একজন এক্স ক্যাডেটের জীবন ঝুঁকিতে একটু প্রচেষ্টা পারে তাকে বাঁচাতে

মুহিব বাঁচবেই</p><br /><br />
<p>বুয়েট- এর নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের মেধাবী ছাত্র মুহিবুর রহমান @[1337011753:2048:Muhibbur Rahman] (২৫ তম ব্যাচ, ২০০২-২০০৮, পাবনা ক্যাডেট কলেজ)। সে আজ মরণব্যাধি `ANO-RECTAL CARCINOMA’ তে আক্রান্ত। এটি খুবই খারাপ ধরনের একটি কোলন ক্যান্সার।</p><br /><br />
<p>বর্তমানে সে ইউনাইটেড হাসপাতালে কোলন ও রেক্টাল সার্জন অধ্যাপক ডা. জাহিদুল হক এর অধীনে চিকিৎসাধীন। তার উন্নত চিকিৎসার জন্য যতদ্রুত সম্ভব তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া প্রয়োজন। এ চিকিৎসা বাবদ ব্যয় হবে প্রায় ৫০ লক্ষ টাকা। তার মধ্যবিত্ত পরিবারের পক্ষে  এতো বড় ব্যয়ভার বহন করা সম্ভব না।</p><br /><br />
<p>আমাদের প্রতিটি ছোট-বড় সাহায্যই পারে সদা হাস্যোজ্জ্বল ও প্রাণোচ্ছল মুহিবকে আবার বুয়েট ক্যাম্পাসে তার বন্ধুদের মাঝে ফিরিয়ে দিতে।</p><br /><br />
<p>Bkash Account		: 01816111200<br /><br /><br />
Trust Bank Ltd.	        : Nur Mohammad<br /><br /><br />
                                  A/C No.- 0029-0310015861<br /><br /><br />
AB Bank Ltd.		: Md. Mehedi Hasan<br /><br /><br />
                                  A/C No.- 4026-384366-300<br /><br /><br />
Brac Bank Ltd.		: Md. Hasan Mahmud<br /><br /><br />
                                  A/C No.- 1532202001766001 </p><br /><br />
<p>বিস্তারিত জানতে যোগাযোগ করুন :  ০১৮১৬১১১২০০ (নূর)<br /><br /><br />
				             ০১৬৭৮৬১২১১৮ (আবিদ)<br /><br /><br />
					     ০১৬৮৭৮৮৩৮৯৪ (মনির)
মুহিব বাঁচবেইবুয়েট- এর নেভাল আর্কিটেকচার এন্ড মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের মেধাবী ছাত্র মুহিবুর রহমান Muhibbur Rahman
 (২৫ তম ব্যাচ, ২০০২-২০০৮, পাবনা ক্যাডেট কলেজ)। সে আজ মরণব্যাধি `ANO-RECTAL CARCINOMA’ তে আক্রান্ত। এটি খুবই খারাপ ধরনের একটি কোলন ক্যান্সার।বর্তমানে সে ইউনাইটেড হাসপাতালে কোলন ও রেক্টাল সার্জন অধ্যাপক ডা. জাহিদুল হক এর অধীনে চিকিৎসাধীন। তার উন্নত চিকিৎসার জন্য যতদ্রুত সম্ভব তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া প্রয়োজন। এ চিকিৎসা বাবদ ব্যয় হবে প্রায় ৫০ লক্ষ টাকা। তার মধ্যবিত্ত পরিবারের পক্ষে এতো বড় ব্যয়ভার বহন করা সম্ভব না।আমাদের প্রতিটি ছোট-বড় সাহায্যই পারে সদা হাস্যোজ্জ্বল ও প্রাণোচ্ছল মুহিবকে আবার বুয়েট ক্যাম্পাসে তার বন্ধুদের মাঝে ফিরিয়ে দিতে।

Bkash Account : 01816111200
Trust Bank Ltd. : Nur Mohammad
A/C No.- 0029-0310015861
AB Bank Ltd. : Md. Mehedi Hasan
A/C No.- 4026-384366-300
Brac Bank Ltd. : Md. Hasan Mahmud
A/C No.- 1532202001766001

বিস্তারিত জানতে যোগাযোগ করুন : ০১৮১৬১১১২০০ (নূর)
০১৬৭৮৬১২১১৮ (আবিদ)
০১৬৮৭৮৮৩৮৯৪ (মনির)

১,৭৪২ বার দেখা হয়েছে

৫ টি মন্তব্য : “একজন এক্স ক্যাডেটের জীবন ঝুঁকিতে একটু প্রচেষ্টা পারে তাকে বাঁচাতে”

মওন্তব্য করুন : lutfor

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।