সিসিবি/ক্যাডেট সমাবেশঃ অটোয়া চ্যাপ্টার

মাঝে মাঝেই সিসিবিবাসীদের নানান আড্ডা-গেট টুগেদারের বর্ণনা আর ছবি ব্লগ দেখে বড় কষ্টে দিনাতিপাত করি আমরা অভাগা প্রবাসীরা। এর উপর আবার কলেজের বন্ধুরা দেখি ফেসবুকের গলি-ঘুপছি ভরিয়ে ফেলে সমাবেশ আর ভ্রমণের ছবি দিয়ে। চিক্কুর দিয়া কাঁদতে ইচ্ছা করলেও নিজেকে সান্ত্বনা দেই এই বলে, “বাছা তোর নাম্বারও আসবে একদিন।” নিজে যদিও তিন-তিনটে গেট-টুগেদারের প্রত্যক্ষ-স্বাক্ষী ছিলাম; কিন্তু জনবল কম থাকায় জনগণ কেমন যেন মিচকা হাসি দিছে ঐগুলা দেখে।

বহু কাল সবুর করলাম, এবারে বোধহয় মেওয়া ফলতে যাচ্ছে। এইতো আজ সকালে মঈন ভাইয়ের ফোন, কীরে ব্যাটা আছিস কেমন? টরন্টো আসছি দু’তিনদিনের জন্য। দিনের বেলা অফিসিয়াল কাজ থাকবে, রাতে চুটিয়ে আড্ডা চলবে। খুশিতে ডগমগ হয়ে উঠতে না উঠতেই উনি দারুণ একটা আইডিয়া দিয়ে ফেললেন, একখান গেট টুগেদারের। অটোয়াতে রাব্বী ভাই, মামুন ভাই, নাসিম ভাই, হিমেল ভাই, মৌরী আপুসহ আরো অনেক ক্যাডেট আছেন। আমরা যদি ওখানে গিয়ে হাজির হতে পারি দিনক্ষণ ঠিক করে; তবে মোটামুটি একটা সমাবেশ হয়ে যাওয়াটা অসম্ভব কিছু না। রাব্বী ভাইকে ফোন দিতেই উনি রাজি হয়ে গেলেন, অটোয়া পার্টির সাথে যোগাযোগ করবার দায়িত্বটা উনিই নিয়েছেন। হিসেব-নিকেষের পর দিন ঠিক হলো মার্চের ৬ তারিখ, শনিবার। ছুটির দিন হওয়ায় কর্মজীবিরাও সানন্দে অংশগ্রহণ করতে পারবেন। টরন্টো থেকে ৫ই মার্চ বিকেল পাঁচটা নাগাদ রওনা হবো আমি, মঈন ভাই এবং আসিফ ভাই।

যাত্রাপথে কিংবা টরন্টোতে যদি কেউ যেতে আগ্রহী হন, নিসঙ্কোচে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এক সাথে গল্প করতে করতে চলে যাওয়া হবে, আড্ডা শেষে ৬ মার্চেই আমরা টরন্টোতে ফিরে আসবো। কাছাকাছি কেউ থাকলে প্লীজ আওয়াজ দিয়েন।

গেট টুগেদারের বিস্তারিত কালকের মধ্যেই জানাবার চেষ্টা করছি। আপাততঃ

স্থানঃ সিতার রেস্টুরেন্ট, ৪১৭ রিড্যেয়ু স্ট্রীট, অটোয়া (417 Rideau Street, Ottawa, ON K1N 5Y9) ***ম্যাপ***
সময়ঃ দুপুর ১২-৫ ঘটিকা
তারিখঃ মার্চ ৬, শনিবার, ২০১০।

চাইলে আমার নাম্বারে যোগাযোগ করতে পারেনঃ ১-৬৪৭ ৬৫৪ ৯৮১৭

আপাতত এই পর্যন্তই। কাল-পরশুর মধ্যেই চুড়ান্ত আপডেট জানানো হবে। ধন্যবাদ। 😀

এখন পর্যন্ত যারা নিশ্চিতভাবে উপস্হিত থাকবেন:

১. নাসিম ভাই এবং ভাবী, সিলেট (১৯৮৪-১৯৯০)
২. রাহাত ভাই, কুমিল্লা (১৯৯০-১৯৯৬)
৩. সালেহীন ভাই, ফৌজদারহাট (১৯৮৬-১৯৯২)
৪. রাব্বী ভাই, পাবনা (১৯৯২-১৯৯৮)
৫. মঈন ভাই, সিলেট (১৯৯৪-২০০০)
৬. আসিফ ভাই, পাবনা (১৯৯৫-২০০১)
৭. মামুন ভাই, মির্জাপুর (১৯৯৩-১৯৯৯)
৮. মেলিতা ভাবী
৯. সোহেল ভাই, ফৌজদারহাট (১৯৭৮-১৯৮৪)
১০. তারিক ভাই, সিলেট (১৯৯২-১৯৯৮)
১১. আসিফ ভাই, বরিশাল (৮৫-৯১)
১২. কামরুজ্জামান ভাই, রংপুর (১৯৭৮-১৯৮৪)
১৩. আনোয়ার ভাই, বরিশাল (১৯৮৪-১৯৯০)
১৪. রিয়াজ ভাই
১৫. রকিব, ঝিনাইদহ (২০০১-২০০৭)

৫৬ টি মন্তব্য : “সিসিবি/ক্যাডেট সমাবেশঃ অটোয়া চ্যাপ্টার”

  1. রকিব (০১-০৭)

    মেলিতা ভাবীইইইইইইইই,
    সময় বের করতে পারলে চলুন, খানিকটা সময় আড্ডা মেরে আসা যাবে। বোনাস হিসেবে তো মামুন ভাই থাকবেনই। :shy:
    আপনার আর ভাইয়ার নাম্বারটা একটু দিয়েন প্লীজ। এইটা আমার মেইলঃ i_rokib@yahoo.ca


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. মেহেদী হাসান সুমন (৯৫-০১)

    সিসিবি/ক্যাডেট সমাবেশঃ কুয়ালালুম্পুর
    স্থানঃ কুয়ালালুম্পুর, মালয়শিয়া
    সময়ঃ সকাল ১০ থেকে রাত ১০ টা 😀
    তারিখঃ মার্চ ৬, শনিবার, ২০১০।
    প্রধান অতিথিঃ জামাই মাস্ফু =)) =))
    আপনারা দলে দলে যোগ দিন ...

    জবাব দিন
  3. রাব্বী (৯২-৯৮)

    এখন পর্যন্ত যারা নিশ্চিতভাবে উপস্হিত থাকবেন:

    ১. নাসিম ভাই, সিলেট
    ২. রাহাত ভাই, কুমিল্লা
    ৩, সালেহীন ভাই, ফৌজদারহাট
    ৪. রাব্বী, পাবনা

    এছাড়া সিলেটের একজন এবং মগকক এর তিনজনের আগামীকাল জানাবে।


    আমার বন্ধুয়া বিহনে

    জবাব দিন
  4. রাব্বী (৯২-৯৮)

    এইমাত্র অসমর্থিতসূত্রে খবর পাওয়া গেল, ঝিনাইদহের শাহেদ ভাই যিনি একসময় ফৌজদারহাটের এ্যাডজুটেন্ট ছিলেন, এখন অটোয়ায় বসবাস করেন, তার সন্ধানে মগকক এর মৌরী (৯৫-০১) বিশেষ অভিযানে নেমেছে।


    আমার বন্ধুয়া বিহনে

    জবাব দিন
  5. কামরুল হাসান (৯৪-০০)

    একটাগরু জবাই দিয়া ফেল, সঙ্গে কেক-কুক।
    সব মিলাইয়া বিল যা আসে তা পাঠাইয়া দিস। কাইয়ুম ভাই স্পন্সর করবে বলছে। 😉


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  6. নাজমুল (০২-০৮)

    ভালো হবে বলে মনে হচ্ছেনা প্রচুর ঠান্ডা গল্প করা সম্ভব হবেনা 😉
    যারা আসবেন বলেছেন তারা আসতে পারবেন বলে মনে হচ্ছেনা B-)
    রকিব ভাই লন্ডন টাইম কয়টায় আপনাদের ২/৩ জনের সমাবেশ ঘটবে ??
    কল দিব 🙂

    জবাব দিন
  7. দিহান আহসান
    ৫ই মে বিকেল পাঁচটা নাগাদ রওনা হবো
    আড্ডা শেষে ৬ মার্চেই আমরা টরন্টোতে ফিরে আসবো

    ছোট্ট আমাকে এর মানে টা কি বুঝা? :-/
    তোরা মে মাসে রওনা দিবি, মার্চে ফেরত আসবি? এক বছর অটোয়া তেই থেকে যাবি? :-B

    জবাব দিন

মওন্তব্য করুন : রকিব (০১-০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।