সাবধান!!

আমি কিন্তু সব পারি
করতে পারি যে সব।
মুহুর্তে হতে পারে চুরি
তোমার-মনের গুপ্ত-অনুভব।

চিনি আমি সব-ই চিনি
তোমার মনের রাস্তা-ঘাট।
এচোখে চোখ রাখবে যখনি
পাল্টে যাবে পৃথিবী হটাৎ।

লিখতে-পারি তোমায় নিয়ে
গান কিংবা সস্তা কবিতা।
সব বুঝেও যাচ্ছ এড়িয়ে
করছ শুধু মিছে ভণিতা।

সাবধান! হে অবুঝ বালিকা
হয়ে যাও এখুনি সাবধান!
হও-না তুমি যতই একরোখা
চলবেই আমার এই অভিযান……….

(চলবে)

২,৩১২ বার দেখা হয়েছে

২৭ টি মন্তব্য : “সাবধান!!”

  1. তাইফুর (৯২-৯৮)

    প্রাইমারি'তে পড়াকালীন লেখা কবিতা মনে হইল
    পুরোন কালেকশান ছাড়তেছ নাকি ??

    নতুন হইলে অবশ্য চিন্তার বিষয়
    কবিতার তাল, মাত্রা, ছন্দ নিয়া বিশাল দ্বন্দ হয়া গ্যাছে


    পথ ভাবে 'আমি দেব', রথ ভাবে 'আমি',
    মূর্তি ভাবে 'আমি দেব', হাসে অন্তর্যামী॥

    জবাব দিন
  2. আছিব (২০০০-২০০৬)

    তবে রে পামর,গালি মুখেই থুক্কু হাতেই দিয়ে গেলাম 😀
    ভালো হইছে ছড়াটা, 🙂
    চালিয়ে যা, আর জুলকার কি তোর কাছাকাছি গেছে?গেলে দেখেশুনে রাখিস 🙂
    ভালো থেক সবাই,চালিয়ে যাও সাহিত্যচর্চা
    অফটপিকঃ তর ''সে'' কি সিসিবি পড়ে?? :-/ এত এত সাহিত্য লিখিস ''সে'' কে নিয়ে,পড়াইতে পারলে ভালোবাসা একটু বাড়ত না?? 😉
    ফ্রী এ্যাডভাইস,খাইলে খা ,না খাইলে নাই 😛

    জবাব দিন

মওন্তব্য করুন : কুচ্ছিত হাঁসের ছানা (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।