আবেগের কিছুক্ষণ … একটি কবিতা

অলির কথা শুনেছ তুমি?
রয়ে গেছে যা মোর হৃদয় মাঝে, বলা হয়নি তোমায়।

নোঙর করতে দেখেছ কোন জাহাজকে কখনও?
অধীর আমি, তোমার পরাণ মাঝে নোঙর ফেলবো বলে।

রংধনু দেখেছ আকাশপটে?
নোলকের ছটায় তুমি আরো বর্ণিল, ঐ সপ্তধনুর চেয়েও।

অন্ধকার দেখেছ তুমি?
রয়ে যায় তা হৃদয় গহীনে আর,
নোনা জলে মিশে যায় আমার অশ্রুজল।।

১,৩৭১ বার দেখা হয়েছে

১৮ টি মন্তব্য : “আবেগের কিছুক্ষণ … একটি কবিতা”

  1. রেজওয়ান ভাই,
    অলির নামটা দেখে দৌড়ায়া ঢুকলাম 😛
    পূর্ব-পশ্চিমের "অলি" এখনো মনে দাগা দেয় :dreamy: :dreamy:
    আহারে! আমার প্রেম ছিলো সেই অলি...

    কবিতা খুব ভালো লাগলো...
    আরো লিখবেন 😀

    অন্ধকার দেখেছ তুমি?
    রয়ে যায় তা হৃদয় গহীনে আর,
    নোনা জলে মিশে যায় আমার অশ্রুজল।

    মনে হইলো যেন আমার মনের কথা =((
    দুঃখ দুঃখ মনে থাকতে থাকতে এরকম কথা বড় আপন আপন লাগে 😛

    জবাব দিন

মওন্তব্য করুন : রেজওয়ান (৯৯-০৫)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।