স্বপ্নে দেখি সুখ

ঘুম থেকে উঠলাম অদ্ভুট একটা শব্দে, বোধহয় জীবনের প্রথম অ্যালার্ম ঘড়ির শব্দে ঘুম ভেঙেছে। নাহ! এক বন্ধু ফোন দিয়েছে, বলল সে বিদেশে চলে যাচ্ছে। দুঃখ পাইনি, বরং যে মানুষটি স্বপ্ন দেখে তা পূরণ হলে ভালোই লাগে।অফিসের উদ্দেশ্যে রওনা হলাম।ঝুঁকিহীন বাস, রাস্তা ফাঁকা।অবাক হইনি, বাংলাদেশের উন্নতি আমাকে অবাক করেনা। রেডিও বাজছে কানে, শুনতে পেলাম বিএনপি-আওয়ামীলিগ সংলাপে বসেছে, চিন্তা একটাই- “দেশের মত একটা দেশ চাই”; প্রথমে অবাক হলাম, যাক এইবার একটা গতি হচ্ছে। অফিসে যাওয়ার পথে দেখলাম রানাপ্লাজায় ধ্বংসস্তুপ আর নেই, গড়ে উঠেছে বহু শ্রমিকের কর্মসংস্থান।চলছে কলকারখানা।অফিস পৌছে বসের মন ভালো। বললেন “কাল থেকে তোমার মাইনে বাড়েছে”; মা অনেক অসুস্থ ছিলেন, খবরটা শুনে সে অনেক আনন্দিত হল। আনন্দিত হল আমি, তুমি এবং সে। প্রিয় বন্ধুটা আমার উপর রাগ করেছিল, রাগ তার ভেঙে গেল। ছোটভাই এ+ পেয়েছে বলে নাকি অনেক বড় পার্টি হচ্ছে- পুরোনো আড্ডা আবার জমে উঠেছে। বাড়ি ফেরার পথটা তাই আজ ক্লান্ত যাইনি।
ঘটনাগুলো সম্পূর্ণ কাল্পনিক। কিন্তু ভাবতে কখনই খারাপ লাগেনা। স্বপ্নের মত মনে হয়। এবং স্বপ্নেই থাকে এসব গল্প।custom soccer jerseys team jersey Adult Sex Toys nike air jordan womens high top nike air max 270 mens sale nfl pro shop customized jerseys how to use rose sex toy nfl jerseys nfl fan shop original nfl teams jordan nike air custom nfl jersey san francisco 49ers shop nfl jerseys
তবে বাস্তব যত আগুনেই জ্বলুক আর মিছিলেই মরুক, এইটুকু যেন সত্যি হোক- মানুষ তার কল্পনার সত্যটাই বলুক।

৯২৫ বার দেখা হয়েছে

১টি মন্তব্য “স্বপ্নে দেখি সুখ”

মন্তব্য করুন

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।