অজান্তেই উড়ে যায় নীল প্রজাপতি
মনে মনে ছুঁয়ে দেই পাখা, ডাক দেয় পাখি ।
সাদা মেঘ কালো হয় দূরের আকাশ
কত রাত ভোর হলে ক্ষতি নেই,
ভেবে ভেবে থাকা তবু মিথ্যে আড়ম্বে ।
শহুরে প্রাচীর আর রাজদালানে বেঁধে যাওয়া মনকে আকাশ আর সবুজ দেখাবার প্রতিশ্রুতি..
অজান্তেই উড়ে যায় নীল প্রজাপতি
মনে মনে ছুঁয়ে দেই পাখা, ডাক দেয় পাখি ।
সাদা মেঘ কালো হয় দূরের আকাশ
কত রাত ভোর হলে ক্ষতি নেই,
ভেবে ভেবে থাকা তবু মিথ্যে আড়ম্বে ।
শহুরে প্রাচীর আর রাজদালানে বেঁধে যাওয়া মনকে আকাশ আর সবুজ দেখাবার প্রতিশ্রুতি..
ছোট্ট লেখাটা খুবই ভালো লাগলো বায়েজীদ। অনেকদিন পর এদিকে এলাম। এ লেখাটা দেখতে পেয়ে মনে হল প্রতিদিন এখানে ঢুঁ মারার অভ্যেসটা হারিয়ে ফেললাম কি করে।
খুব সুন্দর
সাতেও নাই, পাঁচেও নাই
কত রাত ভোর হলে ক্ষতি নেই,
ভেবে ভেবে থাকা তবু মিথ্যে আড়ম্বে - চমৎকার হয়েছে।