এগিয়ে যাওয়া নিয়ে এত যুদ্ধ!
বদলে গেছে সাহসীরা,
প্রথম হওয়ার লড়াইয়ে
কেন থাকবনা আমারা।
একি মঞ্চে বেড়ে উঠার
সময়ের ডাক আসুক,
পার হব একই কাঁধে
একটাই মিছিলে,
গর্জে উঠুক।
স্লোগানটা থাকবেই-
“জয় আসবে, জয় আমাদের আসবেই”।
1:00 AM, August 27, 2013
বায়েজীদ ভাই, মাইন্ড লইয়েন না। 'জয়' শব্দটা শুনলেই সবার পরিচিত একটা নাম মাথায় চলে আসে। আমি কবিতার শিরোনাম দেখে প্রথমে ওটাই ভাবছিলাম।
যাই হোক, ভাল লাগছে কবিতাটা।
... কে হায় হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালবাসে!
পড়লাম। লেখালেখি চলুক 🙂
চাঁদ ও আকাশের মতো আমরাও মিশে গিয়েছিলাম সবুজ গহীন অরণ্যে।
আমারা
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ
কেনো ভালো লাগলো না?
সরি। :teacup:
এখনো বিষের পেয়ালা ঠোঁটের সামনে তুলে ধরা হয় নি, তুমি কথা বলো। (১২০) - হুমায়ুন আজাদ