নয়া বান্ধা গরু (সাময়িক পোষ্ট)

এইটা মনে হয় জাতীয় কিংবা ক্যাডেটীয় বিবাহ মাস। একটার পর একটা বিয়ের না হলে সেমি-বিয়ের খবর পাচ্ছি। মাহমুদ ভাই আর আমিন ভাইয়ের পর পরই এবারে মঞ্চে নতুন নায়কের আবির্ভাব। আদনান ভাইকে তো সবার নিশ্চয় বেশ ভালোই মনে আছে। আরে হ্যাঁ, অসি-প্রবাসী সুদর্শন আদনান ভাইয়ের কথাই বলছি। এই লোকটাও অবশেষে জীবিতের তালিকা হতে নাম কাটিয়ে বিবাহিতের খাতায় নাম লিখিয়ে ফেলতে যাচ্ছেন। সম্ভবত, আজকেই ঘটনা ঘটতে চলেছে। একটু আগে ফেসবুকে গোপন তথ্য সূত্র মোতাবেক জানতে পারলাম, গতকাল নাকী বেচারার গায়ে হলুদ ছিলো। :awesome: :awesome:

আপাতত সিসিবিবাসীর পক্ষ থেকে বিশেষ অভিনন্দন রইলো নতুন জীবনের জন্য, সাথে না হয় ফয়েজ ভাইয়ের দোয়াও ফ্রি রইলো। তবে চুপিচুপি কাজ সারার ধান্ধা করায় আদনান ভাইয়ের আজীবন ব্যাঞ্চাই। বাকীটা না হয় আদনান ভাইয়ের মুখ/কিবোর্ড থেকেই জানতে পারব– এই আশায় এখানেই ক্ষ্যামা দিলাম।

অফটপিকঃ আজকাল অনেক তরুণ সিসিবিয়ানদের দেখি খোমাখাতায় নানা ধরনের বিবাহ-ফটুক সম্বন্ধিত গ্রুপে লাইকাইতেছেন। এট্টু খোলসা করেন তো ব্যাপারটা কী?? :-B

১১০ টি মন্তব্য : “নয়া বান্ধা গরু (সাময়িক পোষ্ট)”

  1. আছিব (২০০০-২০০৬)

    🙁 ইয়ে ব্যাপার কিছু না রে ছুডুভাই,বুকের মধ্যে যে চিঞ্চিনে ব্যাথা,তা একটু অন্যের বউ দেখে কমানোর চেষ্টা করি।মুরুব্বীরা কহেন, ''দুধের স্বাদ ঘোলে মিটাও,দেখে দেখেই শখ মিটাও।'' :(( :(( :shy: =((

    জবাব দিন
  2. আছিব (২০০০-২০০৬)

    আদনান ভাই......এইভাবে সিসিবিবাসীদের ছেড়ে পলান্টিস বিবাহ করতে পারল? :-B :-B
    তাকে সিসিবি-তে পা রাখতে দেয়া যাবে না,বাংলা ছিঃনেমার মত ,''বেরিয়ে যাও আমার বাড়ি থেকে,এই বাড়িতে তোমার কোন স্থান নেই।'' তবে একটা জিনিস অ্যাড হবে, ''শুধু বউ (ভাবী)-কে রেখে যাও'' :hug:
    অবশ্য নতুন ভাবীরে দেখাইতে চাইলে দেখাতে পারেন :party:
    হাজার হোক,ক্যাডেটের বউ তো 😡 :khekz:

    জবাব দিন
  3. এইটা মনে হয় জাতীয় কিংবা ক্যাডেটীয় বিবাহ মাস

    এইটা মনে হয় জাতীয় বিবাহ মাস,গত সপ্তাহে বাসায় গিয়ে ৩ দিনে ৪ টা বিয়ে খাইলাম 😀
    আদনান ভাইকে বিবাহ শুভেচ্ছা।

    জবাব দিন
  4. মইনুল (১৯৯২-১৯৯৮)

    অভিনন্দন আদনান। আশা করি তোমাদের নতুন জীবন অনেক আনন্দময় হোক। যারা বিবাহিতদের বান্ধা গরু বা মৃত মানুষদের সাথে তুলনা করছে তাদের উদ্দেশ্যে কবি বলেছেন ------ অমরত্বের মূল্য মৃত্যু।

    জবাব দিন
  5. তাইফুর (৯২-৯৮)

    অভিনন্দন আদনান
    (প্রচন্ড রকম অফটপিকঃ
    বান্ধা গরু
    লওওওম্বা দড়ি
    দূরে গিয়াও ঘাস খায়
    পুলাপাইন কি বুঝলি ??)


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  6. জুনায়েদ কবীর (৯৫-০১)

    গতকাল্কে তোর ফেসবুক স্ট্যাটাস 'ভাল্লাগে না...:(' এর কারন কিলিয়ার হইল... ;))

    ***গেট-টু-গ্যাদার এ নাম্বার আদান-প্রদান করলি, বাকিটা কতদূর??? ;;;


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  7. রকিব (০১-০৭)

    কাল রাতে একখান ভয়াবহ দুঃস্বপ্ন দেখছি। রিবিনভির সাথে রিবিবি আন্টির বিয়ে হচ্ছে। 😐 আর আমি বিয়ের আসরে চা দিয়ে বেড়াচ্ছি :no:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  8. আদনান (১৯৯৪-২০০০)

    সরি সিসিবিয়ানস সবাইকে দাওয়াত দিতে পারিনাই । আমি যাকে জাকে পাইছি ফোনে দাওয়াত দিছি । যারা মিস হয়ে গেছেন তার পুরা দোষ আমার । আর যারা যারা আসছেন তাদের অনেক ধন্যবাদ । ভাবীদের পরিচিতিমূলক পাটির আইডিয়াটা ভালো । হলে আমাকে জানিও । সবাইকে ধন্যবাদ ।

    জবাব দিন

মওন্তব্য করুন : রকিব (০১-০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।