আমি আছি….

জেনো, এই আমিই..
তোমার মাঝরাতের,চোখ পালানো ছন্নছাড়া-ঘুম।
জেনো, এই আমিই..
তোমার কপোলে,নীল জোছনার নিষ্পাপ-চুম।

খুঁজে পাবে আমায়..
তোমার জানালায়, আর ওই খোলা-বারান্দায়।
খুঁজে পাবে আমায়..
তোমার ভর-দুপুরের,ক্লান্তি আর খানিক-তন্দ্রায়।

জানি আমিই তোমার..
চোখের কোণে,শুকিয়ে যাওয়া অশ্রু-জল।
জানি আমিই তোমার..
মনের জলে, দোলা দেওয়া অভিমানী-ঢল।

দেখো আছি আমি..
তোমার ছাদের,শেষ বিকেলের উদাস-হাওয়ায়।
দেখো আছি আমি..
তোমার টবের,সদ্যফোটা লাজুক হাসনা-হেনায়।

হতে পারি আমি..
তোমার কপালে,সবুজ জামার ম্যাচিং-টিপ।
হতে পারি আমি..
তোমার মুঠোফোনে,হঠাৎ বাজা এসএমএস-বিপ।

মেয়ে,আমিই তোমার …
বইয়ের ভাজে,লুকিয়ে রাখা ময়ূর-পালক।
মেয়ে,আমিই তোমার….
ছেলেবেলার,হারানো সেই বিষন্ন-বালক।

* * * * * * * * *

আমি আছি –কাছাকাছি
তোমার
মন ঘেষে আছি।

আমি আছি –মিশে আছি
তোমার
হৃদয় মাঝা-মাঝি।

৪,৪৫০ বার দেখা হয়েছে

৪৪ টি মন্তব্য : “আমি আছি….”

  1. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    লেখা ভালো ছিল, কিন্তু

    আমি আছি –কাছাকাছি
    তোমার
    মন ঘেষে আছি।

    আমি আছি –মিশে আছি
    তোমার
    হৃদয় মাঝা-মাঝি।

    রেটিং করুন:

    এই লাইনগুলা একটু বাংলা ছিনেমা মার্কা হইয়া গেসে...খারাপ না!


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  2. তন্ময় (২০০৬-২০১২)
    হতে পারি আমি..
    তোমার কপালে,সবুজ জামার ম্যাচিং-টিপ।
    হতে পারি আমি..
    তোমার মুঠোফোনে,হঠাৎ বাজা এসএমএস-বিপ।

    ইসসিরে...............মোবাইল নাম্বারটা যদি পাইতাম!!!!!!!!! :((


    চলো বহুদুর.........

    জবাব দিন
  3. জুলফিকার (২০০০-২০০৬)

    নিজের লেখা হচ্ছে গর্ভজাত সন্তান। প্রচন্ড প্রসব বেদনার পর ভূমিষ্ট হয় একেকটি কবিতা, লেখা। তবে সব মায়েরাই যেমন চান তার সন্তানটি সেরা হোউক, তেমনি লেখক বা কবির চেষ্টা থাকে তার পাঠোকের তার লেখার প্রশংসা করুক। তবে তারপরও কথা থাকে, কবিতা হচ্ছে আন্ডারওয়েরের মত। একান্তই নিজের 😛
    :boss: :clap: :clap: :boss:

    জবাব দিন

মওন্তব্য করুন : তন্ময় (২০০৬-২০১২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।