরু কুক্কুক !!!
    (গীতিকার ও সুরকার- চা অলা)

    গানের সঙ্গে নৃত্য পরিবেশন করবে শিবলী মোহাম্মদ মাস্ফু। 😉


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  3. ফয়েজ (৮৭-৯৩)
    কিন্তু কিছু আনন্দ আছে, কিছু বুনো উল্লাস আছে যা দু’লাইনের জন্য হলেও প্রকাশ করে প্রচন্ড আত্মতৃপ্তি পাওয়া যায়।

    এইটা তানভীরের মত ফার্স্ট হওয়া পাব্লিকরা বুঝে না এটাই আফসুস।

    বেল মিয়া যখন খোড়াইতে খোড়াইতে নামলো, তখনি আমি বিমলান্দ পাইছি, পাত্তা দিতে চায় না আমাগো। বারবার এইসব টাইট ম্যাচ হাত ফস্কাইয়া বাইর হইয়া যাইত, আর শালাদের কত উপদেশের কপচানি।

    মজার উপরে মজা পাইছি যখন টাকু মাথার সিডন্স মাঠের মধ্যে নাইমা লাফালাফি শুরু করছে। আমাগো সংগে থাইকা থাইকা ব্যাটা আধা বাংগালী হই গেছে।


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  4. সামিয়া (৯৯-০৫)

    একটা ম্যাচ মাত্র জিতছস ব্যাটারা, :thumbdown: তাতে আমগো চলে না। :gulti:
    একটুতেই বেশি খুশি হলে চলবে না বাংলাদেশ, আরও শতেক সন্তানের জন্ম দিতে হবে (কপিরাইটঃ ফয়েজ ভাই)

    জবাব দিন

মওন্তব্য করুন : সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।