বনের রাজা

বনের রাজা টারজানের কথা তো মনে আছে সবার; ঐ যে নেংটি একটা পড়ে, পাকানো রশিতে ঝুলতে ঝুলতে, অ্যা অ্যা অ্যা অ্যা চিক্কুর দিয়ে যেই ব্যাটা লাফালাফি করতো বনের মধ্যে। আজকাল প্রথম আলো আর বাংলা লিঙ্কের তারে ঝুইলা ঝুইলা যেভাবে দিন বদলাচ্ছে; তাতে বনের রাজার গদিখানা টারজানকে ছাড়তে হয়েছে। নতুন অভিষিক্ত টারজানকে তো সবাই এই সিসিবির সবুজ অরণ্যে লাল একখান ছোট বস্ত্র পড়ে ঝুলাঝুলি করতে নিশ্চই দেখেছেন সবাই। উনারে নিয়া আর পারা গেলো না। এই তো সেদিন দোকানে কেবল নতুন এক কাঁদি কলা ঝুলিয়েছি মাস্ফ্যুদার আসবার খবর পেয়ে। কোথা থেকে টিএন্ডটির তারে ঝুলতে ঝুলতে ইয়া অ্যা অ্যা অ্যা অ্যা অ্যা চিৎকারে পাড়া কাপিয়ে লাফিয়ে নামলেন দোকানের সামনে। আমি যেই না দাঁত কেলিয়ে বলেছি, “আরে ***দা, কেমন আছেন?”; মাথার মধ্যে ঠাস করে এক চাঁটি মেরে 😕 কলার কাঁদি কাঁধে ঝুলিয়ে উনি হাওয়া হয়ে গেলেন।

ব্যথা পাইলেও কিছু কইতে সাহস পাইলাম না। উনার হাত দিয়াই আমার চায়ের দোকানের গোড়াপত্তন হয়েছিল। ব্লগে তখন আর কোন জুনিয়র মাথাচাড়া না দেয়ায় কেউ নতুন আসলেই আমাকে চা নিয়ে আসতে বলতেন উনি; সেই থেকে আমি চাওয়ালা। B-)

এই লোকটারে আমি অনেক ভালা পাই। কারণে অকারণে মোবাইলে, খোমাখাতায় আমার উদ্ভট বার্তাগুলো উনি বেশ হজম করে নেন। আর কেমন লেখেন তা বোধহয় আমার বলবার প্রয়োজন নেই। আইনস্টাইন ব্যাটাকে এ্যায়সা ঝাঁকুনি দিয়ে উনি বুয়েটে পড়িয়েছেন; তাতে উস্কোখুস্কো চুলের গোবেচারা আইনস্টাইন আজকাল সব সূত্রই ভুলে বসেছেন। মন্তব্যে লোক হাসাতে তাঁর জুড়ি নেই।

গোপন তথ্যসূত্র হতে জানা গিয়েছে যে, আজ এই বনের রাজার জন্মদিন। খোমাখাতায় যদিও উনি কাল রাতেই জন্মতারিখ সংক্রান্ত সকল তথ্য হাপিস করে দিয়েছেন; কিন্তু ঝানু গোয়েন্দার চোখ ফাঁকি দেয়া এত সহজ না :ahem: ।

:goragori: :awesome: শুভ জন্মদিন :guitar: বইন্য আকা ফুয়াদ ভাই। :awesome: :goragori:

গাছ তো পাইবেন না ঢাকা শহরে, তাই আপাতত ডেসা আর টিএন্ডটির তারেই বেশি কইরা ঝুলেন; আর অ্যাঁ, অ্যাঁ, অ্যাঁ, চিক্কুর পাড়েন।

বি.দ্র.:
গুগুলে টারজান সার্চ দিতেই এই ছবিটা পাইলাম; তাই ভাবলাম আপনার জন্মদিনের উপহার হিসেবে দিয়ে যাই।
বনের রাজা বইন্য ভাই

৫,২৯৫ বার দেখা হয়েছে

১০৪ টি মন্তব্য : “বনের রাজা”

  1. তানভীর (৯৪-০০)

    শুভ জন্মদিন ফুয়াদ।
    আরও মাসলম্যান হয়ে উঠ, আইনস্টাইনকে আরও ঘোল খাওয়াও আর বুদ্ধিদীপ্ত কমেন্ট/লেখা লিখতে থাক সবসময়। 🙂

    রকিব, ছবিটা জোস হইছে। :thumbup:

    জবাব দিন
  2. আমিন (১৯৯৬-২০০২)
    গাছ তো পাইবেন না ঢাকা শহরে, তাই আপাতত ডেসা আর টিএন্ডটির তারেই বেশি কইরা ঝুলেন; আর অ্যাঁ, অ্যাঁ, অ্যাঁ, চিক্কুর পাড়েন।

    কেম্নে কি? মাস্ফ্যুর মত এত বড় একটা জিনিস চোখ এড়ায়ে গেলো কেম্নে ?
    তবে মাস্ফ্যুর সাথে ঝুলতে যাইস না। আছাড় খাইতে পারস।

    হ্যাপি বাথডে বন্য.......

    জবাব দিন
  3. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    ইন্দাইয়ারবনাইন্টিন্সিক্সটিনাইন,আমি যখন সিসিবির প্রিন্সিপাল ছিলা, তখন বইন্য একবার রাগ কইরা তার সব লেখা সরায় ফেলছিল।সেই পুরানো লেখা আবার লেইখা নতুন কইরা পোস্ট দেওনের জইন্য তীব্র জনমত গড়ে তোলার উদাত্ত আহবান জানাচ্ছি... :grr:

    জবাব দিন
  4. বন্য (৯৯-০৫)

    চায়ের কামে ফাকিঁ দিয়া গোয়েন্দাগিরি করিস..এ জন্যইতো ব্যবসায় উন্নতি হয়না x-( x-(
    ধন্যবাদ দিমু নাকি ফ্রন্টরোল দেয়ামু বুঝতেসিনা..যেই ফটুক দিসিস 😡
    যারা উইশ করসেন এবং যারা করেন্নাই সবাইরেই ধন্যবাদ 😀
    আর রকিব্বা,তোরে দুই কেজি ধইন্যাপাতা :hug:

    জবাব দিন
  5. সানাউল্লাহ (৭৪ - ৮০)

    শুভ জন্মদিন বন্য। এপ্রিলের পর আইসা আইসক্রিম খাইয়া যাইও। আর চা মামু যেমন কইছে, তেমন সবুজ থাইক্কো। :party:

    রকিব, দারুণ লেখা হইছে ব্যাটা। লাগা ১০টা :frontroll:


    "মানুষে বিশ্বাস হারানো পাপ"

    জবাব দিন
  6. রহমান (৯২-৯৮)

    পোষ্টের নাম দেইখা পরতমে ভাবছিলাম আবারো বন নিয়া কোন প্রবলেম, আবারো বন উজার হইয়া যাইতেছে এই টাইপ কোন ঘটনা। পরে দেখি, চাওয়ালা সবাইরে বোকা বানাইয়া বইন্যরে বাড্ডে উইশ করি ফেলাইছে। সাবাশ রকিব :thumbup:

    শুভ জন্মদিন :party: ফুয়াদ। অনেক বড় হও, আইনষ্টাইনকে হার মানাও 🙂

    জবাব দিন

মওন্তব্য করুন : মাসরুফ (১৯৯৭-২০০৩)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।