HPর টহল(মেঘনার ঢল অবলম্বনে)

শোন্ রে রহিমম্যা, রেখে দে রে বিড়ি
ত্বরা করে রুমে চল,
এল HP এর বের হওনের
বেলা হালায় দিব টহল।
টয়লেটের ভেতর ঘন ধোয়ায় ভরা
বিড়ি ফেলে দিয়ে রুমে আয় ত্বরা
করিস না দেরি–
আসিয়া পড়িবে সহসা হালার HP
থাকলে হেথায় শুধু শুধু মাইর খাবি।
এখনো যে রহিম আসে নাই ফিরে–
রাত যে বয়ে যায়।
রাতের আঁধারে শেয়ালের ডাক
থেকে থেকে শোনা যায়।
শুনশান ব্লক ধোয়ায় একাকার,
যেদিকে তাকাই অথই আধার,
দেখতো বিড়ি ফুকা শেষে
কই গেছে হালায় ?
এখনো ফিরিয়া আসে নাই সে কি ?
রাত যে বয়ে যায়।
দেখ্ দেখ্ দূরে HPএর কামরায়
মাইরের আওয়াজ ঐ পাওয়া যায়–
কাহার গগন বিদারী চিত্কার
সহসা উঠিছে ভাসি ?রহিমম্যারে তাইলে
দিতাছে প্যাদানি HP খোদার খাসি?

৭০৮ বার দেখা হয়েছে

৯ টি মন্তব্য : “HPর টহল(মেঘনার ঢল অবলম্বনে)”

মওন্তব্য করুন : মুহাইসিন

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।