মনটা আমার ভীষণ ক্ষ্যাপাটে…..

পূর্বকথন:দীর্ঘ কয়েক মাস যাবত আমার কলম, কী-বোর্ড এবং মস্তিস্ক প্রত্যেকেই কোনো এক অদৃশ্য কারণে হ্যাং করছিল।কিছুতেই কিছু বের হয়না। অবশেষে……ইহা বের হইলো….পোস্ট করতে ভয় লাগে তাও করে ফেললাম।

স্বপনে-বাঁচি, শুন্যে -ভাসি
ভাবনাগুলো সর্ব-নাশী।
রোদও মাখি, জলেও ভিজি
জীবন নিয়েই খেলি বাজি।

ওরে মন খেয়েছে ঘুণ-পোকাতে
মন বসেনা কোনো কিছুতে
মনটা আমার ভীষণ ক্ষ্যাপাটে…

ব্যস্ত মানুষ, ব্যস্ত শহর
বাড়ছে রোজই বাঁচার-দর।
বিক্রি হয়ে যাচ্ছে এ-মন
হচ্ছে ফিকে, সব-আয়োজন।

“ওরে …………………..ক্ষ্যাপাটে।”

জলের দরে দিলাম বেচে
দুঃখ পুষে লাভ-কি আছে।
চলছে চলুক জীবন-চাকা
নাই-বা ছু’লো সুখের রেখা।

ওরে মন খেয়েছে ঘুণ-পোকাতে
মন বসেনা কোনো কিছুতে
মনটা আমার ভীষণ ক্ষ্যাপাটে…

১,৪৩৮ বার দেখা হয়েছে

১৬ টি মন্তব্য : “মনটা আমার ভীষণ ক্ষ্যাপাটে…..”

  1. মশিউর (২০০২-২০০৮)

    গোল দিয়া ফালাইলাম । 😀
    কবিতা ভালো ছিলো । :boss:
    আর্সেনাল এর সাপোর্টার দেখা যায় । :thumbup:
    মাথা হ্যাং করে কেন ? রি-বুট কইরা ফেল ।
    মে দ্যা ফোর্স বি উইথ ইউ । :gulli2:

    জবাব দিন
  2. রকিব (০১-০৭)

    ওরে মন খেয়েছে ঘুণ-পোকাতেএ এ এ এ এ এ এ এ এ এ
    লাইনটা মাথায় ঘুণ-পোকার মতোই চেপে বসেছে। দারুন লাগলো মিয়া
    অফটপিকঃ তুমিও আর্সেনাল!!! :thumbup:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন

মওন্তব্য করুন : শিশির (১৯৯৬-২০০২)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।