এইবার আমি ডুইবা যাবো…..

ওরে,
এইবার আমি ডুইবা যাবো
মানব-সাগরে।
তোদের গোপন খবর লইবো
ঢুইকা-অন্তরে ….

কাহার মনের গোপন ঘরে
কাহার বসবাস।
এক পলকের দমকা ঝরে
হইব তাহা ফাস।

কাহার সহিত দিচ্ছ পাড়ি
স্বপনও দ্যাশে
নিদ্রা হইয়া জানিতে পারি
চক্ষের নিমেষে।

ওরে ……………….
….ঢুইকা অন্তরে

কি আছে কই লুকাইয়া
কাহার মগজ-প্যাচে।
পালাইবা না জানাইয়া
উপায় কি-আর আছে ?

কারো হইলে মনের অসুখ
কইরো মনে আমারে।
করিব না তোমায় বিমুখ
সুখ-ঢালিব তিন-প্রহরে।

ওরে,
এইবার আমি ডুইবা যাবো
মানব-সাগরে।
তোদের গোপন খবর লইবো
ঢুইকা-অন্তরে ….

১,৩৬১ বার দেখা হয়েছে

১০ টি মন্তব্য : “এইবার আমি ডুইবা যাবো…..”

  1. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    অপুর্ব, এককথায় অপুর্ব।
    অনটপিকঃ যদি সত্যিই মনের ভিতরের খবর জানতে পারার কৌশল আয়ত্ব করতে পার, প্লিজ আমাকে একটু জানিও ভাই!


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন

মওন্তব্য করুন : মেহেদী হাসান (১৯৯৬-২০০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।