ভালোবাসিনি

আমি কোনদিনও কবিতা ভা্লোবাসিনি,
কবিতারা বড্ড ধূসর, শব্দময় হয়েও ভীষণ স্বার্থপর।
কবিতারা কেবল কবির কথা বলে,
অগুনতি পাঠক আর পাঠকের বোধ, কবিতা বোঝে না।

আমি কোনদিনও কবিতা ভালোবাসিনি,
কবিতারা ভীষণ ব্যক্তিময় বলে।
শূন্য আকাশ, দূর নীলিমা, কবির শূন্য হৃদয় হয়ে যায়,
সেখানে শুভ্র পাখির ওড়াউড়ি নেই।

কবিতারা বড্ড গুমোট, কবির বদ্ধ মনের মতই।
কিশোরীর উচ্ছল দিন সেখানে প্রেমিকা হয়ে যায়,
কবি মুক্তি বোঝে না,
আবেগী প্রেম তার শব্দ শিকল হয় কিশোরীর পায়।

আমি কোনদিনও কবিতা ভা্লোবাসিনি,
কবিরা ভীষণ স্বেচ্ছাচারী বলে।
অহেতুক স্বাধীনতা, নিষিদ্ধ প্রদেশ ছুঁয়ে,
কবির শব্দেরা বড্ড লাগামছাড়া ।

আমি কোনদিনও কবিতা ভালোবাসিনি,
কবিতা বুঝিনি বলে।
কখনো সখনো বুঝলেও, আমি কবিতা ভা্লোবাসিনি,
আমার শব্দেরা কেন কবির হবে আমায় ছেড়ে।

৯০৪ বার দেখা হয়েছে

১৫ টি মন্তব্য : “ভালোবাসিনি”

  1. কাইয়ূম (১৯৯২-১৯৯৮)

    'ভালোবাসিনি' বোধহয় 'ভালবাসিলি' হয়ে গেছে টাইপো হয়ে। ঠিক করে দিও।

    কবিতা না ভালোবাসার কবিতাতেই বুঝা যাইতেছে কবির প্রচন্ড ভালোবাসা!
    ভালো লাগছে রেশাদ। গদ্য'র পাশাপাশি তোমার পদ্য'ও পড়তে ভালো লাগলো।


    সংসারে প্রবল বৈরাগ্য!

    জবাব দিন
  2. সাবিহা জিতু (১৯৯৩-১৯৯৯)

    ফাইজলামি করস? 😡
    কবিতা এতো ভালবেসেও তোর মত লেখার কথা ভাবতেও পারি না :no: ।
    এবার বিরহের ঠেলায় রূপের মায়ের জন্য একখানা কবিতা লিখে ফেল দিকিনি বাছা ;;) !


    You cannot hangout with negative people and expect a positive life.

    জবাব দিন
  3. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    বাহ্‌!
    পরষ্পরবিরোধিতাটুকু ভালোই ফোটালে।

    কবিতারা কেবল কবির কথা বলে,
    অগুনতি পাঠক আর পাঠকের বোধ, কবিতা বোঝে না

    বোঝেনা-ই তো! অইখানেই তো মজা।অইভাবেই তো হ্যাঁচকাটানে পথে নামিয়ে দিয়ে মিলিয়ে যায়... এবার ঘোরো পিছু পিছু!
    সাবধানে থাইকো কিন্তু!

    জবাব দিন

মওন্তব্য করুন : রেশাদ (১৯৯৩ -৯৯)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।