জলবৃক্ষের জন্মদিন

সবে মাত্র মেসেঞ্জার থেকে সাইন আউট করতে যাচ্ছি এমন সময় হঠাৎ জুনায়েদ ভাইয়ের ডাক পড়লো।
“ঐ ব্যাটা, আছিস নাকি?”
“আরে কি সৌভাগ্য আমার, এযে দেখি জুনাদা। তো আছেন কেমন?”
“আর বলিস না। বিশাল পেইনে আছি।”
“কেন কি হইছে? কোন ডাক্তারের সাথে কনসাল্ট করছেন? পেইন কিলার খাইছেন কোনটা? প্যারাসিটামল খেয়ে দেখতে পারেন। কলেজের ডাক্তার স্যার বলছিলেন, ঐটা মহৌষধ।”
“আরে না ব্যাটা, শারীরিক পেইন না।”
“তাইলে কি প্রেমে ব্যর্থতা?? বস কি সাম্প্রতিক ছ্যাঁকা-বাহিনীতে নাম লিখিয়েছেন। ব্যাপার না, এরকম হইতেই পারে। ঐযে কবি বলছেন, তুমি কারিনা হলে হবো, আমি অনিল…থুক্কু ডায়লগে ভুল হইছে মনে হয়…।”
“তুই বেশি কথা কস, আগে তো কাহিনী শুন কি হইছে।”
“স্যুরি গুরু। বলেন।”
“সে বড় দুঃখের কাহিনী। দেখতাছিস তো বয়স আমার কম হইলো না। বাবা মা ঠিক করছেন আমার বিয়া দেবেন।”
“কন কী, এই কচি বয়সেই আপনি স্যুসাইড করতে চান!!!”
“রকিব্যা, বেশি কথা কইস না; ঠিক সময়ে বিয়া করলে আমার এখন তোর মতো দুইটা পোলা মাইয়া থাকতো।”
” :no: :no: ”
“তো মেয়েও দেখা শুরু করছেন তাঁরা, গেলাম সেইদিন মেয়ে দেখতে। আমি, ভাইয়া, আব্বু, আম্মু, আর কাইয়ুম ভাই।”
“কাইয়ুম ভাই আর জুলহাস ভাইরে সাথে নিছিলেন? আমারে আর দিহান আপুরে একবার কইলেনও না। ;)) ;)) ”
“হ্যাঁ, আর ঐখানেই ভেজাল হইছে।”
“কেন? কেন?”
“প্রথমবার দেখা হইলো একটা চাইনিজ রেস্টুরেন্টে। জুলহাস ভাই, দেখি এক্কারে সাইজা গুইজা, কুট-টাই পইড়া, মাথার জুলে নারিকেল তেল দিয়া ফিটফাট হয়া আইছে। আমি জিগাই দাদা, মেয়ে তো দেখবো আমার লাইগা। তুমি আবার এতো হিরু সাইজা আইলা ক্যান?
ভাইয়া কইলেন, খামোশ নাদান পোলা। এখনো বিয়া হইলো না, বড় ভাইয়ের লগে মাতব্বরী করস।”
“ঠিকই তো কইছেন উনি।”
“খামোশ রকিব্যা, এখনো বিয়া হইলো না, বড় ভাইয়ের লগে বেত্তমিজি করোস।” 😡
“আইচ্ছ্যা আপনি শেষ করেন।”
“পাঁচ মিনিট পর দাদা কয়, শুনলাম তোর বউয়ের বড় একখান বোন আছে, মুডিলিং করে।”
“দাদা, ভাবীরে কিন্তু কইয়া দিমু। x-( ”
“আরে না না, তুই যা ভাবতেছিস তা না। আমি আসলে এমনি কইতে ছিলাম। দাঁড়া বাথরুম থেইকা একটু চুলটা আচড়ায় আসি। কেমন যেন এসির বাতাসে আউলায়া গেছে মনে হয়। B-) ”
“হি হি হি।”
“বেল্লিক তুই হাসোস ক্যান? যা খাটের লগে লং আপ হইয়া থাক।”
“ভাইয়া কোন খাট? আপনার বাসর-ঘরের খাট হইলে আপত্তি নাই। :shy: ”
“বেলাডি…… কুইক ফ্রন্টরোল।”
“ভাইয়া, কাহিনী শেষ করেন, তারপর হই।”
“মাইয়া পক্ষ আসলো। খানাপিনা হইলো। পোলাও পছন্দ করলো।”
“আরিইব্বাস। তাইলে শাদী মোবারক।”
“আরে আমারে আর শাদী মোবারক কইছ না। ভাবতাছি মোবারকগঞ্জ গিয়া চিনিকলে মাথা দিমু।”
“ক্যান?”
“আমারে পছন্দ করে নাই তারা।”
“তাইলে?? জুলহাস ভাইরে???”
“আরে না, হে তো মৃত ব্যক্তি। যদিও ভাবীর পাশে বইসা যেমনে কইরা উঁকি ঝুকি মাইরা আমার হৈলে হৈতে পারতো বউয়ের বড় বোনরে যেমনে দেখতাছিলো তাতে মনে হয় ঘরে গিয়া মশারীর বাইরেই ঘুমাইতে হইছে তারে। ভাবী টের পাইয়া গেছিলো, আসলে টের পায় নাই আমি কিলিক লাগাইছি ভাবীর কাছে। :grr: ”
“তাইলে কারে পছন্দ করছে??”
“তুই ব্যাটা একটা টিউব লাইট, না টিউব লাইট না, কুপি। ভুল কইরা এই আসরে আরেকজন ব্যাচেলররে নিয়া গেছিলাম। এবং অতঃপর সেই কাইয়ুম ভাই ই…… :bash: :bash: ।”

ধুর!!!! বহুত গ্যাড়াচ্ছি। উপ্রে যেমনে জুলহাস ভাই, আর কাইয়ুম ভাইরে উলটাপালটা কইলাম, আমারে ধইরা কেয়ামত তক ঝুলায় না রাখলেই হইলো। আচ্ছা একটা কথা জানেন কী? আজকের দিনটা একটা বিশেষ দিনে। অনেক কাল আগে এই দিনে একটা নতুন বৃক্ষের জন্ম হয়েছিলো। সেই যে শুরু আজো সে তার অক্সিজেন (ভালোবাসা) দিয়ে পৃথিবী মাতিয়ে চলেছে। সিসিবির প্রতিও তার অকৃত্রিম ভালোবাসা। মন্তব্যে আর লেখনীর জাদুতে মোহাচ্ছন্ন করে রাখতে তার জুড়ি নেই।

:goragori: শুভ জন্মদিন জলবৃক্ষ থুক্কু জুলহাস ভাইয়া। :hug:

জন্মদিনে কেক-কুক তো খাওয়াবেন শুনলাম। মেনু আর ভেন্যুটা মন্তব্যে জানিয়ে দিলে সিসিবিবাসী হাজির হয়ে যাবে। :awesome: :awesome: :awesome: :awesome:

২,৯৮৭ বার দেখা হয়েছে

৬৭ টি মন্তব্য : “জলবৃক্ষের জন্মদিন”

  1. রকিব (০১-০৭)

    শুভ জন্মদিন জুলহাস ভাইয়া। কেক-কুক খাওয়ান।
    অফটপিকঃ এটা বোধহয় আসলেই খুব দায়সারা গোছের হয়ে গেছে। আসলে জন্মদিনের পোষ্ট -এর জন্য নতুন আইডিয়া মাথায় আসে না, সত্যি বলছি মাস্ফ্যুদা যে কেমনে পারে এইটা আমার কাছে এখনো একটা বিস্ময়।


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  2. আহসান আকাশ (৯৬-০২)

    জলবৃক্ষ :)) :khekz: :)) :khekz:

    শুভ জন্মদিন বস...

    রকিব, তুই আসলেই একটা মাল :hatsoff:


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন
  3. আন্দালিব (৯৬-০২)

    জুলহাস ভাই গতকালকেই আমার পোস্টে কান্নাকাটি করতেছিলেন যে তাকে নিয়ে কেউ লেখে না! আর আইজকা-ই পিচ্চিপুলা, আগুনের গুলা রকিব কি সুন্দর লিখছে! বাহ বাহ!

    জুলহাস ভাইকে জন্মদিনের শুভেচ্ছা। কেক-কুক খাইবার চাই 😀 😀

    জবাব দিন
  4. জুনায়েদ কবীর (৯৫-০১)

    হেপ্পি বার্থডে দাদা... :party:
    ফয়েজ ভাইএর দোয়া নিস না... ;;;

    বিলাডি ছোট্ট...
    দেশে আয় তোরে মুস্তাকিমের চাপ খাওয়ামুনে... 😀


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
    • জুলহাস (৮৮-৯৪)

      দিহান ভাপু... তোমারে-ও ধইন্যা পাতা।
      (সত্যিকারের বোন না থাকার
      মুক্তি
      থেকে বোধহয় এইবার
      যন্ত্রণা
      পাইলাম!!!!!! 😛 😛 😛 😛 😛 😛 )
      অঃটঃ মন খারেপ করিস্‌ না ভাপু...ভাইজান হিসাবে দুষ্টামী কইরা কই নাই... সত্যি সত্যি-ই কইছি!!! 😛 😛 😛 (বোঝ এইবার ...ভাই বানানোর যন্ত্রণা...। কেমন লাগে!! )

      থ্যাঙ্ক ইউ! 🙂 🙂


      Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet

      জবাব দিন
  5. জুনায়েদ কবীর (৯৫-০১)

    কাইয়ূম ভাই, এই ছিল আপনার মনে???? 🙁

    তয় চিন্তা নাই...
    ছোট্ট, তোর বিয়ার জন্য মেয়ে দেখতে আমিই তো যামু... ;;;


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  6. দিহান আহসান

    ছোট্ট কি লিখা দিলিরে? :hug:
    জন্মদিনের পোষ্টে, একদম ভাইয়া'র বিয়ার পোষ্ট দিয়া দিলি ;))
    ভাইয়ার কাছ থিকা বাইচ্যা থাকিস, তোরে না আবার লঙ্গাপের উপ্রে রাখে। :grr:

    জবাব দিন
  7. রেজওয়ান (৯৯-০৫)

    নেটটা আজাইরা টাইমে হ্যাং হইয়া যাওয়ায় রাত্রে আর পারলাম না :bash:
    যাই হউক, এটুকু লেট এর জন্য নিশ্চয়ই আমার কেক কুক মিস হবে না :dreamy:
    হেপি বাড্ডে বড় ভাই..... :hug: :goragori:
    ফয়েজ ভাইয়ের দোয়া নিয়েন না, কামরুল ভাইয়ের অফার ও না.... :no:
    তয় আমারে যেই দোয়া টা করছেন সেটাই আপনারে দিলাম :goragori: :goragori: :goragori: :goragori: :goragori: :goragori:

    জবাব দিন
  8. কামরুল হাসান (৯৪-০০)

    শুভ জন্মদিন জুলহাস ভাই
    আমি একটু বড় হইয়া নেই, আপনারে নিয়া তিন প্রহরের বিল দেখতে যামু। 🙂


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  9. কামরুলতপু (৯৬-০২)

    শুভ জন্মদিন ভাইয়া।
    অফটপিকঃ জন্মদিনের লেখাগুলাতে একেবারে বুঝতে দেওয়া যাবে না যে এটা জন্মদিনের এরকম কি কোন রুল আছে? এই রুল মানতে গিয়ে দেখা যাচ্ছে জন্মদিনের পোস্টে জন্মদিন সম্বন্ধে ১ লাইনের বেশি লেখা নাই কেমন যেন আরেকটু বেশি লেখা থাকলে সমস্যা নাই তো। সবাইকে প্রথম থেকেই বুঝতে দিলে সমস্যা কি।

    জবাব দিন
  10. জুলহাস (৮৮-৯৪)

    আগেই কইছিলাম...এতো ভাল বাসিস্‌ না,...
    সানা-ভাইয়ের পাঠানো (কাল্পনিক!!!) কেক খেয়ে... গত বিকেল থেকেই ফুড পয়জনিং শুরু হয়েছে...। অনেক বমি...করেছি...

    আজ সকাল থেকে ডাইরেক্ট লাইন হয়েছে...টোটাল বারোবার দৌড়েছি...
    সবচেয়ে দুঃখের কথা... তথাকথিত কোর্সে-র চাপে চ্যাপ্টা হয়ে জাচ্ছি!!!!!!!!
    গতকাল রাত আড়াইটার সময়ে রুমে ফিরেছি...
    আর...আজ সকাল থেকে এক আজীব সিস্টেমে পড়েছি...পরীক্ষা-র পর পরীক্ষা!!!!


    Proud to be an ex-cadet..... once a cadet, always a cadet

    জবাব দিন

মওন্তব্য করুন : রকিব (০১-০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।