আসুন আমরা নিরব থাকি

আসুন আমরা নিরব থাকি
গণতন্ত্রের যন্ত্র কেটে শ্যাওড়া গাছে ঝুলিয়ে রাখি।
মধ্য রাতে রাস্তা ঘাটে
কুকুর বেড়াল আর মানুষে
ঘুমিয়ে থাকে
জমিয়ে দেখি
এবং চলুন নিরব থাকি।।
অভিজাত কোনো নারীর পাশে
পানশালার এক কোণায় বসে
লাখো শ্রমিকের রক্ত চোষা
ঠোট টা চুমোয় ভরিয়ে রাখি
চলুন সবাই নিরব থাকি।।

৮১৩ বার দেখা হয়েছে

৬ টি মন্তব্য : “আসুন আমরা নিরব থাকি”

  1. নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

    বাহ্‌!! !!!,দারুণ !
    নীরব থাকার কবিতা নিয়ে সরব আগমন!
    প্রথম ব্লগের শুভেচ্ছাও রইলো।
    ভাইজান, পাস আউটের সনটা দিয়া দিয়েন,
    যদিও মনে হয়না আমার থেকেও বুড়া হবেন।

    জবাব দিন

মওন্তব্য করুন : নূপুর কান্তি দাশ (৮৪-৯০)

জবাব দিতে না চাইলে এখানে ক্লিক করুন।

দয়া করে বাংলায় মন্তব্য করুন। ইংরেজীতে প্রদানকৃত মন্তব্য প্রকাশ অথবা প্রদর্শনের নিশ্চয়তা আপনাকে দেয়া হচ্ছেনা।