আইনজীবির জন্মদিন

আগে একটা জুক্স কই। একবার এক আইনজীবির স্ত্রী মৃত্যুর পর স্বর্গে গিয়েছেন। তো হঠাৎই ঘুরতে ঘুরতে একটা সুবিশাল কক্ষের মাঝে অনেকগুলো ঘড়ির মতো দেখতে যন্ত্র দেখতে পেলেন, তাতে একটা বড়সড় কাঁটা ধীরে ধীরে ঘুরছে। মহিলা কৌতূহলী হয়ে তার গাইড দেবদূতকে জিজ্ঞেস করলেন, “ঐটা কী?” দেবদূত বললো, “ঐটা হইলো গিয়া মিছা-ঘড়ি, কেউ মিছা কথা কইলেই এইটা তাল বেতাল হইয়া চরকির মতন পাক খাইতে থাকে। যে বেশি মিছা কথা কয়, তারটা বেশি জোরে ঘোরে।” বেশ মজা পেয়ে তিনি বললেন, আচ্ছা তুমি কি আমায় একজন রাজনীতিবীদের মিছা-ঘড়ি দেখাতে পারো?” দূরে হাত দিয়ে ইশারা করে বেশ জোরে সোরে ঘূর্ণায়মান একটা ঘড়ি দেখিয়ে দিলো। মহিলা খানিকক্ষণ চিন্তা করে নিজের আইনজীবি স্বামীরটা দেখতে চাইলেন। খানিকক্ষণ ভেবে দেবদূত বললো, “ঐটা তো এই রূমে নাই, ঐটা নরকের দারোয়ান ব্যাটা ধার চাইয়া নিয়া গেছে। নরকে তো খুব গরম, ঐটা দিয়া সে টেবিল ফ্যানের কাজ চালায়।” (আইনজীবিদের প্রতি ক্ষমাপ্রার্থনা করছি, এইটা একটু পরিবর্তিত জোকস, শুধু মাত্র পোষ্টটার স্বার্থেই এরূপ করায় ক্ষমা চাচ্ছি।)

যাকগে আসল কথায় আসি, আইনজীবিরা আসলে এতটা খারাপ না। এই যেমন ধরেন আমাদের ব্লগের আইন সচিব। এই লোকটারে আমি কুব্বালা পাই। ওনার কবিতাগুলো যেন একুশ শতকের বিদ্রোহী চেতনার জানান দেয়। আগে মাঝে সাঝেই তার পোষ্ট পেতাম, আজকাল বোধহয় ব্যস্ততার স্রোতে উনিও বেশ হিমশিম খাচ্ছেন। শোনা যাচ্ছে বিলেতে পাড়ি জমিয়েছেন উচ্চ শিক্ষার জন্য। দেশ ছেড়ে, স্বজন-বন্ধু-বান্ধব, :just: ফ্রেন্ডকে ছেড়ে জানি উনি বেশ কষ্টেই আছেন, মন খারাপ করবেন না ভাইয়া; দূরত্ব যতই হোক সিসিবি পাশেই থাকবে সবসময়।

আজ ১৮ অক্টোবার, বিদেশের মাটিতে উনার প্রথম জন্মদিন। শুভ জন্মদিন শার্লী ভাই। :party: :goragori: :awesome: যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, আশেপাশের কোন একটা চায়ের দোকান থেকে আমার নাম বলে এক কাপ চা খেয়ে নেবেন। 😀 (আপনি আমার এলাকায় থাকলে শিউর একটা বিশাল পার্টি দিতাম আপনার জন্য।)
সবশেষে আরো একবার, সিসিবির সবার পক্ষ থেকে জন্মদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা।

(হাতে সময় না থাকায় বড় একটা পোষ্ট দিতে পারলাম না, মাফ করবেন ভাইয়া। এসপ্তাহটা বড় বাজে যাবে আমার জন্য ।:-? )

৮১ টি মন্তব্য : “আইনজীবির জন্মদিন”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    শুভ জন্মদিন।
    বড় হ, তোরে নিয়া আমি তিন প্রহরের বিল দেখতে যামু। 🙂


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    আইহায়!!কবে বিদেশ গেলো শার্লী ??
    শুভ জন্মদিন শার্লী। রজনীগন্ধার সুবাসে,বড় হ অনেক অনেক , তোর জীবন অনেক অনেক সুন্দর হোক , …ইত্যাদি ইত্যাদি 😀


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  3. জুনায়েদ কবীর (৯৫-০১)

    শার্লী, শুভ জন্মদিন...

    যেখানেই থাকুন, যেভাবেই থাকুন, আশেপাশের কোন একটা চায়ের দোকান থেকে আমার নাম বলে এক কাপ চা খেয়ে নেবেন।

    আর আমার তরফ থেকে একটা টোষ্ট নিয়ে চায়ে ভিজায়া খাইস... ;;)


    ঐ দেখা যায় তালগাছ, তালগাছটি কিন্তু আমার...হুঁ

    জবাব দিন
  4. শার্লী (১৯৯৯-২০০৫)

    বিদেশের মাটিতে জীবনের প্রথম জন্মদিন পালন করতে গিয়েই যে চোখে পানি চলে আসবে তা কখনও ভাবি নাই। আমার নাকি ইমোশন খুব কম, সবাই তাই বলে। কিন্তু আজ সত্যিই ইমোশনাল হয়ে গেলাম (ক.রা. কালা কুর্তা ভাই)। আমি খুবই ক্ষুদ্র একজন মানুষ। আজ আমার জন্মদিন নিয়ে পোস্ট আসছে সিসিবিতে। বিদেশে একা অবস্থায় এটা যে আমার জন্য কত বড় একটা পাওয়া তা আমি বুঝাতে পারব না। অনেক অনেক ধন্যবাদ রকিব। আমার কাছ থেকে তোর খাওয়া পাওনা রইল।

    জবাব দিন
    • রকিব (০১-০৭)

      :shy: :shy: লজ্জা দেন ক্যান? ছোট্ট পোষ্ট দিয়া এমনিতেই মনঃকষ্টে আছি। 🙁
      অল্প সম্যের ভেতরেই আপনার পোষ্টটা দিয়ে আমাকে পার্ট টাইম কাজের জন্য বেরিয়ে যেতে হয়েছিল।

      আমার কাছ থেকে তোর খাওয়া পাওনা রইল।

      এই লাইনটা লেমিনেটিং কইরা রাখলাম। :grr:


      আমি তবু বলি:
      এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

      জবাব দিন
  5. টিটো রহমান (৯৪-০০)

    শুভ জন্মদিন শার্লী :party: :party: :party: ....বদলে যাস, বদলে দিস............যতটা সম্ভব :hug:

    জন্মদিনের শুভেচ্ছা আকাশকেও ... :party: :party: :party: :party: ..
    ভালো থাকিস...... সবসময় :hug:

    রকিব্যা...আকাশের অংশটাও জুড়ে দিবি নাকি :-/ :-/


    আপনারে আমি খুঁজিয়া বেড়াই

    জবাব দিন
  6. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    শার্লিরে,কইষা এট্টা জন্মদিন করিস বাপ! আর দেশে আইসা যোগাযোগ রাখিস,আদালতে তুই ছাড়া আমার গরি নাই :((

    অফ টপিক-রকিব তোর মেসেজ পাইয়া ঘুম থিকা উইঠা ১৫ মিনিট হাসছি।আমার রিপ্লাই পাইছোস কিনা জানাইস।ব্লগে তুই থাকায় আমার আর চিন্তা নাই-শান্তিতে চোখ বুঁজতে পারুম 🙂

    জবাব দিন
  7. ফয়েজ (৮৭-৯৩)

    শুভ জন্মদিন শার্লী, দেরী করে ফেললাম। ব্যাপার না।

    অনেক বড় হও, শতেক সন্তানের জনক হও, এখানেই থেমে যেও না কিন্তু। 🙂


    পালটে দেবার স্বপ্ন আমার এখনও গেল না

    জবাব দিন
  8. রেজওয়ান (৯৯-০৫)

    এই পুলাডা আমারে বিদ্যাশ থাইক্যাও আব্বার খবর জানতে মেসেজ করছে ,খুব্বালাপোলা :-*
    আর এখন একলা একলা জন্মদিন কর্তাসে :((
    শার্লীরে দ্যাশে থাকলে তোরে সেই আই.এস.এস.বি'র মত জন্মদিনের ড্রেস পরাইতাম ;;;
    ভাল থাকিস, খুব খুব খুব ভাল... আমাদের দূরে রাইখ্যা যতটা থাকা যায় 🙁 🙁
    :hug: :hug: :hug:

    জবাব দিন
  9. রাশেদ (৯৯-০৫)

    শুভ জন্মদিন শার্লী 😀 আছিস কেমন? তোর নামে কষ্ট করে কখনই রেফটা আর দেওয়া হয় না 😀 আজকে জন্মদিন দেখে বহু কষ্ট করে একখানা রেফ তোকে উপহার দিলাম 😉 ভাল থাকিস দোস্ত 🙂


    মানুষ তার স্বপ্নের সমান বড়

    জবাব দিন

মওন্তব্য করুন : আদনান (১৯৯৪-২০০০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।