ইহাকে কি কবিতা বলা যায়……???

আজ হটাৎ বৃষ্টিতে ভেজা একটা অভিমানী গান …
হিমেল হাওয়ার হু-হু সুরের মাতাল-বেতাল টান….
এই পিচঢালা রাজপথে যান্ত্রিকতার আলোর ছটা….
বৃষ্টি-স্নাত সদ্য-ফোটা সন্ধ্যা বেলার একটি ঘন্টা …
………………দিলাম-তোমায়……………………

এই ব্যস্ত ঢাকার ব্যস্ততা আর মানুষ-বাহন জট…..
বৃষ্টি শেষে হটাৎ পাওয়া এক চিলতে মিষ্টি রোদ……
নীলাকাশের বুকে উড়ন্ত কয়েক টুকরো সাদা মেঘ …..
তোমার-তরে ছুটন্ত পাগল মন-ঘোড়ার দুরন্ত বেগ …
………………দিলাম-তোমায়…………………….

কপোত-কপোতীর দুঃখ-সুখের একটা বিকেল, ধানমন্ডি লেক …
একঘেয়ে ব্যস্ত জীবনের ফাঁকে একটা ম্যারাথন-বিজ্ঞাপন ব্রেক …..
পৌষ-মাঘের শীতের রাতের জোছনা মাখা কুয়াশার চাদর …..
হৃদয় নিংড়ানো ভালবাসা থেকে এক চিমটি বিশুদ্ধ আদর …..
………………দিলাম-তোমায়…………………………..

৩,৩৬৭ বার দেখা হয়েছে

৫৩ টি মন্তব্য : “ইহাকে কি কবিতা বলা যায়……???”

  1. আছিব (২০০০-২০০৬)

    :clap: আর সি সি এর পোলাপান কবি হয় 😮 !!ভালো,কলেজের পোলাপান দেখলে যে কি ভালা লাগে. 😡 ....চালিয়ে যা ;;)

    ওই ১ম ব্লগ!গড়াগড়ি দে ১০ টা,কুইক....... :-B
    হ্যাপ্পি ব্লগিং...... :party: .

    জবাব দিন
  2. রিফাত (২০০২-২০০৮)

    ভাই, গতকাল আপনার লেখা পরে ঝিলান্নিত হয়ে লেখা শুরু করলাম...তবে আমি কবি না...কবিতা ব্যাপার টা বেশ কঠিন.....

    দেরী করার জন্য ২০টা দিতেছি..... :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: :frontroll: .......

    জবাব দিন
  3. রিফাত (২০০২-২০০৮)

    এক খান প্রশ্ন ছিল ইহা কি ১ টি কবিতা....??কোনো উত্তর পাইলাম না....মূলত এটি একটি লিরিক হিসেবে চিন্তা করে লেখা হয়েছিল....কিছু শক্ত-পোক্ত শব্দ থাকায় এটাকে কবিতা হিসেবে চালানোর অপচেষ্টা করেছি!!!!...(আসলে কবিতা লেখার ক্ষমতা ও সাহস কোনটাই আমার নাই).............. 😕 😕 .

    জবাব দিন
  4. মইনুল (১৯৯২-১৯৯৮)
    মূলত এটি একটি লিরিক হিসেবে চিন্তা করে লেখা হয়েছিল

    প্রথমবার পড়ে আমারো তাই মনে হয়েছিলো। তবে ছোট থাকতে (কলেজে থাকতে) এই ধরনের কিছু কবিতা পড়েছিলাম। কবিতা সুন্দর হয়েছে। আশা করি আরো লিখবে ......

    জবাব দিন
  5. আশহাব (২০০২-০৮)

    এইটা কি কলেজ এ থাকতেই লিখসিলি নাকি??? :duel: কেন জানি মনে হইতাসে ওয়াল ম্যাগাজিনের 😀
    অ.ট: ভালো লিখসোস , চালায়া যা :thumbup:


    "Never think that you’re not supposed to be there. Cause you wouldn’t be there if you wasn’t supposed to be there."
    - A Concerto Is a Conversation

    জবাব দিন
  6. রকিব (০১-০৭)

    কবিতা ভালো লেগেছে।
    একটা কাজ করো; যদি লিরিক্স হিসেবেই লিখে থাকো, তবে সুর দিয়ে গেয়ে ফেলে; সিসিবিতে আপলোড করে দাও। :thumbup: :thumbup:


    আমি তবু বলি:
    এখনো যে কটা দিন বেঁচে আছি সূর্যে সূর্যে চলি ..

    জবাব দিন
  7. মো. তারিক মাহমুদ (২০০১-০৭)

    ইহাকে কবিতা বলিতে পারো, আবার বৈশিষ্ট্যের বিচারে ইহাকে লিরিক-ও বলা যাইতে পারে। তবে কবিতা হইতে হইলে ইহার অবশ্যই একটি শিরোনাম দিতে হইবে। তাই সর্ববিষয় বিবেচনা করিয়া ইহাকে লিবিতা (লিরিক+কবিতা) বলাই অধিকতর যুক্তিযুক্ত মনে হইতাছে। যাহা হউক, ইহা কবিতা, লিরিক কিংবা লিবিতা- যাহাই হউক না কেন, ইহা আমার মর্ম জয় করিয়াছে ... ...

    জবাব দিন
  8. রিফাত, স্বাগতম ভাইজান... 😀
    সেই ঘুমন্ত ছেলেটাকে দেখে বড়ই ভালো লাগছে... ফর্মে খালি গুটিশুটি মাইরা পড়াশুনা করতি... মুখচোখ শুকনা কইরা কয়টা পারমিশন নেয়ার কথা মনে পড়ে তোর কথা মনে করতেই... অনেক লম্বা হয়ে গেছিলি যখন আমরা চলে আসতেছিলাম... এখন কি তালগাছ হয়ে গেছিস? তুই বিদেশে আছিস বলে মনে হয়...

    কবিতা, গান যা ইচ্ছে করে... একটু ঘষামাজা করে এখানে দিয়ে দিস। ধীরে ধীরে পরিপক্ক হয়ে যাবি সমস্যা নাই... এখানকার ভাইবোনেরা পাঠক হিসেবে অতি উন্নতমানের... 🙂

    জবাব দিন
  9. রিফাত (২০০২-২০০৮)

    🙂 ভাই আপনার ফেসবুক লিঙ্ক থেকেই সিসিবি তে ঢু মারা শুরু..তারপর ভালোলাগা...আপনাদের দেইখাই লেখা শুরু করে দিলাম..... 🙂 আমি মনে হই তালগাছ হইতে পারি নাই...নারকেল গাছ বলতে পারেন... 🙂 🙂

    জবাব দিন

মওন্তব্য করুন : রকিব (০১-০৭)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।