কাব্য আসে না….

মন কিংবা মগজে
কলম থেকে কাগজে
যতই কিবোর্ড চাপি-যে
চড়ে শব্দের জাহাজে…

কাব্য আসে না …..না না …কাব্য আসে না।

অহেতুক অলস-ভাবনা
যাবতীয় জটিল-দোটানা
গর্হিত গোপন-অনুশোচনা
সুতীব্র সম-আলোচনা (সমালোচনা)
যাপিত যান্ত্রিক-যন্ত্রণা
আর আবহাওয়ার-বেজায় বেখেয়ালীপনা……

সব এসে, ফিরে চলে যায়
শুধু আহত,করে যে আমায়।
তবু,কাব্য আসে না ……..না না …কাব্য আসে না।

অসমাপ্ত অসম-সমীকরণ
জীবন জীবিকার-সাতকাহন
অসুস্থ অমানবিক-আচরণ
দিনরাত দারুণ -প্রহসন
ব্যাপক বৈদেশিক-বিনোদন
আর ওই সান্ধ্যকালীন-মাতাল সমীরণ……

সব এসে,ফিরে চলে যায়
একা আমি,হতাশার আঙ্গিনায়।
তবু,কাব্য আসে না …..না ..না কাব্য আসে না।

আমার ভাত-ঘুমের অভাব
আর উড়নচণ্ডী স্বভাব
ঘর নেই,নেই-আসবাব
শুধু তাহার সাথেই ভাব….

তবু কাব্য আসে না ….না ..না কাব্য আসে না।
***

কাব্য আসে না
তাই,কবিতা ও
আর হাসে না।
কাব্য-কবিতার
ভাব তো আর
জমে ওঠে না।

না না …কাব্য আসে না
কেন কাব্য আসে না ?

১,২৬৪ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “কাব্য আসে না….”

  1. রকিব (০১-০৭)

    কয়েকটা জায়গায় কেন যেন মনে হলো পড়তে গিয়ে কেমন একটু কেটে কেটে যাচ্ছে। (আমি কিন্তু লিরিক্স হিসেবে পড়তে চেষ্টা করেছি)।
    তোমার লেখার একটা বড় সমস্যা আছে। তা হলো পুরোটাই কেমন যেন মাথায় ভেতরে ঢুকে ঘুরে বেড়াতে থাকে। যতই ঠেলি বের হয় না। 🙁


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
    • রিফাত (২০০২-২০০৮)

      প্রথমে ধন্যবাদ ভাই 🙂
      আসলে লিরিক্স হিসেবে লিখতে শুরু করছিলাম .....ক্যান জানি নতুন কি যেন মাথায় ঢুকলো !.....মাঝখানের দুই পংক্তির প্রতি লাইনের(শেষ বাদে ) প্রথম দুই শব্দ একই অক্ষর দিয়ে শুরু করতে গিয়ে .....কিছু জায়গায় মনে হয় কেটে গেছে ......

      কি বললেন ভাই......!.সিনিয়রের সমস্যা করার জন্য দুইটা :frontroll:

      জবাব দিন

মওন্তব্য করুন : রিফাত (২০০২-২০০৮)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।