একখানা সুসংবাদ (সাময়িক পোষ্ট- আপডেটেড)

সম্প্রতি ২৮তম বিসিএস এর লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। অতিশয় আনন্দের সাথে জানানো যাচ্ছে যে, সিসিবির সুবিশাল মহীরূহ মাসরুফ ভাই (৯৭-০৩) কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছেন। আমরা আশা করবো তিনি মৌখিক পরীক্ষাতেও সাফল্যের হাসি হাসবেন 😀 । অভিনন্দন রইলো আমাদের প্রিয় মাস্ফ্যুদার জন্য। :goragori: :goragori:

আমাদের অন্য যারা ২৮ তম বিসিএসে অংশ নিয়েছিলেন তাদের ফলাফল জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
________________________________________________________

অবশেষে মাসরুফ ভাই বিজয়ীর বেশে পদার্পণ করলেন। ঠিক ধরেছেন!!! মাস্ফ্যু ভাই বিসিএসে ঠোলা থুক্কু পুলিশ ক্যাডারে চান্স পেয়েছেন। পুলিশ ক্যাডারে সুযোগ প্রাপ্তদের মধ্যে তিনি ৪র্থ স্থান অধিকার করেছেন। অভিনন্দন রইলো মাসরুফ ভাইয়ের জন্য।

শোনা কথায় কান দিতে নাই; তারপরেও বলি। শোনা যাচ্ছে, সামনের সপ্তাহে তিনি স্টারে বিশেষ দোয়া মাহফিল এবং অনুষ্ঠান পরবর্তী খানাপিনার বন্দোবস্ত করতে যাচ্ছেন। আপনার সবাই দলে দলে সপরিবারে (যাদের পত্নী নাই, তারা :just: ফ্রেন্ড) আমন্ত্রিত।

মাস্ফ্যুদা ড়ক্করেন।

১৫৮ টি মন্তব্য : “একখানা সুসংবাদ (সাময়িক পোষ্ট- আপডেটেড)”

  1. কামরুল হাসান (৯৪-০০)

    সুসংবাদ দেয়ার জন্যে হারামি জামাই মাত্র ১ লিটার একটা কুকের বোতল নিয়া আমার বাসায় আসছিলো। তারে আধা ঘন্টা লঙ্গাপ করাইয়া রাইখা ইফতারের আগে পাঠাইয়া দিছি। x-(


    ---------------------------------------------------------------------------
    বালক জানে না তো কতোটা হেঁটে এলে
    ফেরার পথ নেই, থাকে না কোনো কালে।।

    জবাব দিন
  2. মাসরুফ (১৯৯৭-২০০৩)

    রকিব রে,এই ছিল তোর মনে বাপ!

    যারা যারা অভিনন্দন জানাইছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে খাটো করতে চাইনা।কিন্তু সত্য বলতে কি,সামনে বহুদূর পথ এবং সেইটার অবস্থা দেখে মনে হচ্ছে পা পিছলায় যাবার সম্ভাবনাই বরং বেশি।

    একটু বুঝাইয়া বলি।বিসিএস পরীক্ষার নিয়ম হইল ৪৫% আসবে মেধা থেকে আর বাকী ৫৫% নানান রকম কোটা থেকে(ধরা যাক ফরেন সার্ভিসে ২০ জন নিবে।এক্ষেত্রে প্রথম ৯ জন আসবে সরাসরি নম্বরের ভিত্তিতে।ধরা যাক নবম জন ৮০১ পাইলো আর দশম জন ৮০০।তখন দশম জন ফরেনে না গিয়া পরবর্তী ক্যাডারে চলে যাবে আর কোটা আছে এমন ব্যক্তিদের মধ্যে যে সর্বোচ্চ নম্বর,এমনকী তা ৬০০ হলেও,পেয়ে সে আইসা ১০ম স্থানে ফরেন সার্ভিসে ঢুকবে) ।আমি কোন কোটার মধ্যে পড়িনা বলেই জানি।

    এছাড়া রিটেনে যারা যারা পাস করছে তারা ইতোমধ্যে অনেকেই জ্যাক ধরার ধান্ধা শুরু করে দিছেন।আমার কেস হইল,জ্যাক ব্যবহার করে চাকরি পাওয়ার আগে ঠিক করছি নিজের নামের আগে "প্রাক্তন ক্যাডেট" শব্দটা চিরদিনের মত কেটে দিব-যেইটা সম্ভব না।

    গোঁদের উপর বিষফোঁড়ার মত আমার রিটেনও আহামরি কিছু হয় নাই যে এক্কেবারে মেধা তালিকার শীর্ষে থাইকা(কামতপু ভাই আর তানভীর ভাইয়ের মত) সব হিসাব উল্টায়া ফালামু।এইচএসসিতে সায়েন্স গ্রুপ থিকা ৩ দশমিক ছয় সিজিপিএ পাওয়া ব্যাচের কুলাঙ্গার আমি যে তাইনা টুইনা রিটেনে পাস করছি আমার মত গাধার জন্য এইটাই অনেক বেশি।

    তারপরেও,যত যা-ই হোক না কেন,ক্যাডেট রক্ত তো শরীরে আছে।এই পর্বতসম অসম্ভাব্যতা দেইখাও ঠিক করছি পিছায় যামুনা-যা পারি যেমনে পারি ফাইট দিমু।আপনাদের শুভ কামনা দেইখা সেই সাহসটা আরো বাইড়া গেল।ফলাফল যা-ই হোক আমার জন্য দোয়া কইরেন সবাই।

    জবাব দিন
  3. সাজিদ (১৯৯৩-৯৯)

    মাসফু.... কংরাচুলেশন....তয় খালি পেডে কতার কুনু দাম নাইককা। পুলাপাইন.... ওরে সিল লাগা তারাতারি।


    অভিলাষী মন চন্দ্রে না পাক,
    জ্যোস্নায় পাক সামান্য ঠাঁই,
    কিছুটাতো চাই, কিছুটাতো চাই।

    জবাব দিন
  4. সাব্বাস, ব্যাটা আব্বাস।
    আপনেরে দিয়াই হবে। চালায়া যান।

    আসন্ন ইফতার পার্টিতে মাষ্ফু ভাইকে সিল দেবার জন্য জনমত গঠনের কাজে নামছি , মাননীয় স্পীকার , আপনাকে ধন্যবাদ।

    জবাব দিন
  5. জ্যাক ব্যবহার করে চাকরি পাওয়ার আগে ঠিক করছি নিজের নামের আগে “প্রাক্তন ক্যাডেট” শব্দটা চিরদিনের মত কেটে দিব

    :boss: :boss: :boss: :boss: :boss: :boss: :boss:

    একজন অর্থনীতিবিদ এবং অবসরে শৌখিন শেক্সপিয়ারের রচনায় ভুল বের করতে থাকা হবু পুলিশ অফিসারকে জানাই প্রাণঢালা অভিনন্দন। এব্যাপারে অমর্ত্য সেন, হ্যারল্ড পিন্টার এবং মতিঝিল ট্রাফিক মোড়ের পুলিশ অফিসার পৃথক পৃথক ভাবে বাণী দিয়েছেন এবং মাস্ফুদার শারিরীক, মানসিক এবং আর্থিক সুসাস্থ্য কামনা করেছেন 😀 😀 😀 😀

    জবাব দিন
  6. সাব্বির (০৩-০৯)

    মাসরুফ ভাই, আন্নে ১টা ভস্............পুলিশ অফিসার হওয়ার লাইগা আন্নেরে :salute: :salute:
    উল্লেখ্যঃ ক্যাডেট দের জোশ নিয়া ১টা ডায়ালগ মনে পইড়া গ্যালো......

    ক্যাডেটদের ZEAL বেশি ......এরা সবকিছু জোশ্ নিয়া করে, তারপর কাজ হাসিল হইলে , উত্তেজনার চোটে তাদের িচি কান্ধে উইঠা পড়ে , মাঝে মাঝে মাথায় ও উঠে

    =))

    (কপিরাইটঃ রাসেল ভাই > ডিফেন্স গাইড)
    আপনাকে :hatsoff:
    আশা করি পুলিশ হয়ে ব্যাপক jalwa দেখাইবেন :gulli2:

    জবাব দিন
  7. ওয়াহিদা নূর আফজা (৮৫-৯১)

    পুরানো পোস্টটাকে বোধহয় আপডেট করা হয়েছে। কমেন্টের তারিখ নিয়ে একটু সংশয় হচ্ছে।
    অতীব সুসঃবাদ।


    “Happiness is when what you think, what you say, and what you do are in harmony.”
    ― Mahatma Gandhi

    জবাব দিন
  8. শাফি (০২-০৮)
    :shy: সত্যি সত্যি পছন্দের চাকরি পাইলে হগলডিরে খাওয়ামু, প্রমিজ কৈতাছি :shy:

    ভাই টেনশন নিয়েন না। আপ্নের প্রমিজ রক্ষায় সাহায্য করতে আমি জানবাজি রেখে খাবো প্রমিজ কইতাসি। O:-) O:-) O:-)
    :gulli2: :gulli2: :gulli2:

    জবাব দিন
  9. আহসান আকাশ (৯৬-০২)

    মাস্ফ্যু, আগে পার্টি দে, তারপর বাকি কথা কইতেছি 😀


    আমি বাংলায় মাতি উল্লাসে, করি বাংলায় হাহাকার
    আমি সব দেখে শুনে, ক্ষেপে গিয়ে করি বাংলায় চিৎকার ৷

    জবাব দিন

মওন্তব্য করুন : কুচ্ছিত হাঁসের ছানা (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।