সিসিবি গেট টুগেদারঃ কানাডা চ্যাপ্টার- ২

(ডিসক্লেইমারঃ নামকরণের কপিরাইট – তৌফিক ভাইয়ের পূর্ববর্তী ব্লগ)

অবশেষে অধীর আগ্রহে প্রায় চার মাসের কিঞ্চিত বেশি সময় অপেক্ষার পর, প্রবাসে সিসিবির দ্বিতীয় মিলন মেলা অনুষ্ঠিত হলো। প্রথমবারের তুলনায় এবারে জনসমাগম বেশ চোখে পড়ার মতো ছিলো; প্রায় দ্বিগুণ। ছোট খাটো একটা বর্ণনা বরং আমার কলমেই (কী-বোর্ড বললে বেশি যুতসই হয়) পড়ুনঃ

ভোরবেলা ঘুম থেকে উঠে একটু তাড়াহুড়া করেই রেডি হতে হলো। কারণ টরন্টোর তথাকথিত এক্সপ্রেস বাসগুলো ভোরে একটু দীর্ঘ বিরতিতে আসে; তাই একটা মিস করলে পাক্কা আঁধাঘন্টা বসে মাছিঁ মারতে হবে। বেশ সেজেগুজে দুটো মোটা বস্তা (মতান্তরে শীতবস্ত্র) গায়ে চাপিয়ে বাস স্টপেজে গিয়ে দাঁড়ালাম। খানিকক্ষণ অপেক্ষার পর চলন্ত বাসের হেডলাইট দেখে আমার ভূতকালো মুখখানাও বেশ ঝিলিক দিয়ে উঠলো। যাক বাস তাহলে একাই চলছে; ধাক্কা দেয়া লাগে নাই (দ্রষ্টব্যঃ জীবন থেকে নেয়া)। যাই হোক এখন ভালোয় ভালোয় পৌঁছালেই হয়। ভেন্যু আগেরটাই; পিয়ারসন আন্তর্জাতিক বিমানবন্দর। আসলে দেশ বিদেশ থেকে সদস্যরা এতে অংশ নেন বলে; তাঁদের কথা মাথায় রেখেই এই ব্যবস্থা করা হয়েছে B-)। অবশেষে প্রায় ঘন্টাখানিক ঘুমাবার পর দেখি আমার পাশের ভদ্রলোক নামবার তোড়জোর করছেন; বুঝলাম এসে পড়েছি। বাস থেকে নেমে চোখে সানগ্লাস লাগিয়ে বেশ মাঞ্জা মারার ইচ্ছে ছিল। আফসুস; বেআক্কেল সূর্যটা কুয়াশার ভীড়ে অদৃশ্য। যাই হোক ভেতরে গিয়ে খোঁজাখুজি করতেই দেখি সবাই দাঁড়িয়ে আছে; আরে খাইছে ভাইস প্রিন্সিপাল ম্যাডামও আছেন দেখছি।

সবার আফসোস বাড়িয়ে আর হিংসার পাত্র হতে চাই নেই। বরং দুই-চারটা ছবি দেই।

ভবিষ্যত ক্যাডেটের সাথে হাস্যোজ্জ্বল ভাইস প্রিন্সিপাল ;)

ভবিষ্যত ক্যাডেটের সাথে হাস্যোজ্জ্বল ভাইস প্রিন্সিপাল 😉

মাহমুদ ভাইয়ের অভাব পূরণ করতে চিন্তামগ্ন দার্শনিক অয়োময়

মাহমুদ ভাইয়ের অভাব পূরণ করতে চিন্তামগ্ন দার্শনিক অয়োময়


হাস্যোজ্জ্বল পিতা-পুত্র (অবশ্য পুত্র হাসতে চাচ্ছে না)

হাস্যোজ্জ্বল পিতা-পুত্র (অবশ্য পুত্র হাসতে চাচ্ছে না)


মাননীয়া প্রধান অতিথির সাথে ব্যবসা-চুম্বক চাওয়ালা

মাননীয়া প্রধান অতিথির সাথে ব্যবসা-চুম্বক চাওয়ালা


অবশেষে একখান গ্রুপ ফটুক (একেবারে ডানে সাদিদ ভাই, বামে মোস্তফা ভাই এবং পশ্চিম দিকে তারকা ব্লগার তৌফিক ভাই থাকবার কথা ছিলো)

অবশেষে একখান গ্রুপ ফটুক (একেবারে ডানে সাদিদ ভাই, বামে মোস্তফা ভাই এবং পশ্চিম দিকে তারকা ব্লগার তৌফিক ভাই থাকবার কথা ছিলো)

তৌফিক ভাইরে ব্যাপক মিস করছি 😕 ।
আশা করি পরবর্তী গেট টুগেদার আরো জমজমাট ভাবে, জনবহুল পরিবেশে উদযাপিত হবে। সিসিবি রকস।

সবশেষে; দুইটা কথা বলতে ইচ্ছে করছে। কাল রাতে অখন এক্সপ্রেসের টিকিট কিনতে যাচ্ছিলাম; এক বন্ধু জিজ্ঞেস করলো কোথায় যাই, কার সাথে দেখা করতে। বললাম; আমার এক আপু আর ভাইয়ার সাথে। যখন শুনলো যে তাঁরা আমাকে কখনো সামনা সামনি দেখেননি এবং কেবল মাত্র এক্স-ক্যাডেট- এই পরিচয়েই তাঁদের অনেক কাছের হয়ে গিয়েছি; ও কোনভাবেই বিশ্বাস করছিল না। যাবার আগে ওকে বলে এসেছি; কিছু কিছু সম্পর্ক কোন সংগায় বাঁধা যায় না। আমাদের জন্য এক ব্লগ মানুষ আছে; যাদের ভেতরটা খুঁজলে একটা একক সত্ত্বাই দেখা যায়। আরো একবার চেঁচিয়ে বলতে ইচ্ছা করছে; আ লাভু সিসিবি :hug: ।

৫৮ টি মন্তব্য : “সিসিবি গেট টুগেদারঃ কানাডা চ্যাপ্টার- ২”

  1. যাবার আগে ওকে বলে এসেছি; কিছু কিছু সম্পর্ক কোন সংগায় বাঁধা যায় না। আমাদের জন্য এক ব্লগ মানুষ আছে; যাদের ভেতরটা খুঁজলে একটা একক সত্ত্বাই দেখা যায়। আরো একবার চেঁচিয়ে বলতে ইচ্ছা করছে; আ লাভু সিসিবি :hug: ।

    :thumbup: :thumbup: :thumbup:
    🙂 🙂

    জবাব দিন
  2. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    কানাডা'র জিটুজিটা বিরাট মিস করলাম!! ভারচ্যুয়াল সম্পর্কগুলা কিভাবে এইরকম বাস্তবতায় রূপ নেয়!! রকিব আমারে স্পেশাল পাত্তির চা দাও............

    ভাইস প্রিন্সিপালের ট্যুর কি শেষ হ্ইয়া গেল?????????


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  3. তানভীর (৯৪-০০)

    একজন আরেকজনের সাথে দেখে করতে গেছে, এখানে গেট-টুগেদারের কি হইল? আমরা যখন ২০-২৫ জন দেখা করি তখনই না গেট-টুগেদার হয়। B-) B-) (এখানে মন্তব্যকারী কিছুটা হিংসিত :thumbdown: )

    জবাব দিন
  4. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    চাওয়ালা তুমি আমার থেকে দাওয়াত নিয়ে শেষে কানাডা গ্যালা? দিহানকে দেখলাম বলে আর মাইন্ড করলাম না।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  5. সাকেব (মকক) (৯৩-৯৯)
    আমাদের জন্য এক ব্লগ মানুষ আছে; যাদের ভেতরটা খুঁজলে একটা একক সত্ত্বাই দেখা যায়। আরো একবার চেঁচিয়ে বলতে ইচ্ছা করছে; আ লাভু সিসিবি

    :hatsoff: :hug: :boss:
    স্লামডগ, হারিকেন দিয়ে খোজার হাতেনাতে ফলাফল...খুশি?


    "আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
    আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস"

    জবাব দিন
  6. দিহান আহসান

    বাসায় এসে দেখি পিসি নষ্ট, তাই ইচ্ছে থাকা স্বত্তেও নিয়মিত হতে পারছিনা, আপাতত। তবে চেষ্টা করবো।

    সবাইকে অনেক ধন্যবাদ, সবার দোয়াতে সুস্থ অবস্থায় ফিরে এসেছি। 🙂

    জবাব দিন

মওন্তব্য করুন : রাহাত (২০০০-২০০৬)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।