বৃষ্টি হোক গানের মত,
ভিজতে থাকুক শব্দ
ঘরের পাশে জমে উঠবে
জানা-অজানা গল্প।
ফুলের সুবাস হোক অন্তরা
মিশে যাক বাতাসে,
সবকয়টি জানালা খুলে
মিলিয়ে নিব আকাশে।
বৃষ্টি শেষে কোরাস হোক
হারিয়ে যাক শব্দ,
দিতে কি পারবে তুমি
গানের খাতায় কন্ঠ।
১লা সেপ্টেম্বর, ২০১৩ রাত ১টা ২০ মিনিট
সম্ভব হলে নিজেই অথবা কাউকে দিয়ে সুর বসিয়ে ফেল! 🙂 :thumbup:
\\\তুমি আসবে বলে, হে স্বাধীনতা
অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতামাতার লাশের ওপর।\\\